ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

লালমনিরহাটে সারের দোকান বন্ধ ॥ বিপাকে কৃষক

প্রকাশিত: ০৬:২২, ৮ জানুয়ারি ২০১৬

লালমনিরহাটে সারের দোকান বন্ধ ॥ বিপাকে কৃষক

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট, ৭ জানুয়ারি ॥ জেলার আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নে বিসিআইসি অনুমোদিত রাসায়নিক সার ডিলারের বিরুদ্ধে ভরা মৌসুমে সারের দোকান বন্ধ রাখার অভিযোগ উঠেছে। এতে মহিষখোচা ইউনিয়নের ৩৫Ñ৪০ হাজার কৃষককে অনুমোদনহীন খুচরা দোকান হতে চড়ামূল্যে ইউরিয়াসহ সবল ধরনের সার কিনতে হচ্ছে। কোন কোন কৃষক দূরের ও পাশের ইউনিয়ন সারপুকুরে গিয়ে সার কিনতে হচ্ছে। মহিষখোচা ইউনিয়নের কোন স্থায়ী বাসিন্দা ও সার ব্যবসায়ীকে বিসিআইসির ডিলার দেয়া হয়নি। পাশের ইউনিয়নে কৃষিঘর, সারপুকুর ও মহিষখোচায় সার বিক্রয় করে। সারপুকুরের দোকান সার্বক্ষণিক খোলা রাখে। কিন্তু মহিষখোচা বাজারের দোকান সব সময় বন্ধ থাকে। বৃহস্পতিবার বিকেলে মহিষখোচা ইউনিয়নের কৃষকগণ সময়মতো সার না পাওয়ায় জেলা প্রশাসকের কাছে অভিযোগ করেছে। অভিযোগে দাবি করা হয় কৃষিঘর প্রোপাইটার মোঃ নূরুল হুদা যার স্থায়ী বসবাস সারপুকুর ইউনিয়নে। তিনি বিগত বিএনপি জামায়াত জোট সরকারের আমলে অবৈধ প্রভাব খাটিয়ে সারপুকুর ও মহিষখোচায় বিসিআইসির সার বিক্রয়ের ডিলার হয়েছেন মহিষখোচা ইউনিয়নের বাজারে তার সাইনবোর্ড সর্বস্ব দোকান রয়েছে। আদিতমারী উপজেলা কৃষি কর্মকর্তা হামিদুর রহমান জানান, এ উপজেলায় ৮টি ইউনিয়নের জন্য ১০ বিসিআইসি ডিলার রয়েছে। মহিষখোচার স্থায়ী বাসিন্দা কেউ সেসময় ডিলার হতে পারেনি। তবে সারপুকুর ইউনিয়নের কৃষিঘরকে সারপুকুর ও মহিষখোচার ডিলারশীপ দেয়া হয়। কৃষকের অভিযোগ তদন্ত করে দেখা হবে। তবে বর্তমানে কোন সার সঙ্কট নেই। পর্যাপ্ত পরিমাণে সার মজুদ রয়েছে। কেউ চড়াদামে সার বিক্রয় করলে তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে। পাবনায় মন্দিরে অগ্নিসংযোগ নিজস্ব সংবাদদাতা, পাবনা, ৭ জানুয়ারি ॥ সাঁথিয়ার উপজেলার কাশিনাথপুর ইউনিয়নের কাবারিখোলা সার্বজনীন কালীমন্দিরে বুধবার রাতে দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়। সঙ্গে সঙ্গে স্থানীয় জনতা আগুন নিভিয়ে ফেলে। ইতোমধ্যেই মন্দিরের অর্ধেক অংশ আগুনে পুড়ে যায়। এ ঘটনায় হিন্দু সম্প্রদায়ের মধ্যে ব্যাপক নিরাপত্তাহীনতার সৃষ্টি হয়েছে। এলাকাবাসী জানিয়েছে, বুধবার রাত ১টার দিকে কতিপয় দুর্বৃত্ত এ কালীমন্দিরটিতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে দুটি পেট্রোলের বোতল উদ্ধার করেছে। কাবারিখোলা গ্রামের আশুতোষ সাহা ও অজিত সাহা জানিয়েছেন, মন্দিরে আগুন লাগানো ঘটনায় তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। রাজশাহীতে ৭ দোকান ভস্মীভূত স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ জেলার চারঘাটে অগ্নিকা-ে ৭টি দোকান ভস্মীভূত হয়েছে। এতে অন্তত ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। বুধবার রাতে উপজেলার নন্দনগাছী বাজারে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। পরে চারঘাট ও পুঠিয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করে তবে তার আগেই আগুনে সব কিছু পুড়ে শেষ হয়ে যায়।
×