ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকারের ফাঁদে পা দেবেন না ॥ জোট নেতাদের প্রতি খালেদা জিয়া

প্রকাশিত: ০৮:০৮, ৮ জানুয়ারি ২০১৬

সরকারের ফাঁদে পা দেবেন না ॥ জোট নেতাদের প্রতি খালেদা জিয়া

স্টাফ রিপোর্টার ॥ বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া বলেছেন, ষড়যন্ত্রকারীদের বিষয়ে ২০ দলীয় জোটের নেতাকর্মীদের সদা সতর্ক থাকতে হবে। কেউ যাতে জোটের ভেতর থেকে জোটের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে না পারে। এই বিষয়টি সবাইকে খেয়াল রাখতে হবে। তিনি কাউকে সরকারের ফাঁদে পা না দিতে জোট নেতাদের প্রতি আহ্বান জানান। বৃহস্পতিবার রাতে ইসলামী ঐক্যজোটের একাংশের নির্বাচিত নতুন চেয়ারম্যান ঘোষণাকারী মাওলানা আব্দুর রকিবের নেতৃত্বে দলের ক’জন নেতা তার সঙ্গে দেখা করতে গুলশান কার্যালয়ে সাক্ষাত করতে এলে তিনি এ কথা বলেন। ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আবদুল লতিফ নেজামীর ২০ দলীয় জোট ত্যাগ করা প্রসঙ্গে খালেদা জিয়া বলেন, যারা যেতে চায়, তারা চলে যাক। আমরা জোর করে কাউকে ধরে রাখব না। যারা জাতীয়তাবাদী চেতনা বিশ্বাস রেখে আমাদের সঙ্গে মিলে মিশে কাজ করবে। কেবল তারাই ২০ দলীয় জোটে থাকবে। বৃহস্পতিবার রাতে চেয়ারম্যান আবদুল লতিফ নেজামী জোট ছাড়ার ঘোষণা দেয়ার পর নিজেকে ইসলামী ঐক্যজোটের ‘নতুন চেয়ারম্যান’ ঘোষণাকারী মাওলানা আব্দুর রকিব গুলশানে কার্যালয়ে খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যান। সেখানে ২০ দলীয় জোটের প্রধান খালেদা জিয়ার কার্যালয়ে তার হাতে ফুল তুলে দিয়ে শুভেচ্ছা জানান। তার আগে বিকেলে সেখানে সংবাদ সম্মেলন করে রকিব নিজেকে ইসলামী ঐক্যজোটের নতুন চেয়ারম্যান হিসেবে দাবি করেন। বিএনপির দীর্ঘদিনের এই জোটসঙ্গী দলটির চেয়ারম্যান লতিফ নেজামী দুপুরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দলের সম্মেলনে ২০ দলীয় জোট ছেড়ে আলাদাভাবে চলার ঘোষণা দেন। তারপরই গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে এসে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ইসলামী ঐক্যজোটের ভাইস চেয়ারম্যান রকিব। পরে রাত ৯টায় নতুন মহাসচিব আবদুল করীম খানসহ কয়েকজন নেতাকে নিয়ে খালেদার সঙ্গে বৈঠক করেন তিনি। শৃঙ্খলাভঙ্গের কারণে লতিফ নেজামীরা আর ইসলামী ঐক্যজোটে নেই দাবি করে রকিব সংবাদ সম্মেলনে বলেন, ইসলামী ঐক্যজোট বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ২০ দলীয় জোটে ছিল, থাকবে। খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে মাওলানা রকিবের সঙ্গে ছিলেন জমিয়তে উলামে ইসলামের মাওলানা আবদুর রব ইউসুফী, মাওলানা তারিখ কাছেমী। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান, ২০ দলীয় জোটের শরিক বিজেপির আন্দালিব রহমান পার্থ, জাগপার শফিউল আলম প্রধান, ডিএলের খন্দকার গোলাম মূর্তজা, ন্যাপের জেবেল রহমান গানি এ সময় উপস্থিত ছিলেন।
×