ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পুরাতন ব্লক অপসারণ ও নতুন ব্লক নিয়ে মতবিরোধ

আমতলী পৌরশহর রক্ষা সিসি ব্লক তৈরি বন্ধ

প্রকাশিত: ০৬:১৮, ৮ জানুয়ারি ২০১৬

আমতলী পৌরশহর রক্ষা সিসি ব্লক তৈরি বন্ধ

নিজস্ব সংবাদদাতা, আমতলী (বরগুনা), ৭ জানুয়ারি ॥ আমতলী পৌরশহরে পায়রা নদী ভাঙ্গন রোধে এক কিলোমিটার সিসি ব্লক স্থাপনের কাজ এখনও শুরু হয়নি। পায়রাপারে তৈরিকৃত ব্লক সরিয়ে নেয়া হচ্ছে। পায়রা নদী ভাঙ্গনের হাত থেকে পৌরশহর রক্ষায় ১৯৯৮ সালে এক কিলোমিটার সিসি ব্লক স্থাপন করা হয়। ২০০৭ সালে ঘূর্ণিঝড় সিডরে ব্লকের ব্যাপক ক্ষতি হয়। ঠিকাদারি প্রতিষ্ঠান পায়রা নদী ভাঙ্গন রোধের কাজের জন্য ব্লক নির্মাণ শুরু করে। মাঝপথে গত বছর নবেম্বর মাসে ব্লক তৈরি কাজ বন্ধ করে দিয়েছে। জানা গেছে, পৌরশহর রক্ষায় ব্লক ফেলা নিয়ে পাউবো ও ঠিকাদারি প্রতিষ্ঠানের মধ্যে পুরাতন ব্লক অপসারণ ও নতুন ব্লক দিয়ে কাজ করার বিষয় নিয়ে মতবিরোধ চলছে। প্রাক্কলনে (এস্টিমেট) পুরাতন ব্লক সরানোর জন্য কোন ব্যয় ধরা হয়নি। এ কারণে ঠিকাদারি প্রতিষ্ঠান পুরাতন ব্লক সরিয়ে নতুন ব্লক স্থাপনে গড়িমসি করছে। ঠিকাদারি প্রতিষ্ঠান এমবিইএল আমতলী প্রকল্প ম্যানেজার সাইদুর রহমান জানান, পুরাতন ব্লক সরানো হবে না নতুন কোন স্থানে ব্লক বসানো হবেÑ এমন কোন নির্দেশ প্রধান কার্যালয় থেকে পাইনি। পায়রাপার থেকে কেন ব্লক সরানো হচ্ছে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, এখানের ব্লক দিয়ে বিভিন্ন স্থানের সøুইসগেট মেরামত করতে ব্লক নেয়া হচ্ছে। পাবনায় প্রতিপক্ষের গুলিতে আহত আট নিজস্ব সংবাদদাতা, পাবনা, ৭ জানুয়ারি ॥ শহরের ম-লপাড়ায় পূর্ববিরোধের জের ধরে যুবলীগের হাব্বান গ্রুপের সদস্যরা প্রতিপক্ষ মোয়াজ্জেম গ্রুপের বাড়িতে গুলি চালিয়ে ৮ জনকে আহত করেছে। গুলিবিদ্ধ মাট্যা উজ্জল, মাহবুব, হামিদুল, মনোয়ারা খাতুন, নাসিম, কাঞ্চন, হানিফ এবং পারভীন আক্তারকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার রাতে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ম-লপাড়ায় স্থানীয় যুবলীগ মোয়াজ্জেম হোসেন ও হাব্বান-এর মধ্যে এলাকার আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জের ধরে সোমবার রাতে হাব্বানের লোকজন মোয়াজ্জেম গ্রুপের বিদ্যুত নামের একজনের পায়ে গুলি করে। এতে বিদ্যুত আহত হলে তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। দু’দিন হাসপাতালে চিকিৎসা নিয়ে বুধবার বাড়ি ফিরে বিদ্যুত প্রতিশোধ নিতে রাতে তার সমর্থকদের নিয়ে হাব্বান সমর্থকদের বাড়িতে আচমকা গুলি চালায়। এতে ৮ জন গুলিবিদ্ধ হয়।
×