ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ক্ষমতা হারানোর ভয়ে সংলাপের প্রস্তাবে সাড়া দিচ্ছে না সরকার ॥ রিজভী

প্রকাশিত: ০৮:৫৪, ৭ জানুয়ারি ২০১৬

ক্ষমতা হারানোর ভয়ে সংলাপের প্রস্তাবে সাড়া দিচ্ছে না সরকার ॥ রিজভী

স্টাফ রিপোর্টার ॥ ক্ষমতা হারানোর ভয়ে সরকার বিএনপির সংলাপ প্রস্তাবে সাড়া দিচ্ছে না বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ক্ষমতা হারানোর শঙ্কা থেকে খালেদা জিয়ার সংলাপ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে সরকার। তারা গায়ের জোরে ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে চায়। সরকার বুঝে গেছে বিএনপির রাজনৈতিক স্পেস দেয়া হলে রাজপথে জনতার ঢল নামবে। অবৈধভাবে আর ক্ষমতায় থাকা যাবে না বলে উল্লেখ করেন তিনি। বুধবার রাজধানীর নয়াপল্টন দলের কেন্দ্রীয় কর্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী আরও বলেন, সন্ত্রাস, সংঘাত, সহিংসতা অবলম্বনকারী এই সরকার কখনই গণতন্ত্রের পথে হাঁটার আহ্বান কান পেতে শুনবে বলে মনে হয় না। তারা নিজেদের ক্ষমতাকে জোর করে আঁকড়ে ধরতে এমন কোন নোংরামি নেই, যা করতে বাদ রাখবে। সে জন্যই তারা গ্রেফতার আর ক্রসফায়ার অব্যাহত রেখেছে। সরকার তরুণদের ভয় পায়। যুবসমাজকে ধ্বংস করতে ক্রসফায়ার দিয়ে ত্রাস সৃষ্টি করছে বলে উল্লেখ করেন।
×