ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ঠাকুরগাঁওয়ে শুরু হয়েছে মাসব্যাপী বাণিজ্যমেলা

প্রকাশিত: ০৪:১০, ৮ জানুয়ারি ২০১৬

ঠাকুরগাঁওয়ে শুরু হয়েছে মাসব্যাপী বাণিজ্যমেলা

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও ॥ জেলা চেম্বারের আয়োজেন ঠাকুরগাঁওয়ে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা শুরু হয়েছে। প্রতিবছরের মতো এবারও বাহারি পণ্যের সমাহার নিয়ে হাজির হয়েছে উদ্যোক্তারা। বুধবার সন্ধ্যায় শহরের সাধারণ পাঠাগার লাইব্রেরি মাঠে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মুকেশ চন্দ্র বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলার পুলিশ সুপার ফারহাত আহমেদ, চেম্বার অব কমার্সের সভাপতি হাবিবুল ইসলাম বাবলু, জেলা পরিষদের প্রশাসক সাদেক কোরাইশী, ঠাকুরগাঁও পৌরসভার মেয়র এস এম এ মঈন প্রমুখ। ঠাকুরগাঁও শহরের সবচেয়ে বড় মেলা এটি। প্রতিবছরের মতো মেলায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে দোকানিরা এবারেও এসেছে। এবার মেলায় শীতের পোশাক-ই বেশি দেখা গেছে। কিছু দোকান শুধু শোপিসের জন্য আর কিছু দোকান ছোট বাচ্চাদের খেলনায় ভরপুর। মেলায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে একশ’ স্টল অংশ নিয়েছে। স্থানীয়রা বলছেন, মার্কেটে যেসব পণ্য সামগ্রী পাওয়া যায় এখানে তাই পাওয়া যাচ্ছে। কিন্তু সুবিধার মধ্যে মার্কেটের চেয়ে কম দামে পাওয়া যায় যাচ্ছে মেলায়। সালাউদ্দীন নামে এক ক্রেতা জানান, সব পণ্যই ভাল লেগেছে, কিছু কিনেছি আরও কিছু কিনব। দাম কেমন জানতে চাইলে তিনি বলেন, ‘দাম খুব বেশি না, হাতের নাগালে আছে।’ মেলায় আসা এক স্কুল শিক্ষক বলেন, ‘যেই মেলাই হোক না কেন মেলা আমাদের দেশের ঐতিহ্য, মেলায় এসেছি আমার ছোট মেয়েকে নিয়ে ঘোরাও হলো ভাল কিছু কেনাও গেল। বিশেষ করে মেলার বড় সুবিধা হচ্ছে একই স্থানে বিভিন্ন পণ্যসামগ্রী পাওয়া যায়।’ অনুকূল আবহাওয়ায় তুলার ভাল ফলন অর্থনৈতিক রিপোর্টার ॥ রাঙ্গামাটির পাহাড় এলাকায় এবার তুলার ফলন ভাল হয়েছে। চাষ হয়েছে পাহাড়ের নিচু এলাকার জমিতেও। আবহাওয়ায় অনুকূলে থাকায় গত বছরগুলোর চেয়ে এবার ফলন বেড়েছে, বলছেন চাষীরা। তুলা উন্নয়ন বোর্ডের তথ্যমতে, দেশে তুলার চাহিদা ৯৭ ভাগ আসে বিদেশ থেকে। বাকি তিন ভাগ যোগান দেয়া হয় দেশ থেকে। আর এই তিনভাগের অধিকাংশ হয় পার্বত্য চট্টগ্রাম থেকে। এ অঞ্চলে জুমের সাথী ফসল হিসেবে তুলার চাষ করা হয়। অন্যান্য বছরের ন্যায় এবছরও তুলার চাষ হয়েছে রাঙ্গামাটির পাহাড়ে। পাহাড়ের চাষ হওয়া তুলার গুণগত মান বিদেশী তুলার সমতুল্য। তাই বিভিন্ন পোশাক কারখানায় এগুলোর চাহিদাও বেশ ভাল বলে জানিয়েছে তুলা উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। তিন পার্বত্য জেলায় এ বছর জুমে ১৬ হাজার ৮১০ হেক্টর এবং সমভূমিতে প্রায় পাঁচশ হেক্টর জমিতে তুলার চাষ হয়েছে।
×