ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন অসহায় পরিবার

প্রকাশিত: ০৬:২৩, ৮ জানুয়ারি ২০১৬

সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন অসহায় পরিবার

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ৭ জানুয়ারি ॥ পূর্ব শত্রুতার জের ধরে পলাশবাড়ি উপজেলার রাই গ্রামের আনছার আলীর বসতবাড়িতে গত সোমবার একই গ্রামের চিহ্নিত সন্ত্রাসী শিপন মিয়া, লোকমান আলী, শাহ আলম, শ্যামল কুমার, ঝন্টু মিয়া, আব্দুল মোন্নাফ, শাকিলসহ আরও বেশ কয়েকজন হামলা চালিয়ে তাকে বেধড়ক মারপিট করে। এ সময় বাধা দিতে গেলে তার স্ত্রী অছিমা বেগম ও তার মেয়ে দশম শ্রেণীর ছাত্রী মাছুমা খাতুনকেও মারপিট করে। এ ব্যাপারে পলাশবাড়ি থানায় একটি লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার গাইবান্ধা প্রেসক্লাবে আনছার আলী এক সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক, পুলিশ সুপার, পলাশবাড়ি সদর থানাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবরে প্রতিকার দাবি করে। সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়, ওইদিন সন্ধ্যায় আনছার আলী পার্শ্ববর্তী দুর্গাপুর বাজারে গেলে সন্ত্রাসীরা তাকে বেধরক মারপিট করে। এসময় এই ঘটনার পর দ্বিতীয় দফায় উল্লেখিত সন্ত্রাসীরা লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে বাড়িতে হামলা চালিয়ে ঘরের বেড়া, চালের টিন কেটে অছিমা বেগম এবং তার মেয়ে দশম শ্রেণীর ছাত্রী মাছুমা খাতুনকে মারপিট করে। এ ব্যাপারে থানায় অভিযোগ দায়েরের পর থেকেই সন্ত্রাসীরা আরও বেপরোয়া হয়ে ওঠে এবং আনছার আলীর পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেয়। সন্ত্রাসীদের অব্যাহত হুমকিতে দশম শ্রেণীর ছাত্রী মাছুমা খাতুন স্কুলেও যেতে পারছে না এবং পরিবার পরিজন নিয়ে আনছার আলী চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। মাস্টার্স শেষ পর্র্বে ভর্তির আবেদনের সময় বৃদ্ধি জাতীয় বিশ্ববিদ্যালয় নিজস্ব সংবাদদাতা, গাজীপুর, ৭ জানুয়ারি ॥ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষে মাস্টার্স শেষপর্র্ব (নিয়মিত) কোর্সে ভর্তির আবেদন ফরম পূরণের সময় আগামী ১৪ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ww(w.nu.edu.bd/admissions A_ev admissions.nu.edu.bd) থেকে জানা যাবে। স্নাতক পাস ও প্রফেশনাল কোর্সের মেধাতালিকা ১০ জানুয়ারি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক পাস ও স্নাতক সম্মান প্রফেশনাল কোর্সে ভর্তির ১ম মেধা তালিকা ১০ জানুয়ারি প্রকাশ করা হবে। উক্ত ফল বিকেল ৪টা থেকে স্নাতক পাস-এর জন্য- ঝগঝ-এর মাধ্যমে হঁ<ংঢ়ধপব> ধঃফম<ংঢ়ধপব>ৎড়ষষ হড় লিখে এবং সম্মান প্রফেশনাল কোর্সের জন্য- হঁ<ংঢ়ধপব> ধঃযঢ়<ংঢ়ধপব> ৎড়ষষ হড় লিখে ১৬২২২ নাম্বারে ংবহফ করে ফল পাওয়া যাবে এবং একইদিন রাত ৯টা থেকে ওয়েবসাইটে ফল জানা যাবে। বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট -তে দেয়া আছে। কবর থেকে কলেজ ছাত্রের লাশ উত্তোলন নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ৭ জানুয়ারি ॥ ঢাকার মিরপুর ক্যামব্রিয়ান কলেজের ছাত্র জাহিদ হাসান নাঈমের লাশ দীর্ঘ ৫ মাস ৭ দিন পর ময়নাতদন্তের জন্য নওগাঁর কবর থেকে উত্তোলন করা হলো। বৃহস্পতিবার দুপুরে নওগাঁ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম হেদায়েতুল ইসলামের উপস্থিতিতে কেন্দ্রীয় গোরস্তান থেকে তার লাশ উত্তোলন করা হয়। এ সময় ঢাকার সিআইডি অফিসার আজাদ রহমান, নওগাঁ সদর থানার এসআই আফজাল হোসেন ও নাইমের পিতা আব্দুল লতিফ উপস্থিত ছিলেন। এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ও সিআইডি অফিসার আজাদ রহমান বলেন, চূড়ান্ত প্রতিবেদনে না রাজি দেয়ায় উচ্চ আদালত মামলাটি সিআইডির কাছে হস্তান্তর করে পুনঃময়নাতদন্তের নির্দেশ দেন। এরই প্রেক্ষিতে নওগাঁ কেন্দ্রীয় গোরস্তানে তার কবর থেকে লাশটি উত্তোলন করে পুনরায় ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
×