ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

যুদ্ধাপরাধী বিচার

কিশোরগঞ্জের হুসাইন ও মোসলেমের বিরুদ্ধে ছয় অভিযোগ আমলে

প্রকাশিত: ০৬:০১, ৮ জানুয়ারি ২০১৬

কিশোরগঞ্জের হুসাইন ও মোসলেমের বিরুদ্ধে ছয় অভিযোগ আমলে

স্টাফ রিপোর্টার ॥ একাত্তরের মুিক্তযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় কিশোরগঞ্জের সৈয়দ মোঃ হুসাইন ও মোহাম্মদ মোসলেম প্রধানের বিরুদ্ধে ছয়টি অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। একইসঙ্গে পরবর্তী আদেশের জন্য আগামী ১৫ ফেব্রুয়ারি দিন ঠিক করা হয়েছে। বৃহস্পতিবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আদেশ দেন। অন্যদিকে মানবতাবিরোধী অপরাধের মামলায় ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলের এমদাদুল হক ওরফে টাক্কাবালীকে গ্রেফতার করেছে পুলিশ। কিশোরগঞ্জের সৈয়দ মোঃ হুসাইন ও মোহাম্মদ মোসলেম প্রধানের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। এ সময় ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ। অপরদিকে আসামিদের পক্ষে ছিলেন এ্যাডভোকেট আব্দুস সাত্তার পালোয়ান। আসামি দুইজনের মধ্য মোহাম্মদ মোসলেম প্রধান আটক রয়েছে। এর আগে গত ২৯ ডিসেম্বর এই দুইজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে রাষ্ট্রপক্ষ। এই দুইজনের বিরুদ্ধে হত্যা, গণহত্যা, অগ্নিসংযোগসহ মানবতাবিরোধী অপরাধের ৬টি অভিযোগ আনা হয়েছে। গত ৭ জুলাই এই দুইজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। সৈয়দ মোঃ হুসাইন মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদ-প্রাপ্ত কিশোরগঞ্জের তাড়াইল থানার রাজাকার কমান্ডার পলাতক সৈয়দ মোঃ হাসান আলীর ভাই। হুসাইন-মোসলেমের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগে হত্যা-গণহত্যা, ধর্ষণ, লুটপাট, অগ্নিসংযোগ, আটক, অপহরণ ও নির্যাতনের ছয়টি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে রয়েছে ৬২ জনকে হত্যা-গণহত্যা, ১১ জনকে অপহরণ, আটক ও নির্যাতন এবং দুইশ’ ৫০টি বাড়ি-ঘরে লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ। এ মামলার তদন্ত কর্মকর্তা (আইও) হরি দেবনাথ গত বছরের ১৩ নবেম্বর থেকে গত ৭ সেপ্টেম্বর পর্যন্ত দীর্ঘ নয় মাস ২৫ দিন তাদের অপরাধের তদন্ত শেষ করেন। ৭ অক্টোবর তদন্তের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ ও পরে প্রসিকিউশনের কাছে হস্তান্তর করেন তদন্ত সংস্থা। তদন্ত চলাকালে ৬০ জনের জবানবন্দী গ্রহণ করা হয়েছে। আর দুই আসামির বিরুদ্ধে সাক্ষ্য দেবেন ৪০ জন সাক্ষী। টাক্কাবালী গ্রেফতার ॥ মানবতাবিরোধী অপরাধের মামলায় ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলের এমদাদুল হক ওরফে টাক্কাবালীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। বুধবার প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে চেয়ারম্যান বিচারপতি মোহাম্মাদ আনোয়ার উল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ পরোয়ানা জারি করেন। ট্রাইব্যুনালে আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন জানান প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন।
×