ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ম্যানসিটিকে হারিয়ে ফাইনালের স্বপ্ন এভারটনের

প্রকাশিত: ০৪:১৪, ৮ জানুয়ারি ২০১৬

ম্যানসিটিকে হারিয়ে ফাইনালের স্বপ্ন এভারটনের

স্পোর্টস রিপোর্টার ॥ ফুটবলপ্রেমীরা লিভারপুল ও ম্যানচেস্টার সিটির মধ্যে জম্পেশ ফাইনালের স্বপ্ন দেখতে শুরু করেছিলেন। কিন্তু আপাতত সেই চাওয়ায় ধাক্কা লেগেছে। কেননা ইংলিশ লীগ কাপ (ক্যাপিটাল ওয়ান কাপ) ফুটবলের সেমিফাইনালের প্রথম লেগে লিভারপুল জিতলেও হেরে গেছে ম্যানসিটি। বুধবার রাতে শেষ চারের প্রথম লেগের ম্যাচে এভারটন ২-১ গোলে ম্যানচেস্টার সিটিকে হারিয়ে ফাইনালে খেলার স্বপ্ন বুনতে শুরু করছে। গুডিসন পার্কে উত্তেজনা ছড়ানো ম্যাচ শেষে সিটি কোচ ম্যানুয়েল পেলেগ্রিনি অবশ্য হারের জন্য রেফারিকে দোষারোপ করেছেন। তবে এই ম্যাচ হারলেও ফাইনালে খেলার স্বপ্ন শেষ হয়ে যায় সিটির। আগামী ২৭ জানুয়ারি ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে দ্বিতীয় লেগে ঘুরে দাঁড়ানোর সুযোগ পাচ্ছে ম্যানসিটি। ম্যাচটি শুরু থেকেই উপভোগ্য হলেও উত্তেজনা ছড়ায় দ্বিতীয়ার্ধে। প্রতিপক্ষের মাঠে প্রথমার্ধের যোগ করা সময়ে আর্জেন্টিনার ডিফেন্ডার রামিরো ফুনেস মোরির গোলে এগিয়ে যায় স্বাগতিক এভারটন। বিরতির পর অনেক চেষ্টা করে ৭৬ মিনিটে স্প্যানিশ মিডফিল্ডার জেসুস নাভাসের গোলে সমতায় ফেরে সিটি। কিন্তু দুই মিনিট পরই ফের এভারটনকে এগিয়ে দেন বেলজিয়ামের তারকা স্ট্রাইকার রোমেলু লুকাকু। বাকি সময়ে আর কোন গোল না পাওয়ায় হার নিয়েই মাঠ ছাড়তে হয় সিটিকে। ম্যাচ শেষে ম্যানসিটির কোচ ম্যানুয়েল পেলেগ্রিনি এভারটনের প্রথম গোলটি নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, গোলটি হওয়ার সময় অফসাইডে দাঁড়িয়ে ছিলেন লুকাকু। কিন্তু রেফারি-লাইন্সম্যানের চোখ এড়িয়ে এভারটনকে এগিয়ে দেন ফুনেস। রেফারি তার দলকে একটি ন্যায্য পেনাল্টি থেকে বঞ্চিত করেছে দাবি করেও ক্ষোভ প্রকাশ করেন সিটি কোচ। রেফারিং নিয়ে সমালোচনা করলেও দলের এই হারে হতাশাই ঝরেছে সিটি কোচের কণ্ঠে। তিনি মানতে পারছেন না পরাজয়। পেলেগ্রিনি বলেন, আমি আসলে এই হারে খুবই হতাশ। এই ম্যাচটা আমরা হেরে যাব, সেটা ভাবিনি। ম্যাচে হেরে গেলে হতাশ হওয়া ছাড়া তো আর কিছুই করার থাকে না। রেফারির দুটি সিদ্ধান্ত আমাদের বিরুদ্ধে গেছে। এভারটনের প্রথম গোলের সময় লুকাকু আমাদের গোলরক্ষকের সামনে দাঁড়িয়ে ছিল। রেফারির দৃষ্টি এড়িয়ে গেছে তা। নাভাসের বিরুদ্ধে একটি ন্যায্য পেনাল্টি থেকেও বঞ্চিত হয়েছি আমরা। হেরে হতাশ হলেও দ্বিতীয় লেগে নিজেদের মাঠে জিতে ফাইনাল খেলতে আত্মবিশ্বাষী পেলেগ্রিনি। বলেন, আমরা এই ম্যাচে হেরেছি ঠিকই। কিন্তু দ্বিতীয় লেগ জিতে লীগ কাপ ঘরে তোলার সব সামর্থ্যই আমাদের আছে। ম্যাচে এভারটনের জয়ে দারুণ ভূমিকা রাখেন গ্যারেথ ব্যারি। মধ্যমাঠের এই ফুটবলারের অসামান্য নৈপুণ্য সিটির বিরুদ্ধে এভারটনকে এগিয়ে রাখে বেশ। ম্যাচ শেষে তাই এভারটন কোচ রবার্টো মার্টিনেজ ব্যারিকে ইংলিশ ফুটবলেরই অন্যতম সেরা মধ্যমাঠ তারকা হিসেবে অভিহিত করেন। মার্টিনেজ বলেন, আমার মনে হয় ব্যারি সবসময়ই অবমূল্যায়িত। সে ইংলিশ ফুটবলের অন্যতম সেরা মিডফিল্ডার, অন্যতম সেরা খেলোয়াড়। আমি তার মধ্যে যে পেশাদারির উচ্চমান দেখি, সেটা খুব কম খেলোয়াড়ের মধ্যেই দেখেছি। ইংল্যান্ডের উচিত ওকে সঠিকভাবে ব্যবহার করা। এর আগে গত ডিসেম্বরে দাপুটে জয়ে সেমিফাইনালে উঠে ম্যানচেস্টার সিটি ও এভারটন। পঞ্চম পর্ব অর্থাৎ কোয়ার্টার ফাইনাল ম্যাচে ম্যানসিটি ৪-১ গোলে পরাজিত করে দ্বিতীয় বিভাগের দল হাল সিটিকে। আর এভারটন সহজেই ২-০ গোলে মিডলসবার্গকে কাবু করে।
×