ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মীরসরাইয়ে যৌতুকের জন্য গৃহবধূকে নির্যাতন ॥ স্বামী গ্রেফতার

প্রকাশিত: ০৬:২৪, ৮ জানুয়ারি ২০১৬

মীরসরাইয়ে যৌতুকের জন্য গৃহবধূকে নির্যাতন ॥ স্বামী গ্রেফতার

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামের মীরসরাই উপজেলার মিঠানালা ইউনিয়নের ছুফিয়া গ্রামে স্বামী ও শ্বশুর শাশুড়ি মিলে এক গৃহবধূকে নির্যাতন করে মুখে বিষ ঢেলে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এই গৃহবধূ বর্তমানে মুমূর্ষু অবস্থায় চমেক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। গত বুধবার গভীর রাতে স্বামীকে চট্টগ্রাম মেডিক্যাল এলাকা থেকে আটক করেছে মীরসরাই থানা পুলিশ। নির্যাতিতা গৃহবধূ লিপি আক্তারের (২০) নিকটাত্মীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দেড় বছর আগে উপজেলার ছুফিয়া গ্রামের প্রবাসী নুরুল আলমের সঙ্গে বিয়ে হয় মসজিদিয়া গ্রামের নাছির উদ্দিনের কন্যা, লিপি আক্তারের। বছর না ঘুরতেই স্বামীর পরিবারের সকলে লিপিকে যৌতুকের জন্য চাপ দিতে থাকে। কিন্তু দরিদ্র কৃষক পিতার সামর্থ্য নেই। মাসখানেক পূর্র্বে বিদেশ থেকে চলে আসে লিপির স্বামী। শাশুড়ি ও বড় ভাবি সকলে মিলে মোটা অংকের যৌতুকের জন্য চাপ দিতে থাকে। লিপি প্রতিবাদ করায় গত সোমবার রাতে তাকে স্বামী নুরুল আলম নিজে পিটিয়ে গুরুতর আহত করে। লিপি নির্যাতনের কথা বাবা মাকে জানাবে বললে শাশুড়ি ও স্বামী নুরুল আলম নিজ হাতে মুখে বিষ ঢেলে মেরে ফেলার চেষ্টা করে বলে অভিযোগ করা হয়। বুধবার ভোরে স্বামী নুরুল আলমকে চট্টগ্রাম মেডিকেল গ্রেফতার করা হয়েছে। তিনি জানান, নির্যাতিতা গৃহবধূ লিপি আক্তারের শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে, বর্তমানে লিপি চট্টগ্রাম মেডিক্যালের আইসিউতে চিকিৎসাধীন রয়েছে। চোর সন্দেহে গণপিটুনিতে নিহত এক ॥ যুবকের লাশ উদ্ধার নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর, ৭ জানুয়ারি ॥ লক্ষ্মীপুরের রামগঞ্জ ও রায়পুরে পৃথক ঘটনায় মুসলিম মিয়া ও আব্দুল জলিল নামে দু’জন খুন হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ দু’টি বৃহস্পতিবার দুপুরে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এর মধ্যে রামগঞ্জ উপজেলার আঙ্গারপাড়া এলাকায় চোর সন্দেহে মুসলিম মিয়া নামে এক ব্যক্তি (৪৫)কে গণপিটুনি দিয়ে হত্যা করেছে স্থানীয় জনতা। বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটেছে। নিহতের পিতার নাম সেকান্দর আলী। গ্রামের বাড়ি রামগঞ্জ উপজেলার আওগানখীল এলাকায়। এ ঘটনায় রুহুল আমিন খলিফা, কাউছার, ছায়েম, সামছুন্নাহার ও সাবরিনা আক্তারসহ ৫ জনকে আটক করেছে পুলিশ। অপরদিকে রায়পুরে উপজেলার উদমারা গ্রামে একই দিন রাতে আব্দুল জলিল (৩০) নামে অপর এক অটোরিক্সা চালককে হত্যা করা হয়েছে। পুলিশ একটি ধান ক্ষেত থেকে লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য দুপুরে লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে হত্যার পর লাশ ধান ক্ষেতে ফেলে যায়। এর আগের দিনে সে বাড়ি থেকে বের হয়ে আর বাড়িতে ফিরে যায়নি। বাঁশখালীতে গৃহবধূ নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী থেকে জানান, চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের মধ্যম চাপাছড়ি গ্রামে লিনা আক্তার (২২) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে বাহারছড়া ইউনিয়নের মধ্যম চাপাছড়ি গ্রামের মোঃ মাহমুদুল হকের স্ত্রী। এ ঘটনায় বৃহস্পতিবার (৭ জানুয়ারি) পুলিশ বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে।
×