ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নারী শ্রমিকদের সঙ্গে একজন করে আত্মীয় নেবে সৌদি আরব

প্রকাশিত: ০৮:৫১, ৭ জানুয়ারি ২০১৬

নারী শ্রমিকদের সঙ্গে একজন করে আত্মীয় নেবে সৌদি আরব

কূটনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশ থেকে যাওয়া নারী শ্রমিকদের সঙ্গে একজন করে নিকট আত্মীয়কে নিতে আগ্রহ দেখিয়েছে সৌদি সরকার। সৌদি আরব সফর শেষে দেশে ফিরে বুধবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নুরুল ইসলাম বিএসসি এ কথা জানান। সৌদি আরবে ব্যাপক চাহিদার পরেও নারী শ্রমিকদের নিরাপত্তা ইস্যুতে অভিযোগ তাদের সঙ্গে স্বজন পাঠানোর প্রস্তাব দেয় বাংলাদেশ। এরই পরিপ্রেক্ষিতে নারীকর্মীর সঙ্গে পুরুষ স্বজন নিতে রাজি হয়েছে সৌদি আরব। তিনি বলেন, গৃহস্থালিসহ ১২ ক্যাটাগরিতে কর্মী নিতে আগ্রহী সৌদি সরকার। এদের মধ্যে মালি, চালকসহ অন্যান্য কয়েকটি ক্যাটাগরিতে পুরুষের পাশাপাশি নারীরাও কাজ করতে পারবে। এক্ষেত্রে নারী সুরক্ষা ও নিরাপত্তার জন্য তাদের একজন নিকটাত্মীয় সঙ্গে রাখতে পারবেন। এখন জয়েন্টওয়ার্কিং গ্রুপ বসে আলোচনার মাধ্যমে চুক্তি করলেই বিষয়টি চূড়ান্ত হবে। খুব শীঘ্রই এ চুক্তি হবে বলে আশা করছি।
×