ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সিডনির দ্রুততম সেঞ্চুরি এই ওপেনারের, তিন টেস্টের সিরিজ ২-০ ব্যবধানে জিতল অসিরা

বৃষ্টিবিঘ্নিত ড্র টেস্টে ওয়ার্নার ঝড়

প্রকাশিত: ০৬:১৪, ৮ জানুয়ারি ২০১৬

বৃষ্টিবিঘ্নিত ড্র টেস্টে ওয়ার্নার ঝড়

স্পোর্টস রিপোর্টার ॥ ফলাফলটা কী হতে পারে, তা নিশ্চিত হয়ে গিয়েছিল চতুর্থ দিনেই। কারণ তখন পর্যন্ত এক ইনিংসও শেষ হয়নি। সিডনিতে সফরকারী ওয়েস্ট ইন্ডিজের জন্য আশীর্বাদ হয়ে এসেছিল বৃষ্টি। আবারও ব্যাটিং ব্যর্থতায় ধুঁকতে থাকা ওয়েস্ট ইন্ডিজ পঞ্চম দিনে ৩৩০ রানে প্রথম ইনিংস শেষ করে। এরপর অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ে নামাটা ছিল আনুষ্ঠানিকতা। চাপমুক্ত হয়ে ঝড়ো এক ইনিংস খেলেছেন ওপেনার ডেভিড ওয়ার্নার। মাত্র ৮২ বলে সেঞ্চুরি করে সিডনিতে দ্রুততম টেস্ট সেঞ্চুরির মালিক হয়েছেন তিনি। অপরাজিত ছিলেন ১০৩ বলে ১২২ রানে। ২ উইকেটে ১৭৬ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে দেয় অসিরা। এরপরই ড্র ঘোষণা করা হয় টেস্ট। আগের দুই টেস্টে জিতে তিন ম্যাচের সিরিজটি ২-০ ব্যবধানে জিতে নিয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজটির নাম দেয়া হয়েছে ফ্র্যাঙ্ক ওরেল ট্রফি। ১৯৯২ সালের পর আর এটা জিততে পারেনি ক্যারিবীয়রা। তবে ১৯৯৯ সালে এ ট্রফি ভাগাভাগি করেছিল অসিরা ২-২ সমতায় সিরিজ শেষ করার কারণে। তারপর থেকে এবার নিয়ে টানা ৮ বার ফ্র্যাঙ্ক ওরেল ট্রফি জয় করল অসিরা। তৃতীয় টেস্টের দ্বিতীয় দিন থেকেই ছিল বৃষ্টির হানা। তৃতীয় ও চতুর্থ দিন কোন বলই হয়নি আর দ্বিতীয় দিনে মাত্র ১১.২ ওভার খেলা হয়। এরপরই নিশ্চিত হয়ে যায় সিডনি টেস্টের ভাগ্যে লেখা আছে ড্র। পঞ্চম দিনেও বারবার বাগড়া দিয়েছে বৃষ্টি। তবে ক্যারিবীয়রা বৃষ্টির আগে পর্যন্ত ৭ উইকেটে ২৪৮ রান করে বিপদেই ছিল। শেষপর্যন্ত পঞ্চম দিনে তারা প্রথম ইনিংস শেষ করে ৩৩০ রানে। অপরাজিত ব্যাটসম্যান দিনেশ রামদিন ৬২ রান করে ফিরে যান। অস্ট্রেলিয়ার পক্ষে তিনটি করে উইকেট নেন নাথান লেয়ন ও স্টিভ ও’কেফে। জেমস প্যাটিনসন নেন দুটি উইকেট। পরে অস্ট্রেলিয়া মনোযোগী হয়েছে ব্যাটিং প্র্যাকটিসে। অন্তত ওয়ার্নার যেভাবে ঝড় তুললেন সেটা থেকে তাই বোঝা গেল। মাত্র ৮২ বলে শতক করেন ওয়ার্নার। এটি ছিল তার ১৬তম টেস্ট সেঞ্চুরি। সিডনিতে এর আগে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ছিল ম্যাথু হেইডেনের। তিনি জিম্বাবুইয়ের বিরুদ্ধে ২০০৩-০৪ মৌসুমে করেছিলেন ৮৪ বলে সেঞ্চুরি। এডাম গিলক্রিস্টের ৯৪ বলে করা সেঞ্চুরি আছে এ মাঠের তৃতীয় দ্রুততম সেঞ্চুরির স্থানে। শতক হাঁকিয়েও থামেননি ওয়ার্নার। তিনি ১০৩ বলে ১১ চার ও ২ ছক্কায় ১২২ রান করে অপরাজিত থাকেন। ওপেনার হিসেবে অস্ট্রেলিয়ার পক্ষে এখন তৃতীয় সর্বাধিক ১৬ শতকের মালিক তিনি। ছুঁয়ে ফেলেছেন জাস্টিন ল্যাঙ্গারকে। তার ওপরে আছেন মার্ক টেইলর ও হেইডেন। ২ উইকেটে ১৭৬ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করলেও আর খেলা হয়নি। ড্র হয়ে যায় সিডনি টেস্ট।
×