ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইরান ও সৌদি আরবের মধ্যকার দ্বন্দ্বে মধ্যস্থতা করতে রাজি নয় যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ০৬:০৯, ৮ জানুয়ারি ২০১৬

ইরান ও সৌদি আরবের মধ্যকার দ্বন্দ্বে মধ্যস্থতা করতে রাজি নয় যুক্তরাষ্ট্র

ইরান ও সৌদি আরবের মধ্যে চলমান দ্বন্দ্বে যুক্তরাষ্ট্র মধ্যস্থতা করতে ইচ্ছুক নয় বলে জানিয়েছে। মার্কিন পররাষ্ট্র দফতর বুধবার এ কথা বলেছে। শিয়া নেতা নিমর বাকার আল নিমরের মৃত্যুদণ্ড কার্যকর করার ঘটনাকে কেন্দ্র করে ইরান ও সৌদি আরবের মধ্যে কূটনৈতিক বিবাদ তুঙ্গে ওঠার পটভূমিতে যুক্তরাষ্ট্র মধ্যস্থতা করার আগ্রহ দেখাচ্ছে গণমাধ্যমে এ ধরনের খবর আসার পর নিজের অবস্থান পরিষ্কার করল ওয়াশিংটন। খবর ডন অনলাইনের। মার্কিন পররাষ্ট্র দফতর জানিয়েছে, ইরান ও সৌদি আরবের মধ্যকার কূটনৈতিক বিবাদ দেশ দুটোর সীমান্ত পেরিয়ে পুরো অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে। বুধবার সংবাদ সম্মেলনে পররাষ্ট্র দফতরের মুখপাত্র জন কিরবি বলেন, ‘সৌদি আরবের ও ইরান বর্তমানে এক বড় বিবাদে জড়িয়ে পড়েছে। তবে আমরা মনে করি দেশ দুটো নিজেদেরই এই সঙ্কট নিরসন করা উচিত। স্যামসাংয়ের স্মার্ট শু লাস ভেগাসে বুধবার থেকে শুরু হওয়া তিনদিনের সর্ববৃহৎ প্রযুক্তি পণ্যমেলা সিইএসে টেক জায়ান্ট স্যামসাং এনেছে স্মার্ট শু। ফরাসী কোম্পানি ডিজিটসোল থেকে ধারণা নিয়ে স্যামসাং শু’টি উদ্ভাবন করেছে। ’১২ সাল থেকেই নাইকি ও এডিডাসের মতো কোম্পানিগুলো এ নিয়ে কাজ করে আসছিল। -এএফপি চীনা মুদ্রার দরপতন মার্কিন ডলারের বিপরীতে দাম পড়ে গেছে চীনের মুদ্রা ইউওয়ানের। মঙ্গলবার দেশটির পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের একটি ব্যাংকে ১০০ ইউওয়ানের নোট গুনছেন ব্যাংকের একজন স্টাফ। ১০০ ইইওয়ান সমান এখন ১৫ মার্কিন ডলার। বৃহস্পতিবার আন্তর্জাতিক মুদ্রা বিনিময় হার নজরদারি চীনা সংস্থা জানিয়েছে ডলারের বিপরীতে ইউওয়ানের মূল্য ০.৫১ শতাংশ কমে এখন ৬.৫৬ ডলারে দাঁড়িয়েছে। -এএফপি
×