ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঝলক

প্রকাশিত: ০৫:৫২, ৮ জানুয়ারি ২০১৬

ঝলক

বিপদের বন্ধু সম্প্রতি আফগানিস্তানের মাজার-ই-শরিফে ভারতীয় কনস্যুলেটে আক্রমণ করে সশস্ত্র জঙ্গীদল। তবে প্রতিবেশী প্রদেশের চরম এই বিপদে চুপ করে বসে থাকতে পারেননি বাল্খ প্রদেশের গবর্নর আতা মহম্মদ নূর। নিজের এ্যাসল্ট রাইফেল বের করে রাতের অন্ধকারে ছুটে যান ঘটনাস্থলে। জওয়ানদের সঙ্গে আলোচনা করে জঙ্গী মোকাবেলায় নেতৃত্ব দেন আফগানিস্তানের এই প্রদেশীয় শাসক। নিরাপত্তাবাহিনী জঙ্গীদের প্রতিহত করে। আফগানিস্তানে ভারতীয় রাষ্ট্রদূত অমর সিনহা টুইটারে লেখেন, ‘মাজারে স্পেশাল ফোর্স অভিযানে ব্যস্ত। জোরদার লড়াই চলছে। গবর্নর আতা নিজে অভিযানে নেতৃত্ব দিচ্ছেন।’ রাষ্ট্রদূতের মন্তব্য রিটুইট করে এক সাংবাদিক পাল্টা মন্তব্য করেন, ‘বিপদের সময়ের বন্ধু (গবর্নর)কে চিনে রাখুন...।’ উল্লেখ্য, প্রাক্তন মুজাহিদীন আতা মহম্মদ নূর আধুনিক যুদ্ধবিদ্যায় প্রশিক্ষিত। আহমেদ শাহ মাসুদের তালেবান বিরোধী নর্দার্ন এ্যালায়েন্স বাহিনীতে তিনি কমান্ডার পদে অধিষ্ঠিত ছিলেন। বসে থাকলেই মৃত্যু! সারাদিন দৌড়ঝাঁপ কিংবা শারীরিক পরিশ্রম করলে এনার্জি ক্ষয় হয়ে আপনাকে দ্রুত মৃত্যুর দিকে নিয়ে যাবে এমন ধারণা ভুল। বরং চুপচাপ টানা বসে থাকলেই নিশ্চিত মৃত্যু। মন দিয়ে চুপচাপ বসে বসে কাজ করলেই যে আপনি সুস্থ থাকবেন এমনটা আর ভাববেন না। কারণ, নতুন তথ্য বলছে, ‘সিটিং কিলস’। অর্থাৎ, বসে থাকা মানেই মৃত্যুকে কাছে ডেকে আনা। এই তথ্য উঠে এসেছে লন্ডনের কিংস কলেজের এক সমীক্ষায়। তবে এতে ঘাবড়ানোর কিছু নেই। সমীক্ষা থেকে আরও জানা যায়, এই জন্য জিমে আপনাকে যেতে হবে না, কেবল টানা বসে থাকার অভ্যাসটুকু বদলালেই চলবে। বৃহত্তম টিভি রিমোট! বিশ্বের বৃহত্তম টিভি রিমোট কন্ট্রোল তৈরি করলেন দুই ভারতীয় সহোদর। আর এতেই তারা গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস-এ নাম তুললেন। এই রিমোট কন্ট্রোল প্রচলিত পদ্ধতিতেই কাজ করে। উড়িষ্যা রাজ্যের সম্বলপুরের বাসিন্দা সুরয কুমার মেহের ও তার ভাই রাজেশ কুমার মেহের এই রিমোট কন্ট্রোলটি তৈরি করতে সময় নিয়েছেন ৬৮ দিন। এ যন্ত্রটির দৈর্ঘ্য ৪.৫ মিটার (১৪ ফিট ৯.১ ইঞ্চি)। এর সাহায্যে স্বচ্ছন্দে টিভি সেট নিয়ন্ত্রণ করা যায়। পেশায় বৈদ্যুতিক যন্ত্রের দোকানদার দুই ভাই প্রতিদিন দোকানের কাজ সেরে গভীর রাত পর্যন্ত নিজেদের আবিষ্কার নিয়ে মেতে থাকতেন। মেহের ভাইদের তৈরি রিমোট কন্ট্রোলটি সাধারণ টিভি কন্ট্রোলের চেয়ে ২৩.৬৮ গুণ বড়। এতে রয়েছে মোট ৩৭টি দৈত্যাকৃতির রবারের তৈরি বোতাম।
×