ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পদ্মা সেতুতে যান ও ট্রেন চলাচল একই দিনে উদ্বোধন

প্রকাশিত: ০৮:৪৭, ৮ জানুয়ারি ২০১৬

পদ্মা সেতুতে যান ও ট্রেন চলাচল একই দিনে উদ্বোধন

স্টাফ রিপোর্টার ॥ পদ্মা সেতুতে যানবাহন ও ট্রেন চলাচল একই দিনে উদ্বোধন করা সম্ভব হবে বলে আশা করছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর সেতু ভবনে সেতু কর্তৃপক্ষের বোর্ড সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। তিনি বলেন, ২০১৮ সালে পদ্মা সেতু চালু হবে। মাওয়া অংশে রেল সেতুর কাজও চলমান থাকবে। পদ্মা সেতু ও রেল সেতু একই দিনে উদ্বোধন হয়ে যাবে। আমরা এমন লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছি। আশা করি সফল হবো। পরিকল্পনামন্ত্রী আহম মুস্তফা কামালও মঙ্গলবার একনেক বৈঠকের পরে সাংবাদিকদের বলেন, ২০১৮ সালের ডিসেম্বরের মধ্যে এ সেতু গাড়ি ও ট্রেন চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া যাবে। ওই সভায় পদ্মা সেতু নির্মাণ প্রকল্পে নতুন করে আরও ৮ হাজার কোটি টাকার বরাদ্দ অনুমোদন করা হয়। এর ফলে ৬ দশমিক ১ কিলোমিটার দীর্ঘ এ সেতুর মোট নির্মাণ ব্যয় বেড়ে ২৮ হাজার ৭৯৩ কোটি ৩৯ লাখ টাকায় দাঁড়িয়েছে।
×