ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শ্রীলঙ্কার বিপক্ষে মামুনুলদের মোকাবেলায় যশোরে আজ শুরু বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল

জয় দিয়ে শুরু চায় বাংলাদেশ

প্রকাশিত: ০৪:১৩, ৮ জানুয়ারি ২০১৬

জয় দিয়ে শুরু চায় বাংলাদেশ

রুমেল খান, যশোর থেকে ॥ ২০১৫ সালের ২ ফেব্রুয়ারির পুনরাবৃত্তি হবে কি ২০১৬ সালের ৮ জানুয়ারিতে? গত বছর ঢাকায় ‘বঙ্গবন্ধু গোল্ডকাপ’-এর গ্রুপপর্বের খেলায় বাংলাদেশ ১-০ গোলে শ্রীলঙ্কাকে হারিয়ে সেমিতে যাওয়া নিশ্চিত করেছিল। এবার যশোরে একই প্রতিযোগিতায় বাংলাদেশ গ্রুপ প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে সেই শ্রীলঙ্কাকেই! মজার ব্যাপার- গত আসরের মতো এবারও দল দুটি পড়েছে একই গ্রুপে (‘এ’)! আজ যশোরের শামস-উল-হুদা স্টেডিয়ামে ১৭৯ ফিফা র‌্যাঙ্কিংধারী ‘বেঙ্গল টাইগার্স’ খ্যাত বাংলাদেশ বনাম ১৮৮ ফিফা র‌্যাঙ্কিংধারী ‘লঙ্কান লায়ন্স’ খ্যাত শ্রীলঙ্কা ম্যাচ দিয়েই পর্দা উঠছে বহুল আলোচিত আন্তর্জাতিক ফুটবল আসর ‘বঙ্গবন্ধু গোল্ডকাপ’-এর চতুর্থ আসর। বিকেল পৌনে তিনটায় শুরু হবে খেলাটি। বৃহস্পতিবার দুই দল শেষবারের মতো অনুশীলনে ঘাম ঝরায়। বাংলাদেশ দল পুলিশ লাইন মাঠে, শ্রীলঙ্কা দল বিজিবি গ্রাউন্ডে। ২০১৫ আসরে বাংলাদেশের র‌্যাঙ্কিং ছিল ১৬৫, আর শ্রীলঙ্কার ১৭২। এখনও দু’দলের র‌্যাঙ্কিংয়ের খুব বেশি ব্যবধান নেই। তবে ফিফার দেয়া তথ্যমতে, মুখোমুখি লড়াইয়ে এগিয়ে বাংলাদেশই। বাংলাদেশ-শ্রীলঙ্কা এ পর্যন্ত আন্তর্জাতিক ম্যাচ খেলেছে ১৫ বার। বাংলাদেশের জয়ের পাল্লাই ভারি। তারা জিতেছে ১০ বার। শ্রীলঙ্কা জিতেছে ৩ বার। বাকি ২ ম্যাচ ড্র হয়। বংলাদেশের ২১ গোলের বিপরীতে শ্রীলঙ্কা করেছে ১০ গোল। যশোরে দু’দল সর্বশেষ মুখোমুখি হয় ২০১৪ সালের অক্টোবরে। দুই ম্যাচ সিরিজে (ফিফা আন্তর্জাতিক প্রীতিম্যাচ) যশোরে দু’দল ১-১ গোলে ড্র করে। গত আসরে রানার্সআপ হয়েছিল বাংলাদেশ। স্বাগতিক বলে এবারও তারা অন্যতম শিরোপাপ্রত্যাশী। কিন্তু সাফ ফুটবলে ব্যর্থতার জন্য সেভাবে জোর দিয়ে তারা বলতে পারছে না নিজেদের শক্তিমত্তা-আত্মবিশ্বাসের কথা। বাংলাদেশ জাতীয় দলের কোচ মারুফুল হক বলেন, ‘যদিও সম্প্রতি সাফে ভাল করিনি। তবে এবার খেলোয়াড়দের মধ্যে ‘ভাল করতেই হবে’ এমন একটা মানসিকতা দেখতে পাচ্ছি। সে কারণেই মনে করি খেলোয়াড়রা শুরুটা ভাল করলে টুর্নামেন্টে ভাল কিছু করতে পারবে। এ টুর্নামেন্টের জন্য চার দিন সময় পেয়েছি। অপর এক প্রশ্নের জবাবে মারুফুল বলেন, ‘দলে কোন কোন্দল বা অন্য কোন সমস্যা নেই; ছিলও না।’ দলের ম্যানেজার ইলিয়াস হোসেন বলেন, ‘আমাদের লক্ষ্য এ টুর্নামেন্টের শিরোপা জেতা। আশা করি, এবার প্রথমবারের মতো শিরোপাটা জিতব।’ জাতীয় দলের অধিনায়ক মামুনুল ইসলাম ফ্লু থেকে জ্বরে আক্রান্ত। তবে তিনি আজকের ম্যাচ খেলবেন বলে আশাবাদী কোচ। দলের নির্ভরযোগ্য অভিজ্ঞ ফরোয়ার্ড জাহিদ হাসান এমিলি বলেন, ‘সাফে খারাপ ফল করায় একটা চাপ থাকবেই। তারপরও চাপটা নিয়েই ভাল খেলতে হবে। দলের ফিটনেসে তেমন কোন অসুবিধা নেই। এখন প্রয়োজন একটা জয়। একটা জয় যখন টিমের মধ্যে চলে আসবে, তখন অনেক কিছুই পরিবর্তন হয়ে যাবে।’ লঙ্কান কোচ সামপাথ পেরেরা কোলোমাগে বলেন, ‘আগামী ফেব্রুয়ারিতে এসএ গেমসে ভাল করার লক্ষ্য তাদের। তাই অনুর্ধ-২৩ দলের ১৭ জনকে নিয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপের জন্য জাতীয় দলগঠন করেছি। সাফ চলাকালে এ টুর্নামেন্টের আমন্ত্রণ পেয়েছি। তাই প্রস্তুতির তেমন সময় পাইনি। তবে এসএ গেমসের আগে এই আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট দলের খেলোয়াড়দের জন্য একটা বড় সুযোগ।’ দলীয় অধিনায়ক কাবিন্দা ইশান বলে, ‘দল ভাল অবস্থায় আছে। অল্প সময় পেলেও আমরা প্রস্তুত আছি। আমাদের লক্ষ্য ভাল ফল করা।’ যশোরের শামসুল হুদা স্টেডিয়ামে বঙ্গবন্ধু গোল্ডকাপের খেলায় গ্যালারির টিকেটের মূল্য নির্ধারণ করা হয়েছে যথাক্রমে ৫০ ও ১০০ টাকা। এছাড়া ভিআইপি টিকেটের মূল্য ধরা হয়েছে যথাক্রমে ২০০ ও ৩০০ টাকা। এখন দেখার বিষয়, বঙ্গবন্ধু গোল্ডকাপের গত আসরে ফলের পুনরাবৃত্তি করতে পারে কিনা বাংলাদেশ। বাংলার বাঘেরা কি হারাতে পারবে লঙ্কার সিংহদের?
×