ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

উদ্বোধনী দিনে প্রযুক্তিপ্রেমীদের ভিড় ছিল উল্লেখযোগ্য;###;শুধু ব্যবহারকারী নয়, উৎপাদনকারী হিসেবে পরিচিতি চাই বিশ্বে- প্রতিমন্ত্রী পলক

অত্যাধুনিক প্রযুুক্তির স্মার্টফোন ও ট্যাব মেলা শুরু

প্রকাশিত: ০৫:৫৯, ৮ জানুয়ারি ২০১৬

অত্যাধুনিক প্রযুুক্তির স্মার্টফোন ও ট্যাব মেলা শুরু

স্টাফ রিপোর্টার ॥ অত্যাধুনিক প্রযুক্তির স্মার্টফোন ও ট্যাব নিয়ে শুরু হয়েছে ‘গ্রামীণফোন স্মার্টফোন ও ট্যাব মেলা-২০১৬’। তিন দিনের মেলায় ক্রেতারা পাবেন আকর্ষণীয় ছাড়। পাবেন পছন্দমত স্মার্টফোন ও ট্যাব। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এই মেলার উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। স্মার্টফোন ও ট্যাব মেলা উদ্বোধনের পরপরই মেলা প্রাঙ্গণে দর্শনার্থীরা আসতে শুরু করেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দর্শনার্থীদের ভিড়ও বাড়তে থাকে। বিকেলের দিকে মেলায় প্রযুক্তিপ্রেমীদের ভিড় ছিল উল্লেখযোগ্য। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) এ মেলা চলবে ৯ জানুয়ারি শনিবার পর্যন্ত। স্মার্টফোন ও ট্যাব আয়োজকরা জানান, মেলায় একটি মেগা প্যাভিলিয়ন, ৮টি প্যাভিলিয়ন, ৫টি মিনি প্যাভিলিয়ন ও ১০টি স্টল রয়েছে। আধুনিক তথ্য প্রযুক্তির স্মার্টফোন ও ট্যাব প্রথম দিনেই উল্লেখযোগ্য হারে বিক্রি হয়েছে। তিন দিনের এই মেলায় কয়েক কোটি টাকার স্মার্টফোন ও ট্যাব বিক্রি হবে। কত বিক্রি হলো আর না হলো সেটা মুখ্য উদ্দেশ্য না। আসল উদ্দেশ্য গ্রাহকের কাছে আধুনিক প্রযুক্তির পরিচিত ঘটান। দিন যত যাচ্ছে তথ্য প্রযুক্তির অগ্রগতি হচ্ছেই। মানুষ এর সঙ্গে তাল মেলাতে না পারলে পেছনে পড়ে যাবেন। একদিকে মানুষের হাতে আধুনিক প্রযুক্তি তুলে দেয়া অন্যদিকে মানুষকে এর সঙ্গে সঙ্গে চলার জন্যই এমন একটি উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, আমরা স্কুল-কলেজে কম্পিউটার ল্যাব তৈরি করে শিক্ষার্থীদের প্রযুক্তির সঙ্গে সরাসরি পরিচয় করিয়ে দিয়েছি। এবার শিক্ষার্থীদের স্মার্ট মোবাইল ফোন ও ট্যাব দেয়া হবে। তথ্য ও প্রযুক্তি বিভাগের উদ্যোগে দেয়া এই ফোন ও ট্যাব স্কুল-কলেজের কম্পিউটার ল্যাবে থাকবে। গ্রামীণফোন স্মার্টফোন ও ট্যাব মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, প্রতিটি স্কুল-কলেজে স্মার্টফোন ও ট্যাব দিলে শিক্ষার্থীরা আরও বেশি আধুনিক প্রযুক্তির সঙ্গে পরিচিত হবে। তারা আনন্দের সঙ্গে খুব সহজে এই স্মার্টফোন ও ট্যাব ব্যবহার করে পড়াশোনা করতে পারবে। এসবের মাধ্যমে তারা প্রযুক্তির অত্যাধুনিক ডিভাইসের সঙ্গে দ্রুত পরিচিত হতে পারবে। এতে নতুন দিগন্ত উন্মোচিত হবে। সরকার তথ্যপ্রযুক্তি পণ্যের ওপর ২০২৪ সাল পর্যন্ত সব কর মওকুফ করেছে। স্মার্টফোন জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। আমরা প্রয়োজনীয় প্রায় সবকিছুই এখান থেকে পেয়ে থাকি। দেশীয়ভাবে প্রযুক্তি পণ্য তৈরির আহ্বান জানান পলক। আমরা শুধু ব্যবহারকারী নয়, উৎপাদকারী হিসেবে বিশ্বের কাছে পরিচিতি লাভ করতে চাই। আমাদের দেশে প্রযুক্তিপণ্য- বিশেষ করে স্মার্টফোন, ট্যাব ব্যবহারের পরিমাণ বাড়ছে। হার্ডওয়্যার ও সফটওয়্যার তৈরিতে বিনিয়োগের জন্য সুযোগ করে দেয়া হয়েছে। এ দেশের ছেলেমেয়েরা মেধাবী উল্লেখ করে পলক বলেন, আমাদের নিজস্ব উদ্যেক্তারা ৬০০ এ্যাপ্লিকেশন তৈরি করেছে। এর মধ্যে কয়েকটি ইতিমধ্যে অনেক বেশি সাড়াও ফেলেছে। তাই তাদের আরও সামনের দিকে এগিয়ে নিতে আমরা নানা উদ্যোগ নিয়েছি। এক্সপো মেকারের আয়োজনে স্মার্টফোন ও ট্যাবলেট কম্পিউটার নিয়ে দেশে এটি পঞ্চম প্রদর্শনী। মেলার টাইটেল স্পন্সর হিসেবে দেশের শীর্ষ মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন এবং কো-স্পন্সর হিসেবে রয়েছে এলিট, হুয়াওয়ে, স্যামসাং ও সিম্ফনি। মেলায় বিশ্বখ্যাত সব ব্র্যান্ডের স্মার্টফোন ও ট্যাবলেট পাওয়া যাচ্ছে। স্যামসাং, সিম্ফনি, হুয়াওয়ে, এলিট, হেলিও, স্টাইলাস, গোল্ডবার্গ, আসুস, লেনোভা, মাইসেল, টুইনমস, প্রেস্টিজিও, শিয়াওমি, গ্যাজেট গ্যাং সেভেনসহ বিভিন্ন ব্র্যান্ড এতে অংশ নিয়েছে। মেলায় গ্রামীণফোন স্মার্টফোন ও ট্যাব এক্সপোর অফিসিয়াল ফেসবুক পেইজে () ‘এসটিই কুইজ কনটেস্ট-২০১৬’ প্রতিযোগিতার আয়োজন রয়েছে। এতে বিজয়ীরা স্যামসাং, আসুস জেনফোন ২, এলিট মোবাইল ও হুয়াওয়ের পক্ষ থেকে স্মার্টফোন জিতে নিতে পারবেন। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে। প্রবেশ ফি ২০ টাকা। টিকিটের অর্থ ব্লাড ক্যান্সারে আক্রান্ত দৈনিক কালের কণ্ঠের সাংবাদিক লতিফুল হকের চিকিৎসা খরচ ও দুস্থদের মধ্যে তথ্যপ্রযুক্তি বিষয়ক সাংবাদিকদের সংগঠন বিআইজেএফের উদ্যোগে শীতবস্ত্র বিতরণসহ জনকল্যাণমূলক কাজে ব্যয় করা হবে। স্কুল কলেজের ছাত্রছাত্রীদের মেলায় বিনা মূল্যে প্রবেশ করতে হলে তাদের পরিচয়পত্র প্রদর্শন করতে হবে।
×