ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইংল্যান্ডের বিপক্ষে পরের দুই টেস্টে অধিনায়ক ভিলিয়ার্স

অধিনায়কত্ব ছাড়লেন আমলা

প্রকাশিত: ০৪:১৫, ৮ জানুয়ারি ২০১৬

অধিনায়কত্ব ছাড়লেন আমলা

স্পোর্টস রিপোর্টার ॥ নিজের করণীয়টা আগেভাগেই বুঝে গেছেন। বেশ কিছুদিন ধরে ব্যক্তিগত নৈপুণ্য দেখানো ও দলীয় সফলতা দুটোই পাওয়া বেশ বিরল হয়ে পড়েছিল। এ কারণে কম সমালোচনা সইতে হয়নি। তখনই বিপদটা আঁচ করে ফেলেছেন। অধিনায়কত্ব আর করা যাবে না। এ কারণে সময় থাকতেই সরে দাঁড়ালেন হাশিম আমলা। ধারাবাহিক নৈপুণ্যের কারণে দক্ষিণ আফ্রিকা দলের ব্যাটিং স্তম্ভ ও অপরিহার্য ক্রিকেটার হয়ে ওঠা আমলাকে সুদূরদর্শী মনোভাব থেকেই টেস্ট দলের নেতৃত্ব দিয়েছিল ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)। শুরুটা ভাল করলেও সাম্প্রতিক সময়ে দক্ষিণ আফ্রিকা পরাজয়ের বৃত্তে আটকে গিয়েছিল, আমলাও ছিলেন ম্লান। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে কেপটাউনে সিরিজের দ্বিতীয় টেস্টে ব্যাট হাতে পুরনো রূপে জ্বলে উঠলেন আমলা, করলেন ডাবল সেঞ্চুরি। দলও পরাজয়ের বৃত্ত থেকে বেরিয়ে ড্র করল। আর টেস্ট শেষ হওয়ামাত্রই আমলা জানিয়ে দিলেন তিনি আর অধিনায়কত্ব করতে চান না। কারণ হিসেবে তিনি জানিয়েছেন মূলত দলের ব্যর্থতাকেই। নেতৃত্ব ছাড়ার সময় আমলা দাবি করেন অন্য কেউ তার চেয়ে প্রোটিয়াদের জন্য অনেক ভাল কিছু করতে পারবে। সিরিজের বাকি দুই টেস্টে দলকে নেতৃত্ব দেবেন এবি ডি ভিলিয়ার্স। ব্যাট হাতে চরম ব্যর্থ ছিলেন আমলা। কেপটাউনে ইংলিশদের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট শুরুর আগে তাই আমলাকে নিয়ে কানাঘুঁষা শুরু হয়ে গিয়েছিল। তিনি সর্বশেষ সেঞ্চুরি পেয়েছিলেন ২০১৪ সালের ডিসেম্বরে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সেঞ্চুরিয়নে ২০৮ রানের ইনিংস খেলেছিলেন। এরপর ১৩ ইনিংসে মাত্র একটি অর্ধশতক হাঁকাতে পেরেছেন। সফরকারী ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টেও ভাগ্য ফেরেনি তার এবং দলের। সর্বশেষ ১০ টেস্ট ইনিংসে আমলা ১৫.০০ গড়ে করতে পেরেছেন মাত্র ১৫০ রান। সর্বোচ্চ ৪৩ রানের একটি ইনিংস খেলতে পেরেছেন। আবার সাম্প্রতিক সময়ে ওয়ানডে ও টি২০ ম্যাচগুলোতেও একইভাবে বাজে ফর্মের মধ্যে আছেন আমলা। আর দলের আবারও পরাজয়। তাই দ্বিতীয় টেস্টে দারুণ চাপের মুখেই ছিলেন তিনি। সেই অবস্থা থেকে দারুণভাবে ঘুরে দাঁড়ালেন আমলা। খেললেন আরেকটি ডাবল সেঞ্চুরির ইনিংস। ২০১ রান করে শুধু নিজেকেই ফিরে পাননি, বরং একই সঙ্গে দলকেও বড় চাপ থেকে মুক্ত করে পরাজয় থেকে বাঁচিয়েছেন। কিন্তু ঠিক সে সময়েই তিনি সরে দাঁড়ালেন। এর কারণ দলের সাম্প্রতিক ব্যর্থতা। আমলার নেতৃত্বে ১৪ টেস্টে ৪টি জয়, ৪টি পরাজয় ও ৬ টেস্টে ড্র করে দক্ষিণ আফ্রিকা। ২০১৪ সালে দক্ষিণ আফ্রিকার টেস্ট অধিনায়ক হয়ে দারুণ সাফল্য পেয়ে যাচ্ছিলেন আমলা। কিন্তু হঠাৎ করেই এক কঠিন সময়ের মধ্যে পড়ে যান তিনি। বছরের শুরুতে দক্ষিণ আফ্রিকা সফর করেছিল তুলনামূলকভাবে দুর্বল ওয়েস্ট ইন্ডিজ। তাদের বিরুদ্ধে তিন টেস্টের সিরিজে ২-০ ব্যবধানে সিরিজ জয় করে আমলার দল। ২০১৫ সালে টেস্টে সাফল্য বলতে এটিই। এরপর বাংলাদেশ সফরে দুই টেস্টের সিরিজে কোন ম্যাচই জিততে ব্যর্থ প্রোটিয়ারা সমতায় সিরিজ শেষ করে দেশে ফেরে। পরবর্তীতে ভারত সফরে চরম ব্যর্থতা দেখিয়ে ৩-০ ব্যবধানে হেরে দেশে ফিরে বিশ্বের এক নম্বর টেস্ট দল দক্ষিণ আফ্রিকা। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বছরের শুরতে সিরিজ জয়ের আগে পর্যন্ত টেস্ট ক্রিকেটে দুর্দমনীয় ছিল প্রোটিয়ারা। এর আগ পর্যন্ত টানা ১১ সিরিজে মাত্র একটি সিরিজ ড্র করলেও হারেনি কোনটাতেই, জিতেছে ১০টি সিরিজ। আর ঘরের মাটিতে ইংলিশদের বিরুদ্ধে প্রথম টেস্টেও আমলা নিজে যেমন ব্যর্থ হয়েছেন, প্রোটিয়ারাও হেরে যায়। টানা ৭ টেস্টে চতুর্থ হার এটি। ডারবান টেস্টে পরাজয়ের পরও আমলা বলেন, ‘আমি প্রতিটা মিনিট উপভোগ করি খেলা। কিন্তু দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে না পারায় আমি অত্যন্ত হতাশ। তবে আমরা জানিÑ আমরা এ পরিস্থিতি পাল্টাতে সক্ষম।’ এর আগে অস্থায়ী নেতৃত্ব ছেড়ে দিয়েছিলেন আমলা নিজের ব্যাটিংয়ে বেশি মনোযোগী হওয়ার কথা বলে। কিন্তু এখন দলের অধিনায়ক হয়ে সেই ব্যাটিংটাই যেন ভুলে গিয়েছিলেন প্রোটিয়াদের অন্যতম নির্ভরযোগ্য এ ব্যাটসম্যান। অবশেষে নিজেকে যেমন ফিরে পেলেন, প্রোটিয়া শিবির পরিস্থিতি পাল্টাতে সক্ষমÑ সেটাও প্রমাণ হলো কেপটাউন টেস্টে। কিন্তু কঠিন সময়ের মধ্যে পড়ে বুঝে গেছেন কী করতে হবে। তাই অধিনায়কত্ব ছেড়ে দিলেন। এ বিষয়ে আমলা বলেন, ‘আমার মনে হচ্ছে অন্য কেউ দক্ষিণ আফ্রিকাকে আরও ভালভাবে নেতৃত্ব দেবে। এ সিদ্ধান্তটা গত কয়েক দিনে নেইনি। প্রায় দুই সপ্তাহ আগেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। আমি এ সিদ্ধান্ত নেয়ার আগে অনেকের সঙ্গে আলোচনা করেছি। যাতে আমার সিদ্ধান্তটা কারও জন্য বড় ধরনের আঘাত না হয়। দলকে নেতৃত্ব দেয়ার মতো বেশ কয়েকজন অভিজ্ঞ ও সিনিয়র ক্রিকেটার আছে আমাদের দলে। এবি নিজে খুবই ভাল একজন ক্রিকেটার ও দক্ষ নেতা।’ সেই ভিলিয়ার্সকেই পরবর্তী দুই টেস্টে অধিনায়ক হিসেবে দেখা যাবে।
×