ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গুয়ানতানামোর দুই বন্দীকে পুনর্বাসনে ঘানায় পাঠানো হয়েছে

প্রকাশিত: ০৫:১৬, ৯ জানুয়ারি ২০১৬

গুয়ানতানামোর দুই বন্দীকে  পুনর্বাসনে ঘানায়  পাঠানো হয়েছে

গুয়ানতানামো কারাগারে এক দশকেরও বেশি সময় বন্দী থাকার পর দুই ইয়েমেনী নাগরিককে পুনর্বাসনের লক্ষ্যে ঘানায় পাঠানো হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতর বুধবার জানিয়েছে, ওই দুই বন্দীকে মুক্তি দেয়ার সিদ্ধান্ত নেয়ার কয়েক বছর পর অবশেষে তারা ঘানায় পুনর্বাসিত হলেন। এর আগে ৫০টিরও বেশি দেশে গুয়ানতানামোর বন্দীরা পুনর্বাসিত হলেও ঘানা এই প্রথমবারের মতো এই দুই বন্দীকে গ্রহণ করেছে। পেন্টাগন জানিয়েছে, এই দুই বন্দীর নাম মাহমুদ উমর মুহাম্মাদ বিন আতিফ এবং খালিদ মুহাম্মাদ সালিহ আল-ধুবি। নিউইয়র্ক টাইমস জানিয়েছে, আল-ধুবি ১৯৮১ সালে সৌদি আরবে জন্মগ্রহণ করেছেন। তিনি যুদ্ধ করার জন্য আফগানিস্তানে গিয়েছিলেন। তাকে আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল কায়েদার সম্ভাব্য সদস্য বলে মনে করা হয়। তিনি আফগান বাহিনীর কাছে আত্মসমর্পণ করার পর ২০০২ সালে তাকে গুয়ানতানামো বে কারাগারে পাঠানো হয়। ২০০৬ সালে গুয়ানতানামো বেতে পেন্টাগনের জয়েন্ট টাস্ক ফোর্স তাকে কারাগার থেকে মুক্তি দেয়ার ব্যাপারে সুপারিশ করেছিল। অপর বন্দী ইয়েমেনের নাগরিক বিন আতিফ ১৯৭৯ সালে সৌদি আরবে জন্মগ্রহণ করেন। ২০০১ সালের নবেম্বরে তিনি আফগানিস্তানে ধরা পড়ার পর তাকে যুক্তরাষ্ট্রে পাঠানো হয়। ২০০৭ সালে পেন্টাগন বিন আতিফকে তালেবান গোষ্ঠীর সদস্য বলে জানিয়েছিল। কিন্তু বিন আতিফের মার্কিন আইনজীবী জানিয়েছেন তাকে ২০০৯ সালেই মুক্তির জন্য সুপারিশ করা হয়েছিল। ঘানা এই দুই বন্দীকে তাদের দেশে রাখবে কিনা এই বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য দুই বছর তাদের কার্যকলাপ পর্যবেক্ষণ করবে। এরপর নিরাপত্তা ছাড় পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেয়া হবে বলে দেশটির পররাষ্ট্রমন্ত্রী হানা তেতেহ জানিয়েছেন। -ইয়াহুনিউজ।
×