ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সাংবাদিক আজিজুল হকের ইন্তেকাল

প্রকাশিত: ০৬:১৫, ৮ জানুয়ারি ২০১৬

সাংবাদিক আজিজুল হকের ইন্তেকাল

দ্য ডেইলি বাংলাদেশ অবজারভারের সাবেক ভারপ্রাপ্ত চীফ রিপোর্টার আজিজুল হক (৭২) বুধবার রাত সাড়ে ৮টায় মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে রাজধানীর আদাবরে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি... রাজউন)। তিনি স্ত্রী ও দুই পুত্র রেখে গেছেন। তিন দফা জানাজা শেষে বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জের পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হযেছে। সকালে আজিজুল হকের মরদেহ শেষ শ্রদ্ধা জানানোর জন্য জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে নিয়ে আসা হয়। সেখানে বিএফইউজে সভাপতি আলতাফ মাহমুদ ও সাধারণ সম্পাদক ওমর ফারুক, ডিআরইউ সভাপতি জামাল উদ্দীন, সাধারণ সম্পাদক রাজু আহমেদসহ সাংবাদিক নেতৃবৃন্দ মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। -বিজ্ঞপ্তি সুলতানা লায়লা মরক্কোয়, মনিরুল ইথিওপিয়ায় রাষ্ট্রদূত কূটনৈতিক রিপোর্টার ॥ সুলতানা লায়লা হোসেনকে মরক্কোয় ও মনিরুল ইসলামকে ইথিওপিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলসে বাংলাদেশের কনসাল জেনারেল পদে দায়িত্ব পালন করছেন সুলতানা লায়লা হোসেন। তাকে মরক্কোর রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। সুলতানা লায়লা পররাষ্ট্র সার্ভিসের ১১তম ব্যাচের কর্মকর্তা। তিনি নয়াদিল্লী ও ইয়াঙ্গুনের বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (কনস্যুলার ও কল্যাণ) হিসেবেও কাজ করেছেন তিনি। আফ্রিকার দেশ ইথিওপিয়ায় নবগঠিত বাংলাদেশ দূতাবাসের প্রথম রাষ্ট্রদূত নিযুক্ত হয়েছেন মনিরুল ইসলাম। তিনি বর্তমানে মরক্কোতে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন। মনিরুল ইসলাম দশম বিসিএস’র (পররাষ্ট্র ক্যাডার) কর্মকর্তা। পেশাগত জীবনে তিনি নিউ ইয়র্কের কনসাল জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া মাদ্রিদ, বেজিং, সিঙ্গাপুর ও অটোয়ার বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে।
×