ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ব্রাজিলে বিনিয়োগ করবে রেনাল্ট-নিশান এ্যালায়েন্স

প্রকাশিত: ০৪:১৩, ৮ জানুয়ারি ২০১৬

ব্রাজিলে বিনিয়োগ করবে রেনাল্ট-নিশান এ্যালায়েন্স

ব্রাজিলে অর্থনৈতিক মন্দা চললেও দেশটিতে নিজস্ব কারখানায় বিনিয়োগের ঘোষণা দিয়েছে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান রেনাল্ট-নিশান এ্যালায়েন্স। সম্প্রতি এ ঘোষণা দিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কার্লোস জোস্ন। রাজধানী রিও ডি জেনিরোকে বিনিয়োগের নতুন প্লাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত করতেই এ উদ্যোগ বলে জানান তিনি। ফ্রান্স ও জাপানের অংশীদারী এ প্রতিষ্ঠানটির প্রধান জানান, কারখানাটিতে ১ হাজার ৮৫০ কোটি ডলার বিনিয়োগ করা হবে। ২০১৫ সালে অর্থনৈতিক মন্দার প্রভাব ব্রাজিলের অটোমোবাইল খাতেও পড়েছে। গত বছর ১৬ বছরের মধ্যে সবচেয়ে বেশি মন্দার মুখে পড়েছে এ খাত। তবে ২০১৬ এবং ২০১৭ সালে এ খাত ঘুরে দাঁড়াবে বলে প্রত্যাশা রেনাল্ট-নিশান এ্যালায়েন্সের। -অর্থনৈতিক রিপোর্টার ‘আসুস জেনফোন’ বাংলাদেশে নিয়ে এলো গ্লোবাল ব্র্যান্ড গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড, আসুসের একমাত্র পরিবেশক বাংলাদেশে এবার নিয়ে এলো অতি প্রতীক্ষিত আসুস জেনফোন। গ্রাহকদের চাহিদার দিকে লক্ষ্য রেখে গ্লোবাল ব্র্যান্ড ৭ জানুয়ারি শুরু হওয়া ‘গ্রামীণফোন ট্যাব ও স্মার্টফোন এক্সপো,২০১৬’ এ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে আসুস জেনফোনের বিক্রয় শুরু করেছে। মেলায় রয়েছে আসুস জেনফোনের নিজস্ব প্যাভিলিয়ন। গ্রাহকরা সেখানে পেয়ে যাবেন আপনাদের অতি প্রতীক্ষিত জেনফোনের ছয়টি মডেল, সেগুলো যথাক্রমে : জেনফোন ২, জেনফোন ২ ডিলাক্স, জেনফোন সেলফি এবং জেনফোন ২ লেজার এর তিনটি মডেল। এছাড়াও গ্রাহকরা পাবেন ১ বছর ওয়ারেন্টিসহ সার্ভিসিংয়ের সুবিধা। সারাদেশের গ্লোবাল ব্র্যান্ডের ১৮টি আউটলেটে সার্ভিসিংয়ের সুবিধা পাবেন গ্রাহকগণ যা পরবর্তীতে আরও বড় পরিসরে বাড়ানো হবে। -বিজ্ঞপ্তি
×