ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টোকিও প্লাজায় বিদ্যুত চুরিতে সহযোগিতা করায় ডিপিডিসির প্রকৌশলী সাসপেন্ড

প্রকাশিত: ০৫:২২, ৭ জানুয়ারি ২০১৬

টোকিও প্লাজায় বিদ্যুত  চুরিতে সহযোগিতা করায় ডিপিডিসির প্রকৌশলী সাসপেন্ড

নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ৬ জানুয়ারি ॥ নারায়ণগঞ্জের ডিআইটি বাণিজ্যিক এলাকায় অবস্থিত টুইন টাওয়ার হিসেবে পরিচিত ‘টোকিও প্লাজায়’ বিদ্যুত চুরি ও রাজস্ব ফাঁকির ঘটনায় সহযোগিতা করার অভিযোগে ডিপিডিসির নারায়ণগঞ্জ (পূর্ব অঞ্চল) সহকারী প্রকৌশলী শরীফ উদ্দিন আহম্মেদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বুধবার বিকেলে তাকে বরখাস্ত করা হয়। তবে ডিপিডিসি’র স্পেশাল টাস্কফোর্স প্রধান মোহাম্মাদ মুনীর চৌধুরী জানান, তাকে দুর্নীতি ও দায়িত্ব অবহেলার কারণে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। উল্লেখ্য, গত ৩১ ডিসেম্বর ও ৩ জানুয়ারি ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি)’র স্পেশাল টাস্কফোর্স নগরীর ডিআইটি বাণিজ্যিক এলাকায় টুইন টাওয়ার হিসেবে পরিচিত ‘টোকিও প্লাজায়’ বিদ্যুৎ চুরি ও রাজস্ব ফাঁকির ঘটনা উদঘাটন করে। ২০১২ সালের শেষে নগরীর ডিআইটি বাণিজ্যিক এলাকায় বঙ্গবন্ধু সড়কের পাশে টোকিও প্লাাজা-১ (২৪ তলা) ও ৫৫, নয়ামাটিতে টোকিও প্লাজা-২ (১৮ তলা) বাণিজ্যিক কাম আবাসিক ভবন নির্মাণ করা হয়। পাশাপাশি নির্মিত এ দু’টি ভবনে নির্মাণকাল থেকে শুরু করে মিটার টেম্পারিং করে, মিটারে বিপুল পরিমাণ ইউনিট জমা রেখে এবং অন্যান্য কারসাজি করে প্রায় অর্ধ কোটি টাকা রাজস্ব ফাঁকি দেয়ার বিষয়টি উদঘাটন করেন ডিপিডিসি’র স্পেশাল টাস্কফোর্স প্রধান মোহাম্মাদ মুনীর চৌধুরীর নেতৃত্বে মিটারিং প্রকৌশলী ও টাস্কফোর্স সদস্যরা। এ ব্যাপারে ডিপিডিসির টাস্কফোর্স প্রধান মোহাম্মাদ মুনীর চৌধুরীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, সহকারী প্রকৌশলী শরীফ উদ্দিন আহম্মেদকে দুর্নীতি ও দায়িত্বে অবহেলার কারণে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
×