ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দুই ম্যাচের টি২০ সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে সফরকারী শ্রীলঙ্কা

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ৩ রানে জয়ী নিউজিল্যান্ড

প্রকাশিত: ০৬:১২, ৮ জানুয়ারি ২০১৬

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ৩ রানে জয়ী নিউজিল্যান্ড

স্পোর্টস রিপোর্টার ॥ টেস্ট ও ওয়ানডে সিরিজ হারানোর পর এবার টি২০ সিরিজেও পরাজয় দিয়ে শুরু করেছে শ্রীলঙ্কা। বৃহস্পতিবার মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে প্রথম টি২০ ম্যাচে অবশ্য রুদ্ধশ্বাস লড়াই হয়েছে। স্বাগতিক কিউই শিবির জয় তুলে নেয় ৩ রানে। ৪ উইকেটে নির্ধারিত ২০ ওভারে ১৮২ রানের বড় সংগ্রহ গড়েছিল নিউজিল্যান্ড। জবাবে ৯ উইকেটে ১৭৯ রান করতে সক্ষম হয় লঙ্কানরা। দুই ম্যাচের টি২০ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে নিউজিল্যান্ড। শনিবার সিরিজের দ্বিতীয় ও শেষ টি২০ ম্যাচে দু’দল মুখোমুখি হবে অকল্যান্ডে। বে ওভালে প্রথম টি২০ ম্যাচে টস জিতে আগে স্বাগতিকদের ব্যাটিংয়ে পাঠায় তারা। কিন্তু লঙ্কান বোলাররা তেমন প্রভাব বিস্তার করতে পারেননি। উড়ন্ত সূচনা দিয়েছেন দুই ওপেনার মার্টিন গাপটিল ও অধিনায়ক কেন উইলিয়ামসন। মাত্র ৩৪ বলে ৪টি চার ও ৪টি ছক্কায় ৫৮ রানের একটি ঝড়ো ইনিংস খেলেন গাপটিল। উদ্বোধনী জুটিতেই আসে ১০১ রান। মাত্র ৬৫ বলেই এ রান যোগ করেন গাপটিল-উইলিয়ামসন। গাপটিল রানআউট হয়ে ফিরে যান। উইলিয়ামসন কিছুটা সুস্থির ভঙ্গিতেই ব্যাট চালিয়েছেন। তবে লঙ্কান পেসার সুরাঙ্গা লাকমলের একটি বল খেলতে গিয়ে ব্যাটের কানায় লেগে উইকেটে আঘাত হেনেছিল। তবে বেল না পড়ায় বেঁচে যান উইলিয়ামসন। টেস্ট সিরিজেও কুসাল মেন্ডিসের একটি বল তার স্টাম্পে আঘাত হানলেও সেবার বেল না পড়ার কারণে বেঁচে গিয়েছিলেন তিনি। তার সঙ্গে দ্বিতীয় উইকেটে কলিন মুনরো আরও ৩০ রান যোগ করেন। উইলিয়ামসন ৪২ বলে ৫ চার ও ১ ছক্কায় ৫৩ রান করে আউট হন। মুনরো ২৬ বলে ২ চার ও ২ ছক্কায় ৩৬ এবং রস টেইলর মাত্র ৯ বলে ৩ চার ও ১ ছক্কায় ২২ রান করে অপরাজিত থাকেন। ফলে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৮২ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ পেয়ে যায় নিউজিল্যান্ড। দুটি উইকেট নেন পেসার নুয়ান কুলাসেকারা। পরে তরুণ ওপেনার দানুস্কা গুনাতিলাকার দুর্দান্ত ব্যাটিং দেখেছে বে ওভালের দর্শকরা। টি২০ অভিষেক ম্যাচে তাকে টপঅর্ডাররা কেউ যোগ্য সমর্থন দিতে পারেননি। দুই কিউই পেসার ম্যাট হেনরি ও ট্রেন্ট বোল্ট শুরু থেকেই আগুন ঝরিয়েছেন। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে লঙ্কানরা। ৪২ রানেই ৪ উইকেট হারায় তারা। গুনাতিলাকা ২৯ বলে ৩ চার ও ২ ছক্কায় ৪৬ রান করে ফিরে গেলে বিপদ নেমে আসে। তবে মিলিন্ডা শ্রীবর্ধনে ৩১ বলে ৪২ রানের ইনিংস খেলে লঙ্কানদের জয়ের কাছাকাছি নিয়ে যান। থিসারা পেরেরা ১৯ বলে ২৮ রান করে ভালভাবেই সঙ্গ দিচ্ছিলেন তাকে। এই দু’জন ফিরে যাওয়ার পরও টিকে ছিল জয়ের স্বপ্ন। কিন্তু শেষ ওভারে আর প্রয়োজনীয় ১৩ রান তুলতে পারেনি লঙ্কানরা। ৯ উইকেটে ১৭৯ রানে শেষ হয় তাদের ইনিংস। তিনটি করে উইকেট নেন হেনরি ও বোল্ট। ৩ রানের জয় পায় কিউইরা।
×