ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আসমা সুমি

অমিতাভের ওয়াজির

প্রকাশিত: ০৫:৩২, ৭ জানুয়ারি ২০১৬

অমিতাভের ওয়াজির

বলিউড এই বয়সেও সমান হারে টেক্কা দিয়ে চলেছেন আজকের হিরোদের। নিজেকে নিয়ে করে চলেছেন বারবার এক্সপেরিমেন্ট। সত্তরে কুড়ির প্রেমে, ১২ বছরের প্রোগেরিয়া আক্রান্ত বাচ্চা ছেলের পর, আরও একবার চ্যালেঞ্জিং চরিত্রে অমিতাভ বচ্চন তবে এবার হুইল চেয়ারে ভর করা এক দাবাড়ুর চরিত্রে অভিনয় করেছেন। প্রতিবার নিজেকে প্রমাণ করেছেন দক্ষ অভিনেতা হিসেবে। তাই তো নিজের তৈরি রেকর্ড ভাঙ্গার জন্য চ্যালেঞ্জ নিচ্ছেন তরুণদের মতো। এখন দেখার পালা ‘ওয়াজিরে’ অমিতাভ বচ্চন বক্স-অফিসে কি জাদু দেখায়। কিছুদিন আগে মুক্তি পেল তার পরবর্তী ছবি ওয়াজির এর পোস্টার । ১৮ নবেম্বর সন্ধ্যায় ইউটিউবে মুক্তি দেয়া হয়েছে ওয়াজির ছবির ট্রেইলার। পোস্টারেও হাজির বিগ-বি। ওয়াজিরে অমিতাভ এক পক্ষাঘাতগ্রস্ত দাবাড়ু । প্রথম লুকেই বাজিমাত করেছেন তিনি । হুইল চেয়ারে বসে এই দাবাড়ুর শীতল চাহনি জিতে নিতে বাধ্য দর্শকদের চিত্ত। নতুন বছরের প্রথম সপ্তাহেই মুক্তি পেতে যাচ্ছে বলিউড শাহেন শাহ অমিতাভ বচ্চন অভিনীত আলোচিত ‘ওয়াজির’ ছবিটি। এক দিকে তুমুল এ্যাকশন, অন্যদিকে জমাটি প্রেম। তবে এ্যাকশন থ্রিলারের মধ্যমণি বিগ বি এখানে হুইল চেয়ারে ভর করা এক দাবাড়ু গ্র্যান্ডমাস্টার। সঙ্গে এটিএস অফিসার ফারহান আখতার। ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, ফারহান আখতার, জন আব্রাহাম, নীল নীতিন মুকেশ, অদিতি রাও হায়দারিসহ আরও অনেকে। ট্রেইলারে দেখানো হয়েছে ফারহান ও অদিতির প্রেম। নীল নীতিন মুকেশকে দেখা যাবে নেগেটিভ চরিত্রে। ছবির টিজারে টানটান উৎসাহ বাড়িয়েছিল ওয়াজির, ছবিটি পরিচালনা করেছেন বিজয় নাম্বিয়ার, বিধু বিনোদ চোপড়া ছবিটির মূল পরিকল্পনা করেছেন প্রায় ২৭ বছর আগে। নিজেদের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে ছবিটি প্রযোজনা করেছেন রাজকুমার হিরানি এবং বিধু বিনোদ চোপড়া। সবচেয়ে মজার বিষয় হলো অমিতাভ বচ্চন ওয়াজির ছবির গল্পটি পরেছেন প্রায় ১৫ বছর আগেই। ক্যামেরা নির্দেশনায় রয়েছেন সানু ভাগিস। ছবিটির সঙ্গীত পরিচালনা করে আঙ্কিত তিওয়ারি, শান্তনু মৈত্রসহ আরও অনেকে। টি-সিরিজ থেকে গত ৪ ডিসেম্বর প্রথম গান ‘তেরে বিন’ মুক্তি পায় , ‘তু-মেরি পাছ’ গানটি মুক্তি পায় ১১ ডিসেম্বর আর সর্বশেষ ১৮ ডিসেম্বর মুক্তি পায় ‘মওলা’ গানটি। আবারও নিজের ছবির জন্য গান গেয়েছেন অমিতাভ বচ্চন। সঙ্গে গলা মিলিয়েছেন ফারহান আখতার, গিটারও বাজিয়েছেন ফারহান। বিজয় নাম্বিয়ার ওয়াজিরের জন্য মুম্বাইয়ের পাপল হেজ স্টুডিওতে গানটি রেকর্ডিং করেছেন এই দুই অভিনেতা। রেকর্ডিংয়ের কিছু ছবি টুইটে পোস্ট করেছেন খোদ বিগ বি। ছবির শেষে শিল্পী ও কলাকুশলীদের নাম দেখানোর সময় বাজবে এই গান নাম ‘আটরঙ্গি ইয়ারি’। বহুদিন পর এ ছবির জন্য কলম ধরেছেন প্রযোজক বিধু, ‘ তেরে বিন’ তারই লিখা। শান্তনু মৈত্রের সুরে জাদু ছড়িয়েছেন সোনু নিগম ও শ্রেয়া ঘোষাল। ওয়াজির মূলত দুই অসমবয়সী বন্ধুত্বের গল্প। এ ছবির কাহিনীতে পুলিশ কর্মকর্তা ফারহান আখতার লড়েন অদৃশ্য নানা চক্রান্তের বিরুদ্ধে। এ ছবিতেই প্রথমবারের মতো দুর্ধর্ষ সব মারপিটের দৃশ্যে অভিনয় করেছেন ফারহান। ওয়াজির-এ অমিতাভ এবং ফারহান দু’জন দু’জনকে সহযোগিতা করেছেন। কিন্তু একটি মহল তাদের ব্যর্থ করতে নানা চক্রান্ত করে। টান টান উত্তেজনা আর দুর্ধর্ষ সব এ্যাকশান দৃশ্য রয়েছে ওয়াজির ছবিটিতে। ফারহানের বিপরীতে এই ছবিতে অভিনয় করেছেন অদিতি রাও হায়দারি। এ ছবিতে প্রথমবারের মতো অমিতাভ বচ্চনের সঙ্গে অভিনয় করেছেন অদিতি রাও হায়দারি। এ ছবির বেশিরভাগ দৃশ্যের শূটিং হয়েছে ভারতের রাজধানী নয়াদিল্লীতে। ছবির নাম শুরুতে ‘দো’ থাকলেও পরে হঠাৎ করেই বদলে রাখা হয় ‘ওয়াজির’। গম্ভির-ঋজু এক ‘গ্র্যান্ডমাস্টার’ দাবারু, চলেন হুইলচেয়ারে ভর করে। সবাই তাকে পণ্ডিতজি নামেই ডাকেন। বিজয় নাম্বিয়ারের ওয়াজির ছবিতে এমন লুকেই হাজির হয়েছেন অমিতাভ বচ্চন। কিন্তু ওয়াজির ছবির কাজ শেষ হলেও এ ছবির কোন প্রচারের ক্ষেত্রে অমিতাভের অনুপস্থিতি সবাইকে বেশ ধন্দে ফেলেছে। তবে কি কোন কারণে নাখোশ হয়েছেন অমিতাভ বচ্চন। বর্তমানে সুজয় ঘোষের ‘তিন’ ছবির কাজে ব্যস্ত অমিতাভ বচ্চন। যে কারণে নবেম্বরে এ ছবির ট্রেইলার প্রকাশের সময় উপস্থিত থাকতে পারেননি অমিতাভ। ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে এ ছবির কাহিনীতে শেষপর্যন্তসহ অভিনেতা ফারহান আখতারকে অমিতাভের চাইতে বেশি গুরুত্ব দেয়া হয়েছে আর এ কারণেই হয়ত অমিতাভ মনঃক্ষুণœœ হয়েছেন। আর তাই তো ছবির প্রচারের জন্য সময় বের করার ক্ষেত্রে অমিতাভ উদাসীন আচরণ করেছেন। তবে ছবির অন্যান্য কলাকুশলীরা ছবিটির প্রচার প্রচারণায় নিয়মিত অংশ নিয়েছেন। এমন অভূতপূর্ব চরিত্রে তার অভিনয় বিচিত্র স্বাদ এনে দিয়েছে দর্শক হৃদয়ে। সাধারণ চলচ্চিত্রপ্রেমীরা নতুন বছরের প্রথম ছবির মুক্তির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। ওয়াজিরে অমিতাভ-ফারহান জুটি বক্স-অফিসে কি জাদু দেখায়, তা দেখার জন্য অপেক্ষা এখন ৮ জানুয়ারির। সে দিনই জানা যাবে ওয়াজির আসলে কে?
×