ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মীর কাশেমের আপীল শুনানি ২ ফেব্রুয়ারি ॥ টাক্কাবালীর বিরুদ্ধে ওয়ারেন্ট

প্রকাশিত: ০৫:২১, ৭ জানুয়ারি ২০১৬

মীর কাশেমের আপীল শুনানি ২ ফেব্রুয়ারি ॥ টাক্কাবালীর বিরুদ্ধে ওয়ারেন্ট

স্টাফ রিপোর্টার ॥ একাত্তরের মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ট্রাইব্যুনাল কর্তৃক মৃত্যুদ-প্রাপ্ত বদর বাহিনীর তৃতীয় শীর্ষ নেতা তৎকালীন ইসলামী ছাত্রসংঘের সাধারণ সম্পাদক, চট্টগ্রামের বাঙালী খান, জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য মীর কাশেম আলীর রায়ের বিরুদ্ধে করা আপীল শুনানির দিন ২ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে। মানবতাবিরোধী অপরাধের মামলায় ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলের এমদাদুল হক ওরফে টাক্কাবালীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। নেত্রকোনার দুই রাজাকার মোঃ ওবায়দুল হক তাহের ও আতাউর রহমান ননীর বিরুদ্ধে প্রসিকিউশন ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষ হয়েছে। রবিবার আধাঘণ্টার জন্য প্রসিকিউশন পক্ষকে আইনী পয়েন্টে যুক্তিতর্ক উপস্থাপন করার নির্দেশ দেয়া হয়েছে। বুধবার আপীল বিভাগ ও ট্রাইব্যুনাল এ আদেশগুলো প্রদান করেছেন। মানবতাবিরোধী অপরাধের মামলায় মীর কাশেমের করা আপীল শুনানি ২ ফেব্রুয়ারি ধার্য করা হয়েছে। বুধবার প্রধান বিচারপতির নেতৃত্বে চার সদস্যবিশিষ্ট বেঞ্চ এ আদেশ প্রদান করেছেন। বেঞ্চের অন্য বিচারপতিরা হলেন- বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। সুপ্রীমকোর্টের আপীল বিভাগের সংশ্লিষ্ট শাখায় মীর কাশেম আলীর পক্ষে এ্যাডভোকেট জয়নুল আবেদীন তুহিন গত বছর ৩০ নবেম্বর এ আপীল দায়ের করেন। মীর কাশেমের পক্ষে ১৮১টি গ্রাউন্ডে মৃত্যুদ- থেকে খালাস চেয়ে এ আপীল করা হয়েছে। দেড় শ’ পৃষ্ঠার মূল আপীলসহ ৫ ভলিয়মে এক হাজার ৭৫০ পৃষ্ঠায় বিভিন্ন ডকুমেন্ট পেশ করা হয়েছে। ২০১৪ সালের ২ নবেম্বর তাকে মৃত্যুদ- দিয়ে রায় ঘোষণা করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসান শাহীনের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল জনাকীর্ণ ট্রাইব্যুনালে এ রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হচ্ছেন বিচারপতি মোঃ মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মোঃ শাহিনুর ইসলাম। টাক্কাবালীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ॥ মানবতাবিরোধী অপরাধের মামলায় ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলের এমদাদুল হক ওরফে টাক্কাবালীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। বুধবার প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে চেয়ারম্যান বিচারপতি মোহাম্মাদ আনোয়ার উল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ পরোয়ানা জারি করেন। ট্রাইব্যুনালে আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন জানান প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন।
×