ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দল ভাঙ্গার রাজনীতি করে না আওয়ামী লীগ ॥ হানিফ

প্রকাশিত: ০৫:০৫, ৯ জানুয়ারি ২০১৬

দল ভাঙ্গার রাজনীতি করে না আওয়ামী লীগ ॥  হানিফ

বিশেষ প্রতিনিধি ॥ দল বা জোট ভাঙ্গার রাজনীতি আওয়ামী লীগ করে না। তবে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী হলে যে কোন রাজনৈতিক দল মহাজোটে আসতে চাইলে বিষয়টি বিবেচনা করা হবে। শুক্রবার ধানম-ির আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে পেশাজীবী সংগঠনগুলোর সঙ্গে যৌথসভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ। এর আগে দলের সভাপতিম-লীর সদস্য ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সভাপতিত্বে বৈঠকে ড. আবদুর রাজ্জাক, আবদুল মতিন খসরু, আহমদ হোসেন, ড. আবদুস সোবহান গোলাপ, ফরিদুন্নাহার লাইলী, এনামুল হক শামীম, সুজিত রায় নন্দী, জাতীয় প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান, স্বাচিপের সভাপতি অধ্যাপক ডাঃ ইকবাল আর্সনাল, মহাসচিব অধ্যাপক ডাঃ আবদুল আজিজ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব গোলাম কুদ্দুস, ইঞ্জিনিয়ার আবদুস সবুর, মহানগর আওয়ামী লীগের শাহে আলম মুরাদ প্রমুখ। সভায় পেশাজীবী সংগঠনের নেতারা মুক্তিযুদ্ধ ও শহীদদের নিয়ে বিরূপ মন্তব্য করায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণের দাবি জানান। তাঁরা বলেন, খালেদা জিয়া পাকিস্তানের দোসর হিসেবে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। এখন মুক্তিযুদ্ধের মীমাংসিত বিষয়গুলোকে বিতর্কিত করার চেষ্টা করছেন। এখনই তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। পরে ব্রিফিংকালে হানিফ আরও বলেন, আওয়ামী লীগ কোন রাজনৈতিক দল ভাঙ্গা-গড়ায় বিশ্বাসী নয়। বাংলাদেশ আওয়ামী লীগের অতীত ইতিহাস কখনও এটিকে সমর্থন করে না। রাজনৈতিক দল ভাঙ্গা-গড়ার কর্মকা- কে শুরু করেছিল, সেটা বাংলাদেশের সবাই জানে। আর দল ভাঙ্গা-গড়ার কাজটি করে গেছেন এই বিএনপিরই প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় যারা বিশ্বাসী, শেখ হাসিনার প্রতি যারা আস্থাশীল, দেশের যারা শান্তি চায়, উন্নয়ন চায়, অগ্রগতি চায়, তারা যদি বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার প্রতি আস্থা ব্যক্ত করে এই জোটে আসতে চায়Ñ মুক্তিযুদ্ধের চেতনার এমন যে কোন দল বা সংগঠনের জন্য আওয়ামী লীগের দুয়ার খোলা। খালেদা জিয়া পাকিস্তানীÑক্যাপ্টেন তাজ ॥ সাবেক মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ক্যাপ্টেন (অব) এবি তাজুল ইসলাম বলেছেন, ’৭১ সালে মুক্তিযুদ্ধের সময় খালেদা জিয়া পাকিস্তানী আতিথেয়তায় আরাম-আয়েশে দিন অতিবাহিত করেছেন। তিনি মুক্তিযুদ্ধ প্রত্যক্ষ করেননি। মুক্তিযুদ্ধ প্রত্যক্ষ না করার কারণে তিনি শহীদের সংখ্যা নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন। পাকিস্তানী বলেই খালেদা জিয়ার পক্ষেই সম্ভব বলে মন্তব্য করেন তিনি। জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন। মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতিকারীদের কঠোর শাস্তি ও প্রয়োজনীয় আইন প্রণয়নের দাবিতে ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ কেন্দ্রীয় কমিটি এ মানববন্ধনের আয়োজন করে। এর আগে একটি পতাকা মিছিলের আয়োজন করে সংগঠনটি। আয়োজক সংগঠনের সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে এতে বক্তব্য দেন জাতীয় মুক্তিযোদ্ধা সমন্বয়ক কমিটির নির্বাহী চেয়ারম্যান হারুন অর রশিদ, মহাসচিব শফিকুল বাহার মজুমদার টিপু, ভাইস চেয়ারম্যান মমিনুল হক, শরীফ উদ্দিন প্রমুখ। তাজুল ইসলাম আরও বলেন, এত বছর পর এসে মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা নিয়ে উল্টাপাল্টা বক্তব্য দেয়ার পেছনে তাঁর কোন দুরভিসন্ধি আছে। স্বাধীনতার সুরক্ষা ও মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখার স্বার্থে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানদের সংগঠিত ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
×