ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

দুদিন পর পুঁজিবাজারে দর সংশোধন

প্রকাশিত: ০৪:০৭, ৮ জানুয়ারি ২০১৬

দুদিন পর পুঁজিবাজারে দর সংশোধন

অর্থনৈতিক রিপোর্টার ॥ দুই দিনে পুঁজিবাজারে সূচকের উর্ধগতির পর দর সংশোধন ঘটেছে। প্রধান বাজার ঢাকা স্টক একচেঞ্জে (ডিএসই) বিনিয়োগকারীদের মুনাফা তোলার প্রবণতার কারণে বেশিরভাগ কোম্পানির দর বাড়লেও সূচক কিছুটা কমেছে। কারণ অপেক্ষাকৃত বড় মূলধনী কোম্পানিগুলো দিনটিতে দর হারিয়েছে। একইভাবে অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র। সপ্তাহের শেষ কার্যদিবসে সিএসইতে সূচক কমলেও একই ছিল লেনদেনের পরিমাণ। বাজার পর্যালোচনায় দেখা গেছে, ডিএসইতে ৬৪৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ১২ কোটি টাকা বা ১ দশমিক ৮৮ শতাংশ কম। আগের দিন এ বাজারে লেনদেন হয়েছিল ৬৫৫ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার। বৃহস্পতিবার ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩২২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৪৭টির, কমেছে ১৩৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১টির শেয়ার দর। সকালে ইতিবাচক প্রবণতা দিয়ে শুরুর পরে ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৬৭৬ পয়েন্টে। ডিএস৩০ সূচক ৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৭৭১ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ১২৬ পয়েন্টে। খাতভিত্তিক লেনদেনের চিত্র বিশ্লেষণ করলে দেখা গেছে, জ্বালানি এবং শক্তি খাতের কোপানিগুলোর প্রাধান্যের দিনে দিনটিতে খাতটির মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ১৪২ কোটি টাকা, যা মোট লেনদেনের ২২ দশমিক ৮৮ ভাগ। দ্বিতীয় অবস্থানে ছিল প্রকৌশল খাতটি। সারাদিনে খাতটির মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ১৩৮ কোটি টাকা, যা মোট লেনদেনের ২২ দশমিক ১২ ভাগ। তৃতীয় অবস্থানে ওষুধ এবং রসায়ন খাতটি। সারাদিনে খাতটির মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৭৯ কোটি টাকা, যা মোট লেনদেনের ১২ দশমিক ৬৫ ভাগ। ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হলো- ইউনাইটেড পাওয়ার জেনারেশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি, বেক্সিমকো, বেক্সিমকো ফার্মা, আফতাব অটোমোবাইলস, কেপিসিএল, সামিট পাওয়ার, ইফাদ অটোস, কেডিএস এক্সেসরিজ, বিডি থাই এ্যালুমিনয়াম এবং পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড। ডিএসইর দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : প্রগতি ইন্স্যুরেন্স, আইএসএন, কাসেম ড্রাইসেল, শ্যামপুর সুগার, কেডিএস এক্সেসরিজ, কোহিনূর কেমিক্যাল, স্টাইল ক্রাফট, এসআলম ক্রিস্টাল, অগ্নি সিস্টেম ও মাইডাস ফাইন্যান্স। সিএসইতে ৩৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক ৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ২৭৩ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১০০টির, কমেছে ৯৯টি এবং অপরিবর্তিত রয়েছে ৪০টির। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো : ইউনাইটেড পাওয়ার, বেক্সিমকো, সামিট পাওয়ার, আফতাব অটোস, মবিল যমুনা বাংলাদেশ, এ্যাপোলো ইস্পাত, মিরাকল ইন্ডাস্ট্রিজ, খুলনা পাওয়ার, আরএসআরএস স্টিল ও ন্যাশনাল ফিড মিলস লিমিটেড।
×