ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

৩৬তম বিসিএস

প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত

প্রকাশিত: ০৫:০৫, ৯ জানুয়ারি ২০১৬

প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥ প্রশ্ন ফাঁসসহ সব ধরনের বিতর্ক ছাড়াই শান্তিপূর্ণ পরিবশে অনুষ্ঠিত হয়েছে ৩৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা। সব ধরনের অনিয়ম বন্ধে ব্যাপক কড়াকড়ির মধ্যে শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত এ পরীক্ষায় অংশ নিয়েছেন দুই লাখ ১১ হাজার ৩২৬ চাকরিপ্রার্থী। ঢাকার ১০৭টিসহ বিভাগীয় শহরের ১৬২ কেন্দ্রে পরীক্ষা হয়েছে। প্রথমবারের মতো এ পরীক্ষায় পরীক্ষার্থীরা কোন ধরনের ঘড়ি নিয়েও কেন্দ্রে প্রবেশ করতে পারেননি। পরীক্ষার আগেই তথ্যবিভ্রাটের কারণে আবেদনকারীদের ১৫ জনের প্রার্থিতা বাতিল করেছে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (পিএসসি)। একই সঙ্গে নতুন ২৯ জনকে রেজিস্ট্রেশন নম্বর দিয়েছে পিএসসি। পিএসসির তথ্যমতে, এই বিসিএসের মাধ্যমে দুই হাজার ১৮০ পদে বিভিন্ন ক্যাডারে নিয়োগ করা হবে। এবার পরীক্ষার হলে পরীক্ষার্থীদের হাতঘড়ি, পকেটঘড়ি, ইলেক্ট্রনিকঘড়ির ব্যবহার নিষিদ্ধ করা ছিল। সময় জানার জন্য পরীক্ষার হলে প্রয়োজনীয় সংখ্যক দেয়ালঘড়ি রাখা হয়। ২০০ নম্বরের এমসিকিউ প্রশ্নের এই পরীক্ষার পর লিখিত ও মৌখিক পরীক্ষার ধাপ পার হতে পারলে এদের মধ্যে দুই হাজার ১৮০ জন শেষপর্যন্ত প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তার পদে যোগ দেয়ার সুযোগ পাবেন। প্রিলিমিনারি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহারে নিষেধাজ্ঞা দেয়া হয়েছিল ৩৫তম বিসিএস থেকেই। তবে এবার প্রথমবারের মতো হাতঘড়ি, পকেটঘড়ি বা ইলেক্ট্রনিক সব ধরনের ঘড়ি ব্যবহারও নিষিদ্ধ করা হয়েছিল। এছাড়া মোবাইল ফোন, সব ধরনের ইলেক্ট্রনিক যোগাযোগ যন্ত্র, বই বা ব্যাগ নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশেও নিষেধাজ্ঞা ছিল। এই নিষেধ না মানলে প্রার্থিতা বাতিলসহ কমিশনের সব পরীক্ষায় অযোগ্য ঘোষণা করা হবে বলে পরীক্ষার্থীদের আগেই সতর্ক করে পিএসসি। এ পরীক্ষায় অনিয়ম, অসদুপায় অবলম্বন আর প্রশ্নফাঁস ও জালিয়াতি ঠেকাতে প্রশাসন ক্যাডারের ১১৭ কর্মকর্তাকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ক্ষমতা দিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ করে সরকার। পরীক্ষা কেন্দ্রের ভেতরে ও বাইরে তারা আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে ছিলেন। এছাড়া অনিয়ম ঠেকাতে প্রশ্নপত্র বিতরণের পর কেন্দ্রে প্রবেশ এবং পরীক্ষা শেষ না করে বের হওয়ার ক্ষেত্রেও ছিল কড়াকড়ি। এ কারণে দেরিতে কেন্দ্রে পৌঁছানো অনেকেই আর পরীক্ষায় বসতে পারেননি। যাত্রাবাড়ী থেকে মহাখালীর সরকারী তিতুমীর কলেজ কেন্দ্রে পৌঁছাতে পাঁচ মিনিট দেরি হওয়ায় রাইসুল ইসলাম নামের একজনকে ফটকের বাইরেই দাঁড়িয়ে থাকতে হয়। তিনি সাংবাদিকদের বলেন, ৯টা ৩৫ মিনিটে পৌঁছালাম। দারোয়ান আমাকে ঢুকতে দেয়নি। কেন্দ্রে ঢুকতে না পেরে তিতুমীর কলেজ কেন্দ্রের সামনে দাঁড়িয়ে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় নারায়ণগঞ্জ থেকে আসা নাজমা আক্তার, মিরপুরের ফারহানা, মানিকগঞ্জ থেকে আসা খায়রুল ইসলাম, আশুলিয়া থেকে আসা মোঃ নোমানসহ কয়েকজনকে। অবশ্য কলেজ কর্তৃপক্ষ সাংবাদিকদের জানিয়েছে, আইন অনুসারে ৮টা ৫৫ এর মধ্যে হলে প্রবেশ করতে হবে আগেই বলা হয়েছে। তারপরও সাড়ে ৯টা পর্যন্ত প্রবেশের সুযোগ দেয়া হয়। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কলেজ গেট বন্ধ করা হয়। কারণ আইনের বাইরে আসলে করার কিছু নেই। এর আগে গত ৩১ মে ৫৪২ সাধারণ ক্যাডারসহ দুই হাজার ১৮০ পদে নিয়োগের লক্ষ্যে এ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পিএসসি। এরপর ১৪ জুন সকাল ১০টা থেকে ২৩ জুলাই সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে অনলাইনে আবেদন কার্যক্রম। ৩৬তম বিসিএসে সাধারণ ক্যাডারে মোট পদ রয়েছে ৫৪২টি। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ২৫০, পুলিশ ক্যাডারে ১২০, কর ক্যাডারে ৪৩, তথ্য ক্যাডারে ৩৭টি। সমবায় ক্যাডারে ২২, পররাষ্ট্র ক্যাডারে ২০, আনসার ক্যাডারে ১৯, নিরীক্ষা ও হিসাব ক্যাডারে ১৫, খাদ্য ক্যাডারে সাত, ইকোনমিক ক্যাডারে চার, ডাকে দুই এবং পরিবার পরিকল্পনা ক্যাডারে একটি পদ রয়েছে। কৃষি ক্যাডারে ৩৯৭ ও স্বাস্থ্য ক্যাডারে ১৮৭টিসহ প্রফেশনাল বা কারিগরি ক্যাডারে মোট পদ রয়েছে ৭৪০টি। এছাড়া বিসিএস সাধারণ শিক্ষায় ৮৭১, সরকারী শিক্ষক প্রশিক্ষণ কলেজের জন্য ২৩ ও কারিগরি কলেজের জন্য চারটি পদ রয়েছে। ৩৫তম বিসিএসের মতো এবারও প্রিলিমিনারি পরীক্ষা হয় ২০০ নম্বরে।
×