ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সাতক্ষীরায় ছাত্রীকে প্রধান শিক্ষকের কুপ্রস্তাব ॥ ক্লাস বর্জন বিক্ষোভ

প্রকাশিত: ০৬:২২, ৮ জানুয়ারি ২০১৬

সাতক্ষীরায় ছাত্রীকে প্রধান শিক্ষকের কুপ্রস্তাব ॥ ক্লাস বর্জন বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ দশম শ্রেণীর এক ছাত্রীকে কু’প্রস্তাব দেয়ার অভিযোগ উঠেছে সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় বৃহস্পতিবার সকাল ১০টা থেকে শিক্ষার্থীরা ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে ক্লাস বর্জন করে বিক্ষোভ কর্মসূচী ও মানববন্ধন করেছে। এদিকে জন বিক্ষোভের হাত থেকে বাঁচতে প্রধান শিক্ষক জিএম সাঈদার রহমান বিভিন্ন মহলকে ম্যানেজে নেমেছেন। থাজরা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি বিপ্লব কুমার দাস জানান, প্রধান শিক্ষক জিএম সাইদার রহমান একাই স্কুলের একটি কক্ষে বসবাস করেন। এ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর এক বিবাহিত ছাত্রী প্রতিদিনের ন্যায় বুধবার সকালে স্কুলে অন্য শিক্ষকের কাছে প্রাইভেট পড়তে এলে প্রধান শিক্ষক ওই ছাত্রীকে ইশারা করে তার কক্ষে ডেকে নেন। প্রধান শিক্ষক তাকে স্বামীর কাছে না যেয়ে তার কাছেই আসতে বলেন। তিনি ওই ছাত্রীর সকল চাহিদা মেটাতে পারবেন বলে তার হাত ধরে কাছে টানেন। ছাত্রীটি প্রধান শিক্ষকের হাত থেকে নিজেকে বাঁচিয়ে কাঁদতে কাঁদতে বাইরে বেরিয়ে এসে বিষয়টি সে সহকারী শিক্ষকা শরিফা নাসরিন, সহকারী শিক্ষক মশিউর রহমান, সহকারী প্রধান শিক্ষক আকুল কৃষ্ণ বাছাড়সহ কয়েকজনকে অবহিত করেন। এদিকে এ ঘটনার প্রতিবাদ ও প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে বৃহস্পতিবার সকাল ১০টায় শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে স্কুল চত্বরে বিক্ষোভ দেখায়। দুপুর ১২টার দিকে তারা স্কুলের সামনে একই দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করে। পরে আশাশুনি থানার উপপরিদর্শক আব্দুর রশিদের নেতৃত্বে পুলিশ এসে দোষী শিক্ষককের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে ছাত্ররা শ্রেণীকক্ষে ফিরে যায়। ওই ছাত্রী জানান, শুধু বুধবার নয়, প্রধান শিক্ষক তাকে ইতিপূর্বে কয়েকবার কু’প্রস্তাব দেয়। মিলনমেলায় যোগ দিতে কলকাতায় বিক্রমপুরবাসীর ৫০ সদস্য স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ দুই বাংলার বিক্রমপুরবাসীর দু’দিনব্যাপী উৎসব শনিবার শুরু হচ্ছে ভারতের কলকাতায়। ব্যতিক্রম এই আসর বসবে কালিঘাটের যোগেষ মাইন একাডেমিতে। বর্ণাঢ্য এই মিলনমেলার আয়োজন করেছে ভারত বিক্রমপুর ফ্রেন্ডশিপ ওয়েলফেয়ার সোসাইটি। উৎসবটিতে বাংলাদেশের মুন্সীগঞ্জ তথা বিক্রমপুরের ৫০ জন অংশ নিচ্ছে। বিশাল এই দলটি বৃহস্পতিবার কলকাতার উদ্দেশে রওনা হয়েছে। বাংলাদেশে এর আয়োজক মুন্সীগঞ্জ বিক্রমপুর ফেন্ডশিপ ওয়েলফেয়ার সোসাইটি। এবারের দলটিতে নেতৃত্ব দিচ্ছেন সোসাইটির সভাপতি মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর সরকার মন্টু। এই দলে সিরাজদিখান উপজেলার চেয়ারম্যান মহিউদ্দিন আহম্মেদ, বিক্রমপুর জাদুঘরের কিউরেটর উপাধ্যক্ষ শাজাহান মিয়া, নারী নেত্রী তহুরা জামান, জেলা জাতীয় পার্টির আহ্বায়ক কুতুবউদ্দিন আহম্মেদ, সিরাজদিখান উপজেলার ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট আবুল কাসেম, মালখানগর ইউপি চেয়ারম্যান সানজিদা আক্তার, মুন্সীগঞ্জ প্রেসক্লাব সভাপতি মীর নাসিরউদ্দিন উজ্জ্বল ও বিক্রমপুর ফেন্ডশিপ ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক হামিদা খাতুনসহ জনপদটির বহু সৃজনশীল মানুষ অংশ নিচ্ছেন। অর্ধ যুগ ধরে দু’বাংলায় উৎসবটি চলে আসছে। এবারেই সবচেয়ে বড় দল যোগ দিচ্ছে। গেল বছর ভারত থেকে ৪০ সদস্যের দল মুন্সীগঞ্জের বিক্রমপুরের অংশ নেয়।
×