ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিএসএফের স্পিডবোটের ধাক্কা

নৌকা ডুবে নিখোঁজ যুবকের লাশ চার দিন পর উদ্ধার

প্রকাশিত: ০৬:২৪, ৮ জানুয়ারি ২০১৬

নৌকা ডুবে নিখোঁজ যুবকের লাশ চার দিন পর উদ্ধার

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ নিখোঁজের চার দিন পর বৃহস্পতিবার দুপুরে জকিগঞ্জ উপজেলার বীরশ্রী ইউনিয়নের পশ্চিম জামডহর গ্রামের আবুল কালাম চৌধুরীর (৪৫) লাশ উদ্ধার করে পুলিশ। স্থানীয় সূত্র জানায়, শখের বশে গত শনিবার রাতে নৌকা নিয়ে উপজেলার পিয়াইপুর এলাকার কুশিয়ারা নদীতে মাছ ধরতে যান আবুল কালাম চৌধুরী। তার সঙ্গে ছিলেন তজম্মুল চৌধুরী তজলু নামক আরেক ব্যক্তি। মাছ ধরার নেশায় বিভোর হয়ে তারা যৌথ নদীসীমা পেরিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ভারতীয় অংশে চলে যান। রাত সাড়ে ১১টার দিকে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফের একটি টহল দল তাদের স্পিডবোট দিয়ে মাছ ধরার নৌকায় ধাক্কা দেয়। এতে নৌকা ডুবে যায়। সঙ্গে থাকা তজম্মুল সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও পানিতে তলিয়ে যান আবুল কালাম চৌধুরী। বিষয়টি তাৎক্ষণিকভাবে স্থানীয় সোনাপুর বিজিবি ক্যাম্প, জকিগঞ্জ থানা পুলিশ ও সিলেট ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে অবহিত করা হয়। রবিবার দুপুরে বিজিবি-বিএসএফ উচ্চপর্যায়ে আলোচনা হয়। এতে ভারতীয় অংশে ডুবুরি দলকে উদ্ধার অভিযান চালানোর অনুমতি দেয়া হয়। তবে ডুবুরি দল সন্ধ্যা পর্যন্ত চেষ্টা চালিয়েও আবুল কালামের লাশ উদ্ধার করতে পারেনি। চার দিন পর বৃহস্পতিবার দুপুরে কুশিয়ারা নদীতে ভেসে ওঠে আবুল কালামের লাশ। আমরা অসম্ভবকে সম্ভব করেছি ॥ গণশিক্ষামন্ত্রী নিজস্ব সংবাদদাতা, গাজীপুর, ৭ জানুয়ারি ॥ প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান বলেছেন, দক্ষ জনশক্তি তৈরির মাধ্যমে আমরা দেশকে অনেক এগিয়ে নিয়ে যেতে পারি। আমরা অনেক অসম্ভবকে সম্ভব করেছি। আমরা আমাদের অন্তর্নিহিত শক্তি বুঝতে পারলে ভবিষ্যতে অনেক দূর যেতে পারব। তিনি বলেন, বাংলাদেশ সমৃদ্ধির জায়গায় যাবে। এখন বিশ্বব্যাংক আমাদের নিয়ন্ত্রণ করতে পারে না। আমরা তাদের প্রেসক্রিপশন মানি না। আমাদের দেশের উপযোগী করে আমরা অনেক কিছু করতে চাই। তিনি বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত গাজীপুরের ট্রাস্ট টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের জুলাই-ডিসেম্বর ২০১৫ সেশনের ছাত্রছাত্রীদের মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। গাজীপুরের শিমুলতলীতে বাংলাদেশ মেশিন টুলস কারখানার ক্যাম্পাসে অবস্থিত প্রতিষ্ঠানের কনফারেন্স হলে আয়োজিত এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাংলাদেশ সেনাবাহিনীর এ্যাডজুট্যান্ট জেনারেল ও ট্রাস্ট টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মেজর জেনারেল মোঃ মাহফুজুর রহমান ও প্রতিষ্ঠানের প্রিন্সিপাল লে. কর্নেল (অব) মোঃ আছয়াদুর রহমান খান পিএসসি। অনুষ্ঠানে টিটিটিআই পরিচালিত আটটি ট্রেড কোর্সের ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের মধ্যে সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়। বরিশালে স্ত্রীর যৌতুক মামলায় কাউন্সিলরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ স্ত্রী চায়না বেগমের দায়ের করা যৌতুক মামলায় বরিশাল সিটি কর্পোরেশনের ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রিজভী চৌধুরীর বিরুদ্ধে বৃহস্পতিবার দুপুরে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। বাদী পক্ষের আইনজীবী এ্যাডভোকেট দিলিপ কুমার ঘোষ জানান, সিটি কর্পোরেশনের ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রিজভী চৌধুরীর বিরুদ্ধে বরিশাল চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তার স্ত্রী চায়না বেগম বৃহস্পতিবার ২০ লাখ টাকা যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগে মামলা দায়ের করেন। আদালতের বিচারক মোঃ আলী হোসাইন মামলাটি আমলে নিয়ে কাউন্সিলর রিজভী চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
×