ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ফুটপাথ দখলে জরিমানা পরিষ্কার-পরিচ্ছন্নতায় লাগাতার অভিযানে নেমেছে চসিক

প্রকাশিত: ০৫:১১, ৯ জানুয়ারি ২০১৬

ফুটপাথ দখলে জরিমানা পরিষ্কার-পরিচ্ছন্নতায় লাগাতার অভিযানে নেমেছে চসিক

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নগরীর ফুটপাথ, রাস্তাঘাট পরিষ্কার-পরিচ্ছন্নতায় লাগাতার অভিযানে নেমেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। অভিযানে গত ৭ দিনে ৩ ব্যক্তি ও ২২টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। সর্বশেষ গত বুধবার নগরীর জুবিলি রোড ও সদরঘাট এলাকায় অভিযান চালান কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন। তিনি ফুটপাথের ওপর অবৈধভাবে বালির স্তূপ করে রাখায় এক ব্যক্তিকে ৮ হাজার এবং ফুটপাথ দখল করে রাখায় দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেন। কর্পোরেশন সূত্রে জানা যায়, মেয়র আ জ ম নাছির উদ্দিন চট্টগ্রাম নগরীকে ক্লিন ও গ্রীন সিটিতে রূপান্তর করতে নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছেন। এখন শুরু করেছেন সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ। চট্টগ্রাম সিটি কর্পোরেশন এ্যাক্ট ২০০৯-এর তৃতীয় তফসিলের ১.৪ থেকে ১.৭ পর্যন্ত অনুচ্ছেদে আবর্জনা অপসারণ, সংগ্রহ ও ব্যবস্থাপনা সম্পর্কে নির্দেশনা দেয়া আছে। এতে উল্লেখ আছে, ‘কর্পোরেশন তার নিয়ন্ত্রণাধীন সকল জনপথ, সাধারণ পায়খানা, প্রস্রাবখানা, নর্দমা, ইমারত ও জায়গা থেকে আবর্জনা সংগ্রহ ও অপসারণ করার যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে’। এতে আরও উল্লেখ আছে, কর্পোরেশন নগরবাসীর জন্য নির্দিষ্টস্থানে ময়লা ফেলার ব্যবস্থা করবে এবং সাধারণ নোটিসের মাধ্যমে ওখানে ময়লা ফেলার জন্য নির্দেশ দিতে পারবে। অধ্যাদেশের ওই ধারার অধীনে লাগাতার এ অভিযান পরিচালনা করছে। চসিকের প্রধান নির্বাহী কাজী মোহাম্মদ শফিউল আলম বলেন, মেয়র নগরীর ফুটপাথ দখলমুক্ত করার পাশাপাশি পরিচ্ছন্ন নগরী গড়তে অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছেন। পূর্ব ঘোষণা অনুযায়ী গত ১ জানুয়ারি থেকে লাগাতার অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানে যত্রতত্র ময়লা ফেললেই জরিমানা করা হচ্ছে। যারা অবৈভাবে ফুটপাথ দখল করে রেখেছেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিচ্ছে ভ্রাম্যমাণ আদালত। নিয়মিতভাবে এ অভিযান পরিচালনা করা হবে। চট্টগ্রাম নগরীকে সবুজ নগরীতে রূপান্তরের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন চসিক মেয়র আ জ ম নাছির উদ্দিন। শুক্রবার নগরীর জিইসি মোড়ে অবস্থিত মেরিডিয়ান রেস্টুরেন্টের দুই যুগপূর্তি অনুষ্ঠানে তিনি বলেন, সবুজ নগরীতে পরিণত করার কার্যক্রমকে কেউ বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করলে তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা। অভিযান পরিচালিত হচ্ছে। পরিচ্ছন্ন নগরী গড়তে নিয়মিত অভিযান চলবে।
×