ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

যুদ্ধাপরাধীদের বিচারে হস্তক্ষেপ কাম্য নয় ॥ মিসরীয় দূত

প্রকাশিত: ০৫:২১, ৭ জানুয়ারি ২০১৬

যুদ্ধাপরাধীদের বিচারে হস্তক্ষেপ কাম্য নয় ॥ মিসরীয় দূত

কূটনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশে যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে পাকিস্তানের হস্তক্ষেপ করা উচিত নয় বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত মিসরের রাষ্ট্রদূত এবং কূটনৈতিক কোরের ডিন মাহমুদ ইজ্জত। এ ছাড়া বাংলাদেশে দুই বিদেশী নাগরিক হত্যায় আইএস জড়িত নয় বলে তিনি মনে করেন। বুধবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। সৌদি আরবের নেতৃত্বাধীন জোটকে মিসর সমর্থন জানালেও সেই জোটে দেশটি কোন সৈন্য পাঠাবে না বলেও তিনি জানান। রাজধানীর গুলশানে মিসর দূতাবাসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন রাষ্ট্রদূত। বাংলাদেশে যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়ে মন্তব্য জানতে চাইলে ঢাকায় নিযুক্ত মিসরের রাষ্ট্রদূত মাহমুদ ইজ্জত বলেন, পাকিস্তান যদি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে, তবে মিসর প্রথম রাষ্ট্র হিসেবে এর বিরোধিতা করবে। শুরু থেকেই যুদ্ধাপরাধীদের বিচারে বাংলাদেশকে সমর্থন দিয়ে আসছে মিসর। বাংলাদেশে যুদ্ধাপরাধের বিচার নিয়ে পাকিস্তানের বর্তমান ভূমিকার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, কোন দেশের অভ্যন্তরীণ বিষয়ে আমি মন্তব্য করতে পারি না। একটি স্বাধীন দেশ হিসেবে স্বাধীনতা বজায় রাখতে নিজস্ব সিদ্ধান্ত গ্রহণের অধিকার বাংলাদেশের রয়েছে। আমরা বাংলাদেশকে সব সময় সমর্থন জানিয়ে আসছি। স্বাধীনতার পরের বছর অর্থাৎ ১৯৭২ সাল থেকেই ঢাকা-কায়রোর মধ্যকার এ কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়। উল্লেখ্য, যুদ্ধাপরাধের দায়ে একাত্তরে পাকিস্তানী বাহিনীর বাংলাদেশী দোসরদের মানবতাবিরোধী অপরাধের বিচার ও দ- কার্যকরে বিচলিত হয়েছে পাকিস্তান। বারবার তারা যুদ্ধাপরাধীদের পক্ষে অবস্থান করে বিবৃতি দিয়ে আসছে। অপর এক প্রশ্নের জবাবে বাংলাদেশে কূটনৈতিক কোরের এই ডিন সৌদি সামরিক জোট গঠন ও জোটে বাংলাদেশের অংশগ্রহণকে স্বাগত জানান। মিসরের রাষ্ট্রদূত বলেন, মিসর ওই জোটের সঙ্গে নীতিগতভাবে একমত। তবে এ জোটে মিসর কোন সেনাবাহিনী পাঠাবে না। এমনকি কোন অস্ত্রও সরবরাহ করবে না। বাংলাদেশে আইএসর অস্তিত্ব রয়েছে কি-না জানতে চাইলে তিনি বলেন, আমি বিশ্বাস করি, বাংলাদেশে আইএস নে। এখানে যে দুই বিদেশী নাগরিক নিহত হয়েছে, সে ঘটনায় কোন আইএস জড়িত নয় বলেও তিনি মনে করেন।
×