ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

মেট্রোরেল প্রকল্পের রুট পরিবর্তন দাবিতে ঢাবিতে আজ মানববন্ধন

প্রকাশিত: ০৮:৫৫, ৭ জানুয়ারি ২০১৬

মেট্রোরেল প্রকল্পের রুট পরিবর্তন দাবিতে ঢাবিতে আজ মানববন্ধন

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ প্রস্তাবিত মেট্রোরেল প্রকল্পের রুট পরিবর্তনের দাবিতে আন্দোলনের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। এই আন্দোলন কর্মসূচীর প্রথম পদক্ষেপ হিসেবে বৃহস্পতিবার বেলা ১১টায় টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে মানববন্ধন কর্মসূচী পালন করবেন তারা। বুধবার বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ছাত্র সঞ্জীবন সুদীপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়। মেট্রোরেলের রুট পরিবর্তনের দাবিতে আন্দোলন করা হবে। প্রথমে মানববন্ধন দিয়ে এটি শুরু হচ্ছে। এতে বলা হয়, প্রস্তাবিত মেট্রোরেলের পরিকল্পনায় রুটের একটি অংশ শাহবাগ-টিএসসি-দোয়েল চত্বর হয়ে প্রেসক্লাবের দিকে যাওয়ার কথা রয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দোয়েল চত্বরে একটি স্টপেজ রাখা হয়েছে। সেখানে একটি সুপরিসর স্টেশন নির্মিত হবে। সাড়ে তিন মিনিট পর পর ট্রেন থামবে এই স্টপেজে। কাজেই সারাদিন ভিড় লেগেই থাকবে। স্টপেজ ঘিরে ছোট যানবাহনের একটি বড় জটলা তৈরি হবে।
×