ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

অকারণে দর বাড়ছে এমারেল্ড অয়েলের

প্রকাশিত: ০৪:০৯, ৮ জানুয়ারি ২০১৬

অকারণে দর বাড়ছে এমারেল্ড অয়েলের

অস্বাভাবিকহারে শেয়ার দর বাড়ার পেছনে কোন মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে এমারেল্ড ইন্ডাস্ট্রিজের কাছে সম্প্রতি অস্বাভাবিক হারে শেয়ার দর বাড়ার কারণ জানতে চায় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। জবাবে দর বাড়ার পেছনে কোন কারণ নেই বলে জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ। বিশ্লেষণে দেখা গেছে, গত ২০ কার্যদিবসের মধ্যে ৫ দিন কমলেও ১৫ কার্যদিবস বাড়েছে এ কোম্পানির শেয়ার দর। গত ৯ ডিসেম্বর ২০১৪ এ শেয়ারের দর ছিল ৫৩.৪০ টাকা এবং ৬ জানুয়ারি ২০১৫ এর দর বেড়ে লেনদেন হয়েছে ৭৪.১০ টাকা। এ সময়ে কোম্পানির শেয়ার দর বেড়েছে ২০.৭০ টাকা। যা অস্বাভাবিক মনে করছে ডিএসই। -অর্থনৈতিক রিপোর্টার আফতাব অটোর পর্ষদ সভা ১৪ জানুয়ারি পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আফতাব অটোমোবাইলসের পর্ষদ সভা অনুষ্ঠিত হবে আগামী ১৪ জানুয়ারি। ওইদিন বিকেল ৩টায় কোম্পানিটির সভা অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। সভায় পর্যালোচনা করা হবে কোম্পানিটির গত ৩ মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন। কোম্পানিটি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ১৬(১) অনুযায়ী সভাটি করবে। প্রসঙ্গত, কোম্পানিটি ১৯৮৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। -অর্থনৈতিক রিপোর্টার
×