ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হ্যালো সুজানা...

প্রকাশিত: ০৫:৩১, ৭ জানুয়ারি ২০১৬

হ্যালো সুজানা...

তিনি কাজ করেন কম, আলোচনা হয় বেশি। সম্প্রতি হাজির হয়েছেন ন্যান্সির ‘আমি ছুঁয়ে দিলেই’ গানটির মিউজিক ভিডিওতে। এটি ছিল ভক্তদের জন্য নতুন বছর উপলক্ষে তাঁর উপহার। ভিডিওটি প্রশংসা কুড়িয়ে নিচ্ছে অনবরত। যার কথা হচ্ছে, আনন্দকণ্ঠের সঙ্গে ফোনালাপের ওপাশে সেই সুজানা জাফর। লিখেছেনÑ মাহবুবুর রহমান সজীব শীতকাল মোটামুটি পছন্দ সুজানার, গ্রীষ্মও। বর্ষাকালটাই বেশি পছন্দ। কারণ! ‘বৃষ্টি আমার সবচেয়ে পছন্দের জিনিস। দেখতে ভাল লাগে। সবকিছু পরিষ্কার হয়ে যায়। অনেক সুন্দর লাগে।’ ঘড়ির কাঁটা বারোটা ছুঁইছুঁই। প্রবল মধ্যরাত। শহুরে নিয়ন আলোয়ও কিছুটা কুয়াশার ছাপ। আশপাশের খোলা যায়গাগুলোতে লাল বা সাদা জালের ওপর দিয়ে অনবরত চলছে পালকের ওড়াওড়ি। এটা শীতকালের নিয়মিত ব্যাপার। ব্যাডমিন্টন খেলা ছাড়া যেন জমেইনা শীত! কথা হচ্ছিল তখনই। শীত বেশি পছন্দ না করলেও আর সবার মতোই সুজানা কিন্তু ঠিকই পছন্দ করেন ব্যাডমিন্টন খেলতে। এটা যেন শীতকালের অত্যাবশ্যকীয় খেলা বাংলাদেশে! যাই হোক, এবার একটু সাম্প্রতিক কাজের প্রসঙ্গেই ঝুঁকতে হলো। জানালেন, ‘আমার নতুন মিউজিক ভিডিও মুক্তি পেল তো কেবল! থার্টিফার্স্ট নাইটে আমি ভক্তদের জন্য ওটা উপহার দিলাম।’ হ্যাঁ.. ‘আমি ছুঁয়ে দিলেই’ বেশ ভাল উপহারই বটে। ন্যান্সি গেয়েছেন স্বভাবজাত ভঙ্গিতেই। গানের কথাগুলো এসেছে আসিফ ইকবালের লেখনী থেকে। সুর ও সঙ্গীতায়োজনে ব্যান্ড লিজেন্ড নকীব খান। পিয়ানো বাজিয়েছেন রোমেল আলী, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাদক। আর হ্যাঁ... যে ভিডিওটি এলো উপহার হিসেবে, সেটি নির্মাণ করেছেন তানিম রহমান অংশু। তারকাদের ক্যারিয়ার ছাড়াও ব্যক্তিগত অনেক বিষয় উঠে আসে প্রায়ই পত্রিকার পাতায়। এতে অনেকেই খুশি হন, কেউ কেউ বিরক্ত। তারকাদের ব্যক্তিগত কোন বিষয় নিয়ে কি আসলেই কথা বলা উচিত আমাদের? সুজানা বললেন, ‘না। পাস্ট ইজ পাস্ট। ওটা নিয়ে কথা বলে তো কোন লাভ নেই, তাই না?’ হ্যাঁ.. তা তো নেই-ই। তবে অতীত থেকেই শিক্ষা নিতে হয় মানুষকে। কিন্তু আমি যেটা জানতে চেয়েছি, সেটা তো এটা না! কেন যেন প্রশ্নটা একান্তই নিজের করে নিলেন সুজানা। আন্তর্জাতিক তারকারা অনেকেই ইচ্ছে করে স্ক্যান্ডাল তৈরি করেন। হয়ত সামনেই কারও একটা নতুন ছবি মুক্তি পাচ্ছে। সেই উপলক্ষে কিছু একটা রটিয়ে না দিলে তো ‘টক অব টাউন’ হতে পারছেন না! এটা ঘটছে হারহামেশাই। এ ব্যাপারটা কি আমাদের মিডিয়াতে আছে? সুজানার উত্তর, ‘না না। আমার কাছে মনে হয় যত সাংবাদিক এই পর্যন্ত ফোন দিয়েছে, কাজ নিয়েই কথা বলেছে সবাই।’ তা ঠিক আছে। কিন্তু আমি যেটা বলতে চেয়েছি, এই যে ইচ্ছাকৃত স্ক্যান্ডাল তৈরির ব্যাপারটা বা ইচ্ছাকৃতভাবে আলোচনায় আসার যে চেষ্টাটা; এটা কি আমাদের মিডিয়াতে কারও ভেতর আছে বলে মনে হয়? ‘আমি কারও ব্যাপারে কথা বলতে চাই না। আমি আমাকে নিয়েই কথা বলতে চাই।’ আপনার ভেতর আছে? সুজানার কথার রেশ ধরেই প্রশ্ন ছুড়ে দিলাম। বললেন, ‘না। আমি কাজ নিয়েই কথা বলি। এটাই আমার পছন্দ। এর বাইরে কথা বলতে পছন্দ করি না।’ প্রসঙ্গ পাল্টালাম। এখনকার অনেক তারকাই আছেন, যারা সুজানার চেয়েও বেশি কাজ করেছেন। অথচ, তুলনামূলক বেশি জনপ্রিয়তা কিন্তু তাঁরই! শুধু ফেসবুকেই প্রায় দুই লক্ষ অনুসারী! কেন? ‘আমার সব কাজই অনেক হিট ছিল। আমি গণহারে কাজ করি না, সব কাজই বেছে বেছে করি। তাই...’ এক কথায় উত্তর! ‘হ্যাঁ.. আমার যতগুলো কাজ, প্রত্যেকটা কাজই সবাই পছন্দ করেছে। আমার কথা হলো- একশ’টা কাজ করে যদি একশ’টাই ভাল না হয়, দশটা করে যদি দশটাই ভাল হয়; তাহলে ওটাই মানুষ মনে রাখে বেশি।’ র‌্যাম্প মডেলিং দিয়েই শুরু হয়েছে তাঁর ক্যারিয়ার। এটা অনেকেই বলে। বেশকিছু পত্রিকায়ও এসেছে। কিন্তু সুজানা জানালেন, ‘এটা ভুল তথ্য। আমি কখনই র‌্যাম্প করিনি। ওটা দিয়ে ক্যারিয়ার শুরু হবে কী করে! যারা জানে না, তারা এসব লিখে। ভাল পত্রিকাগুলো লিখে না। সবাই জানে, আফজাল ভাইকে দিয়ে আমার মিডিয়ার ক্যারিয়ার শুরু।’ অনেক বেশি নাটক তৈরি হচ্ছে এখন, অনেক বেশি টিভি চ্যানেল। যার ফলে কিছু মানহীন নাটক হচ্ছে বলেও কথা উঠছে বার বার। এ ব্যাপারে কোন মতামতই দিতে চাইলেন না সুজানা! বললেন, ‘মডেলিং থেকে আমার ক্যারিয়ার শুরু, নাটক থেকে না। তো, নাটক নিয়ে আমি অত মতামত দিতে চাই না।’ অথচ, তিনি কিন্তু এর আগেও পত্রিকায় নাটক নিয়ে মতামত দিয়েছেন। বলেছেন, ‘অনেক কষ্ট করে অভিনয় করি। কিন্তু নাটকের তেমন সাড়া পাই না। আসলে বাংলাদেশের দর্শকরা কি নাটক দেখছে না? নাকি আমাদের নাটকের মান খারাপ হয়ে গেছে বুঝতে পারছি না। তাছাড়া এখন নাটকেও রাজনীতি শুরু হয়ে গেছে। কোন কোন শিল্পীদের কাজ বেশি, কেউবা বেকার। এতকিছু মেইনটেইন করতে পারব না। তাই ইচ্ছে করেই নাটকে অভিনয় কমিয়ে দিয়েছি।’ বিডিনিউজ২৪ এবং ভোরের পাতাসহ বেশকিছু পত্রিকায় ছাপা হয়েছে সুজানার এমন কথা। তবে হঠাৎ কেন মতামত দিতে চাইলেন না সুজানা! বিস্ময়টা জমে থাক। শুধু বললেন, ‘মানসম্মত কাজ যেগুলো হয়, সবাই-ই সেগুলো পছন্দ করে। শুধু নাটক করার জন্য করে কোন লাভ নেই। নাটক না শুধু, মডেলিং হোক আর চলচ্চিত্র হোক, ভাল কাজ হলে সবাই-ই পছন্দ করে।’
×