ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঝিনাইদহে ছুরিকাঘাতে হোমিও চিকিৎসক হত্যা

প্রকাশিত: ০৬:০১, ৮ জানুয়ারি ২০১৬

ঝিনাইদহে ছুরিকাঘাতে হোমিও চিকিৎসক হত্যা

নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ, ৭ জানুয়ারি ॥ ছমির উদ্দিন ম-ল (৮৫) নামে এখানে এক হোমিও চিকিৎসকের রহস্যজনক মৃত্যু হয়েছে। চেম্বারে ঢুকে তাকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার গান্না ইউনিয়নের স্থানীয় বেলেখাল বাজারে এ হত্যাকা-ের ঘটনা ঘটে। নিহত ছমির উদ্দিন ম-ল কালুহাটি গ্রামের সুরত আলী মন্ডলের ছেলে। তিনি একাধিকবার ধর্মান্তরিত হয়েছেন বলে জানা গেছে। পুলিশ ধর্মান্তর, বিভিন্ন সময়ে বিরোধ ও পূর্বশত্রুতাসহ ৩টি বিষয়কে সামনে রেখে হত্যার মোটিভ উদ্ধার ও হত্যাকারীদের গ্রেফতারের অভিযান শুরু করেছে। জানা গেছে, বৃদ্ধ ছমির ম-ল বৃহস্পতিবার দুপুরে খাওয়াদাওয়া শেষে বেলেখাল বাজারে তার চেম্বারে যান। বিকেলে স্থানীয় লোকজন ও রোগীরা তার চেম্বারে এসে দেখেন ডাক্তার চেয়ারে হেলান দিয়ে বসে আছেন। অনেক ডাকা ডাকির পর তিনি কথা না বললে লোকজন ধারণা করেন, হয়ত তিনি স্ট্রোক করেছেন। সে সময় তাকে চেয়ার থেকে তুলে হাসপাতালে নেয়ার চেষ্টা করেন। তখন তার শরীরে রক্ত দেখে তারা বুঝতে পারেন তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। ঝিনাইদহ সদর থানার ওসি হাসান হাফিজুর রহমান জানান, দুর্বৃত্তরা বৃহস্পতিবার দুপুর থেকে বিকেলের মধ্যে যে কোন সময় ছমির উদ্দিনের বুকে ছুরিকাঘাত করেছে। কারা, কেন তাকে হত্যা করেছে তা এখনও জানা যায়নি। তবে তিনি জানান, নিহত ছমির উদ্দিন ম-ল দীর্ঘদিন বেলেখাল বাজারের মসজিদে ইমামতি করেছেন। ১৫ বছর আগে তিনি খ্রীস্টানধর্ম গ্রহণ করেন। তার কিছুদিন পর তিনি খানকায়ে চিশতিয়ায় মুরিদ হন। এরপর তিনি লালন শাহের মতবাদ গ্রহণ করেন। সম্প্রতি তিনি আবারও নামাজ-রোজা শুরু করেন। এ হত্যাকা-ের ব্যাপারে বিভিন্ন বিরোধ, পূর্বশত্রুতা ও ধর্মান্তরের বিষয়কে গুরুত্ব দিয়ে পুলিশ ক্লু উদ্ধারের চেষ্টা করছে বলে তিনি জানান। নিহতের ছোট ছেলে মনিরুল ইসলাম বলেন, আমাদের কোন শত্রু নেই। আমার আব্বা খুব ভাল মানুষ ছিলেন। এলাকার মানুষ তাকে খুব ভাল বাসতেন। তিনি আরও বলেন, আমার আব্বা অনেক আগে খ্রীস্টান ধর্ম গ্রহণ করেন। পরিবারের পক্ষ থেকে আমার চাচারা নিষেধ করার পর তিনি খ্রীস্টান ধর্ম ছেড়ে দেন। তিনি ৫-৬ মাসের মতো খ্রীস্টান ধর্মে ছিলেন। বর্তমানে তিনি নামাজ-রোজা করতেন। হাঁটা-চলা করতে পারতেন না। কষ্ট করে বাড়ির পাশে বেলেখাল বাজারে গিয়ে হোমিওপ্যাথ চিকিৎসকের কাজ করতেন। কারা, কেন তাকে হত্যা করেছে তা আমরা বলতে পারছি না। স্থানীয় ইউপি মেম্বর শাহজালাল বলেন, নিহত ছমির উদ্দিন ম-ল একজন ভাল হোমিও চিকিৎসক ছিলেন। তার সঙ্গে কারও কোন দ্বন্দ্ব ছিল বলে আমার জানা নেই।
×