ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাংলাদেশকে জেতাতে চান সোহান

প্রকাশিত: ০৫:২৫, ৭ জানুয়ারি ২০১৬

বাংলাদেশকে জেতাতে চান সোহান

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের চূড়ান্ত স্কোয়াডে প্রথমবারের মতো সুযোগ পেলেন মঙ্গলবার। বুধবার অসাধারণ এই অনুভূতি নিয়ে জাতীয় দলের সঙ্গে প্রথমবারের মতো অনুশীলনে নামলেন দলকে ম্যাচ জেতানোর আশা প্রকাশ করা ব্যাটসম্যান কাম উইকেটরক্ষক নুরুল হাসান সোহান। কিন্তু সেই মধুর অনুভূতি কষ্টে পরিণত হতে চলেছিল! মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের একাডেমি মাঠে ব্যাটিং অনুশীলন করার সময় দুর্ভাগ্যবশত দুর্ঘটনা ঘটিয়ে ফেলেন সোহান। হঠাৎ করে তার ব্যাটের একটি শট এসে একজন গ্রাউন্ডসম্যানের মাথায় লাগে। আহত হন সেই গ্রাউন্ডসম্যান। বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এর পরপরই বিসিবির চিকিৎসকরা এসে তাকে প্রাথমিক চিকিৎসা দেন। পরবর্তীতে তাকে এ্যাপোলো হাসপাতালে নেয়া হয়। সিটি স্ক্যানিংয়ের পর জানানো হয়েছে এখন আশঙ্কামুক্ত তিনি। তাতে শেষ পর্যন্ত সোহানের কষ্ট কমে। সোহান এ নিয়ে বলেন, ‘খারাপ লাগছে নিজের কাছে। আর টেনশনে ছিলাম অনেক। যেহেতু এ্যাপোলোতে নিয়ে যাওয়া হয়েছে। তবে শেষ পর্যন্ত শুনলাম তেমন কোন সমস্যা হয় নাই। এরপর নিজেকে একটু রিলিফ মনে হইতেছে। যদি অন্যরকম কিছু হয়ে যেত তাহলে নিজেই নিজেকে ক্ষমা করতে পারতাম না। যদিও খেলার সময় লাগছে, তারপরও এটা নিয়েই চিন্তা করছিলাম।’ প্রথমবার জাতীয় দলে সুযোগ পেয়েই এমন ঘটনা দুর্ভাগ্যবশত হয়ে গেছে। যেখানে কারও হাত নেই। সেটি নিয়ে তাই আর সামনে ভাবনাও নেই। ৪৭টি প্রথম শ্রেণীর ম্যাচে ৬৯টি ইনিংস খেলে এক ইনিংসে সর্বোচ্চ অপরাজিত ১৮২ রানের সঙ্গে ৪০.৩৫ গড়ে ২৩০০ রান করা সোহান তাই জাতীয় দলে সুযোগ পাওয়ায় দারুণ খুশি। বলেছেন, ‘প্রথমবার জাতীয় দলে খুব ভাল লাগছে। এখন যে লক্ষ্যটা আছে তা হলো ভাল খেলা। এখন খেলার ওপর মনোযোগ দিচ্ছি, যাতে সামনে যে টুর্নামেন্ট আছে তাতে ভাল খেলতে পারি।’ ৩৪টি লিস্টে ম্যাচ খেলে ১৯.৯৬ গড়ে ৪৯৯ রান ও ২৮টি টি২০ খেলে ২৫টিতে ব্যাটিং করার সুযোগ পেয়ে ২০.৯৫ গড়ে ৪১৯ রান করেছেন সোহান। সর্বোচ্চ অপরাজিত ৭৯ রান করেছেন। সোহান মনে করেন সব খেলাতেই চ্যালেঞ্জ রয়েছে। সেই চ্যালেঞ্জ নিয়েই এগিয়ে যেতে হয়, ‘টি২০ শুধু না, যে কোন খেলাতেই চ্যালেঞ্জ থাকে। চ্যালেঞ্জ নিয়ে খেলতে আমার ভাল লাগে। তবে দলের প্রয়োজনে যেখানে ব্যাটিংয়ের সুযোগ আসবে সেখানে ব্যাটিং করতে আমার কোন সমস্যা নাই।’ সঙ্গে যোগ করেন, দলকে জেতাতে চান, ‘দলের প্রয়োজনে যদি ১ রান করেও ম্যাচ জেতাতে পারি, সেটাই আমার কাছে বড় পাওয়া।’ অভিষেক হওয়ার স্বপ্ন নিয়ে বলেন, ‘এটা নিয়ে আমি কোন চিন্তা করি নাই। এটা টিম ম্যানেজমেন্টের ব্যাপার। আর আমি প্রস্তুত থাকব, যদি সুযোগ আসে, আমি যেন আমার শতভাগ দিতে পারি। যেখানেই খেলতাম একটাই চিন্তা থাকত ভাল পারফর্ম করতে হবে। লক্ষ্যটা থাকত ভাল খেলার। এখন আসলে অভিষেক, এতকিছু নিয়ে চিন্তা করছি না। চিন্তাটা আসলে যদি সুযোগ আসে, তা যেন কাজে লাগাতে পারি।’ সব ক্রিকেটারের মতো সোহানেরও বিশ্বকাপে খেলার স্বপ্ন থাকাটাই স্বাভাবিক। সেই স্বপ্নের কথা বললেনও তিনি, ‘সব খেলাই সমান। জিম্বাবুইয়ে আসছে। এটাও একটা বড় টুর্নামেন্ট (সিরিজ)। কারণ, টি২০তে আমাদের র‌্যাঙ্কিংয়ে এগিয়ে যাওয়ার সুযোগ রয়েছে। খেলা সব জায়গায় একই রকম। বিশ্বকাপে খেলার স্বপ্ন সবারই থাকে। সামনে জিম্বাবুইয়ে সিরিজ আছে, তাই নিয়ে চিন্তা করছি।’
×