ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

তৃণমূলের তথ্য জানালা- ইউনিয়ন ডিজিটাল সেন্টার হচ্ছে

প্রকাশিত: ০৮:১২, ৮ জানুয়ারি ২০১৬

তৃণমূলের তথ্য জানালা- ইউনিয়ন ডিজিটাল সেন্টার হচ্ছে

স্টাফ রিপোর্টার ॥ সরকার ১০ হাজার ইউডিসি উদ্যোক্তাকে নাগরিক সাংবাদিকতার প্রশিক্ষণ দেবে। তৃণমূলের উন্নয়ন সংবাদ ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয় ইউনিয়ন পরিষদের ওয়েবসাইট ও বিভিন্ন সামাজিক মাধ্যমে নিয়মিত প্রকাশের জন্য সরকার ইউনিয়ন ডিজিটাল সেন্টারের মাধ্যমে এই কার্যক্রম বাস্তবায়ন করবে। তথ্য ও যেগাযোগ প্রযুক্তি বিভাগের তৃণমূলের জন্য তথ্যজানালা শীর্ষক কর্মসূচীর আওতায় এ প্রশিক্ষণ দেয়া হবে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ সূত্র জানিযেছে, আগামী তিন বছরে ১০ হাজার ইউডিসি উদ্যোক্তার প্রশিক্ষণের লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সঙ্গে তথ্যসেবা বার্তা সংস্থার (টিএসবি) মধ্যে এক সমঝোতা স্মারক স্বাক্ষর হযেছে। সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ডেপুটি সেক্রটারি ও তৃণমূলের তথ্যজানালা কর্মসূচী পরিচালক সৈয়দ মুজিবুল হক ও তথ্যসেবা বার্তা সংস্থার সহকারী সম্পাদক মোঃ নুরুল ইসলাম। তথ্য ও যোগাযোগ বিভাগের সচিব শ্যাম সুন্দর সিকদার বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন এ্যান্ড ফিল্ম স্টাডিস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শফিউল আলম ভূঁইয়া, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব হারুনুর রশীদ ও সুশান্ত কুমার সাহা, লিভারেজিং আইসিটি ফর গ্রোথ, এমপ্লয়মেন্ট এ্যান্ড গবর্নেন্স (এলআইসিটি) প্রল্পের কমিউনিকেশন স্পেশালিস্ট অজিত কুমার সরকার, ইউএনবি’র চীফ নিউজ এডিটর মাহফুজুর রহমান, গণযোগাযোগ বিশেষজ্ঞ মু. রহমত আলী, ডেইলি স্টারের মেট্রো ডেক্সের ডেপুটি এডিটর মাহমুদুল হক সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সচিব বলেন, অবাধ তথ্য প্রবাহ জনগণের ক্ষমতায়নের অন্যতম পূর্বশর্ত। তথ্যপ্রযুক্তির ব্যবহার করে অবাধ তথ্য প্রবাহের মাধ্যমে জনগণকে ক্ষমতায়ন করার জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ তৃণমূলের জন্য তথ্যজানালা কর্মসূচী চালু করতে যাচ্ছে। এ কর্মসূচীর আওতায় প্রায় ১০ হাজার ইউডিসি উদ্যোক্তাকে নাগরিক সাংবাদিকতার প্রশিক্ষণ দেয়া হবে।
×