ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাঙ্গার স্বপ্ন

এবার ‘দুধে-ভাতে’ বাঙালী হব

প্রকাশিত: ০৬:০২, ৮ জানুয়ারি ২০১৬

এবার ‘দুধে-ভাতে’ বাঙালী হব

বিশেষ প্রতিনিধি ॥ বাংলাদেশে দুধের ‘নহর’ বইয়ে দেয়ার স্বপ্ন দেখছেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা। তিনি বলেন, আমাদের মাছে-ভাতে বাঙালী বলা হয়, আমরা দুধে-ভাতে বাঙালী হব। এমন বাড়ি থাকবে না, যেখানে গরু পাওয়া যাবে না। এমনভাবেই আমরা সবকিছু করছি। সরকারের দুই বছর পূর্তি উপলক্ষে বৃহস্পতিবার সচিবালয়ে নিজের মন্ত্রণালয়ের উন্নয়ন কর্মকা- তুলে ধরার সময় এই স্বপ্নের কথা জানান তিনি। দুস্থ নারীদের স্বাবলম্বী করতে দুটি করে গরুর সঙ্গে ১০ হাজার টাকা দেয়ার সরকারী পরিকল্পনার কথা তুলে ধরে রাঙ্গা বলেন, ২৫ কোটি টাকার একটি প্রকল্প একনেকে অনুমোদন পেলে ১৬ হাজার দুস্থ নারীকে গরু দেয়া হবে। বাংলাদেশে দুধের ‘নহর‘ বয়ে যাবে ইনশাল্লাহ। আমাদের মাছে-ভাতে বাঙালী বলা হয়, আমরা দুধে-ভাতে বাঙালী হব। এমন বাড়ি থাকবে না, যেখানে গরু পাওয়া যাবে না। এমনভাবেই আমরা সবকিছু করছি। ধারাবাহিকভাবে লোকসানে থাকা বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেড (মিল্কভিটা) গত বছর প্রথমবারের মতো ১০ কোটি টাকা লাভ করেছে। তবে এখনও সিস্টেম লসের নামে মিল্কভিটায় দিনে দুই হাজার লিটার তরল দুধ নষ্ট হচ্ছে বলে বুধবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে মন্ত্রণালয়। নিজের মন্ত্রণালয়ের বিভিন্ন উন্নয়ন কর্মকা- বিস্তারিতভাবে তুলে ধরে রাঙ্গা বলেন, রিকশাচালক থেকে শুরু করে রাষ্ট্রপতি পর্যন্ত কাউকে বাদ দিয়ে দেশের উন্নয়ন সম্ভব না। সংসদে বিরোধী দলের আসনে বসে সরকারেও অংশগ্রহণ করায় বিরোধী দল হিসেবে জাতীয় পার্টির যথার্থ ভূমিকা নিয়ে দলটির চেয়ারপার্সনের মনে সন্দেহ থাকলেও কোন সংশয় নেই সভাপতিম-লীর সদস্য রাঙ্গা। সরকারে থাকা জাতীয় পার্টি আসলেই বিরোধী দল কি না- সাংবাদিকদের এ প্রশ্নে রাঙ্গা বলেন, জাতীয় পার্টির মতো কঠোর বক্তৃতা (সংসদে) কোন বিরোধী দলই এর আগে করেনি। বিরোধী দল সরকারের সঙ্গে থাকলে যতটা উন্নয়ন সম্ভব, বিরোধীদল সরকার থেকে আলাদা থাকলে ততটা উন্নয়ন সম্ভব না বলে জানান তিনি। সরকারে থাকা জাতীয় পার্টির ভূমিকা নিয়ে বার বার প্রশ্ন আসায় রাঙ্গা বলেন, অবশ্যই জাতীয় পার্টি বিরোধী দল। গত ৩০ ডিসেম্বরের নির্বাচনে দলের কেন্দ্রীয় নেতাদের কারণেই মাত্র একটি পৌরসভায় মেয়র পদে জাতীয় পার্টির প্রার্থী জিতেছে বলে মন্তব্য করেন দলটির নেতা রাঙ্গা। তিনি বলেন, নির্বাচনের দিন দলের মহাসচিব ছিলেন না। অন্য কেন্দ্রীয় নেতারাও ভোটে যাননি। কেন্দ্রীয় নেতারা ভোটে প্রচার চালালে ফল অন্য রকম হত। গত ৫ জানুয়ারি একই দিনে দুই দল (আওয়ামী লীগ-বিএনপি) শান্তিপূর্ণভাবে জনসভা করায় সন্তোষ প্রকাশ করে রাঙ্গা বলেন, এটা ইতিবাচক, রাজনৈতিক দল স্থিতিশীল হলে দেশের উন্নয়ন হবেই।
×