ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মিরপুরে ব্যবসায়ীকে গুলি করে ৫ লাখ টাকা ছিনতাই, যুবকের আত্মহত্যা

মতিঝিল ও গাজীপুর থেকে এক লাখ পিস ইয়াবা জব্দ, ব্যবসায়ী আটক

প্রকাশিত: ০৬:০০, ৮ জানুয়ারি ২০১৬

মতিঝিল ও গাজীপুর থেকে এক লাখ পিস ইয়াবা জব্দ, ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর পল্লবীতে দেলোয়ার হোসেন নামে এক যুবক আত্মহত্যা করেছে। মিরপুরে ছিনতাইকারীরা এক ব্যবসায়ীকে গুলি করে পাঁচ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে। মতিঝিল ও গাজীপুর থেকে আড়াই কোটি টাকা মূল্যের ১ লাখ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদফতর। ঢামেক হাসপাতালে ওষুধ ও বিছানার চাদরসহ এক নারীকে আটক করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। এছাড়া পল্লবীতে দুর্বৃত্তরা পুলিশের সিভিল টিমের গাড়িচালকসহ দুইজনকে ছুরিকাঘাত করেছে। বৃহস্পতিবার পুলিশ ও মেডিক্যাল সূত্রে জানা গেছে, পল্লবীর ১০ নম্বর সেকশনের ‘এ’ ব্লকের ৪নং ওয়াপদা কলোনির একটি বাসায় দেলোয়ার হোসেন (২৭) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে পুলিশ ওই বাড়ি থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়। নিহতের বাবার নাম মরহুম ইয়াসিন আলী। পল্লবী থানার এসআই লোকমান হোসেন জানান, দু’দিন আগে ঝগড়া করে দেলোয়ারের স্ত্রী বাবার বাসায় চলে যান। এ কারণে লোকমান ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। ছিনতাই ॥ মিরপুরে ছিনতাইকারীরা মঈন উদ্দিন নামে এক ব্যবসায়ীকে গুলি করে নগদ পাঁচ লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। শাহ আলী থানার ওসি একেএম শাহিন ম-ল ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মঈন উদ্দিন ডানো গুঁড়োদুধের ডিলার। ‘এফ’ ব্লকে তার ব্যবসা প্রতিষ্ঠান, ‘সি’ ব্লকে বাড়ি। ওসি জানান, বুধবার রাত সাড়ে ৯টার দিকে তিনি ব্যবসা প্রতিষ্ঠান থেকে হেঁটে বাসায় ফিরছিলেন। বাসার অদূরে ছিনতাইকারীরা মঈনউদ্দিনকে লক্ষ্য করে গুলি করে ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে কল্যাণপুরে ইবনে সিনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ওসি আহত মঈনউদ্দিনের স্ত্রীর বরাত দিয়ে ওসি শাহিন ম-ল জানান, ওই ব্যাগে পাঁচ লাখ টাকা ছিল। মঈন সুস্থ হলে তার কাছ থেকে ঘটনার বিস্তারিত জানা যাবে। এক লাখ পিস ইয়াবা জব্দ ॥ মতিঝিল এলাকা থেকে সঞ্জয় নামে এক চিহ্নিত ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদফতর। বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতারের পর তার গাজীপুরের ভাড়া বাসা থেকে এক লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য আড়াই কোটি টাকা। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের গোয়েন্দা শাখার পরিদর্শক সুমনুর রহমান জানান, চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী সঞ্জয়কে গ্রেফতারের পর তার দুই সহযোগীকেও গ্রেফতার করা হয়েছে। সঞ্জয়ের দুই সহযোগী হচ্ছে, পটুয়াখালীর (বর্তমানে কক্সবাজারের কলাতলীর বাসিন্দা) ওবায়দুল ও টেকনাফের সাফরাং এলাকার মোঃ তৈয়ব। তিনি জানান, আটক ইয়াবা ব্যবসায়ীদের সঙ্গে মিয়ানমারের সন্ত্রাসী সংগঠন আরাকান আর্মির সংশ্লিষ্টতা রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তারা বাংলাদেশে আরাকান আর্মির এজেন্ট হিসেবে কাজ করে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ঢাকা বিভাগের সহকারী পরিচালক খুরশিদ আলম জানান, দীর্ঘদিন ধরে সঞ্জয়কে আটক করার জন্য নজরদারি চলছিল। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ভোরে তাকে আটক করা হয়। তিনি একজন চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী। তিনি আরও জানান, সঞ্জয় টেকনাফ থেকে ইয়াবা এনে ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় পাইকারি ও খুচরা বিক্রি করত। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর মামলা হয়েছে। ঢামেক হাসপাতালে নারী আটক ॥ ঢাকা মেডিক্যালে ওষুধ ও বিছানা চাদরসহ মর্জিনা বেগম (৩৬) নামে এক নারীকে আটক করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার দুপুরে ১০৮নং ওয়ার্ডের সামনে থেকে তাকে আটক করা হয়। ওই নারী যাত্রাবাড়ীর বিবির বাগিচার আমির হোসেনের স্ত্রী। ঢামেক হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডাঃ খাজা আব্দুল গফুর জানান, দুপুুরে ওই নারী একটি ব্যাগ নিয়ে বের হয়ে যাচ্ছিলেন। এ সময় ১০৮নং ওয়ার্ডের কর্তব্যরত আনসার সদস্য তাকে আটক করে। পরে তার ব্যাগ তল্লাশি করে ২৪ পিস সেফটি জোন ওষুধ। আর ঢামেক হাসপাতাল সংলগ্ন লাগানো দুটি বিছানার চাদর উদ্ধার করা হয়। পরে তাকে ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ক্যাম্পে সোপর্দ করা হয়। ডাঃ খাজা আব্দুল গফুর জানান, এ ঘটনায় ঢামেক হাসপাতালের প্রশাসনিক ব্লকের ওয়ার্ড মাস্টার শামছুল আলম বাদী হয়ে শাহবাগ থানায় মামলা করবেন। মামলায় মর্জিনাকে আসামি করা হবে। আটক মর্জিনা বেগম জানান, তার শাশুড়ি ক্যান্সারের রোগী। বৃহস্পতিবার তাকে ঢামেক হাসপাতালে ডাক্তার দেখাতে নিয়ে আসেন। ডাক্তার দেখানো শেষে তিনি বের হয়ে যাওয়ার সময় সাদা এপ্রোন পরা অপর এক নারী তাকে ব্যাগটি ধরিয়ে দিয়ে বাইরে নিয়ে যেতে বলেন। ওই নারীকে তিনি চেনেন না বলেও জানান মর্জিনা। দুর্বৃত্তদের ছুরিকাঘাতে দু’জন আহত ॥ পল্লবীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে পুলিশের সিভিল টিমের গাড়িচালক হেলাল উদ্দিন (৩৫) ও তার সঙ্গী জসিম উদ্দিন (৪০) আহত হয়েছে। তাদের আহত অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ জানায়, বুধবার রাত ১০টার দিকে পল্লবী থানাধীন ‘ই’ ব্লকের ব্লক বিহারী ক্যাম্পের সামনে স্থানীয় মকবুল, জাভেদসহ ১০-১২ জন তাদের ওপর হামলা চালায়। তারা হেলাল উদ্দিনের পেটে ও হাতে এবং জসিম উদ্দিনের মাথায় ও দু’হাতে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। পরে তাদের আহত অবস্থায় উদ্ধার করে রাতে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, তাদের অবস্থা গুরুতর। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দাদন ফকির জানান, হেলাল উদ্দিন রিকুইজিশনে নেয়া গাড়িরচালক। আসামি ধরার ক্ষেত্রে সহযোগিতাকে কেন্দ্র করে তার ওপর হামলার ঘটনা ঘটে থাকতে পারে। হামলাকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে। অজ্ঞান পার্টির খপ্পরে মামা-ভাগ্নে ॥ রাজধানীর হাতিরঝিলে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে পৌনে তিন লাখ টাকা খুইয়েছে মামা-ভাগ্নে। পরে অচেতন অবস্থায় তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রমনা থানার উপ-পরিদর্শক নাজমুল হোসেন জানান, অজ্ঞান পার্টির শিকার মোঃ বাবর হোসেন (২২) ও তার ভাগ্নে মোঃ শাহ আলম (১৮)। তাদের বাড়ি টাঙ্গাইলের ঘাটাইল এলাকায়। তিনি জানান, স্থানীয় কয়েক ব্যক্তির দেয়া সংবাদের ভিত্তিতে অচেতন অবস্থায় দু’জনকে হাতিরঝিল এলাকা থেকে উদ্ধার করা হয়। বিদেশে যাওয়ার জন্য তারা এজেন্সিতে টাকা জমা দিতে এসেছিল। হাসপাতালে পাকস্থলি ওয়াশ করার পর মেডিসিন ওয়ার্ডে তাদের ভর্তি করা হয়েছে।
×