ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

১৫ দিন জেলের ভয়ে ৪ বছর পলাতক

প্রকাশিত: ০৬:২১, ৮ জানুয়ারি ২০১৬

১৫ দিন জেলের ভয়ে ৪ বছর পলাতক

স্টাফ রিপোর্টার, নীলফামারী॥ মাত্র ১৫ দিনের কারাদ-ের সাজা ভোগের ভয়ে চার বছর পলাতক থাকার পর অবশেষে পুলিশের হাতে ধরা পড়ল জুবর আলী (৩৫)। বাড়িতে আসার খবর পেয়ে বৃহ¯পতিবার ভোরে নীলফামারীর সৈয়দপুর থানা পুলিশ তাকে উপজেলার নিয়ামতপুরের নিজ বাসা থেকে গ্রেফতার করে। সে মৃত মহির উদ্দিনের ছেলে। দুপুরে তাকে ১৫ দিনের সাজা ভোগের জন্য জেলা কারাগারে পাঠানো হয়। অভিযোগ মতে, এক সরকারী কর্মকর্তাকে মিথ্যা তথ্য প্রদান করার ঘটনায় ২০১০ সালে জুবর আলীর বিরুদ্ধে এনজিআর-(২৫১) মামলা দায়ের করা হয়। আদালত তার অনুপস্থিতে ১৫ দিনের কারাদ- দেয়। চট্টগ্রামে পুলিশী অভিযানে আটক ৭০ স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ জেলার বিভিন্ন উপজেলায় পরিচালিত পুলিশী অভিযানে বিভিন্ন অপরাধে আটক হয়েছে ৭০ জন। একই অভিযানে উদ্ধার করা হয় বেশকিছু মাদক দ্রব্য। বুধবার রাতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়। বঙ্গবন্ধুর মুরাল উদ্বোধন স্টাফ রিপোর্টার, রংপুর ॥ চৌদ্দ লাখ টাকা ব্যয়ে রংপুর মহানগরীর প্রাণকেন্দ্র ডিসির মোড়ে বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতির মুরাল উদ্বোধন করেছেন জেলা পরিষদের প্রশাসক মমতাজ উদ্দিন আহমেদ। জেলা প্রশাসনের অর্থায়নে এটি নির্মাণ করেছেন বিশিষ্ট ভাস্কর অনীক রেজা। মেধাবী মুখ বন্যা আফরিন জাহান বন্যা এ বছর জেএসসি পরীক্ষায় নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার চান্দা আলিপুর বাজারের “চান্দা আইডিয়াল উচ্চ বিদ্যালয়” থেকে জিপিএ-৫ পেয়েছে। তাঁর পিতা আমিনুল ইসলাম জুয়েল ব্যবসায়ী, মা রাজিয়া সুলতানা গৃহিনী। সে ভবিষ্যতে উচ্চ শিক্ষিত হতে চায়। ফাইরুজ জুওয়াইরিয়াহ্ ফাইরুজ, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী-২০১৫ পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে তার পিতা লে. কর্নেল মোঃ বনী ইয়ামীন, মা ফারহানা শারমিন স্বাতি।
×