ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ডাস্টবিন সরানোর নির্দেশনা চেয়ে রিট

প্রকাশিত: ০৯:১০, ৮ জানুয়ারি ২০১৬

ডাস্টবিন সরানোর নির্দেশনা চেয়ে রিট

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা সিটি করপোরেশন এলাকার বর্জ্য অপসারণের জন্য রাজধানীর বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে রাখা ডাস্টবিন ও ময়লার ভাগাড় সরানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে। অন্যদিকে গোপালগঞ্জে স্ত্রী হত্যার দায়ে তুহিন কাজীকে নিম্ন আদালতের দেয়া মৃত্যুদ-ের আদেশ বহাল রেখেছে হাইকোর্ট। হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ এ আদেশ প্রদান করেছে। বর্জ্য অপসারণের জন্য রিটটি দায়ের করা হয় বৃহস্পতিবার। রিট আবেদনটি দায়ের করেন সুপ্রীমকোর্টের আইনজীবী সৈয়দ মহিদুল কবির। রিটে বিবাদী করা হয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক এবং দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন, পরিবেশ অধিদফতরের মহাপরিচালক, বন ও পরিবেশ মন্ত্রণালয়ের সচিব, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, দুই সিটির প্রধান বর্জ্য ব্যবস্থাপককে। মহিদুল কবির জানান, বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মোঃ ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চে শুনানির জন্য এ রিট উপস্থাপন করা হবে।
×