ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আজ সিংগাইর পৌরসভায়

মাধবদীর সব কেন্দ্রসহ স্থগিত ৫১ কেন্দ্রের পুনর্ভোট ১২ জানুয়ারি

প্রকাশিত: ০৫:১৮, ৭ জানুয়ারি ২০১৬

মাধবদীর সব কেন্দ্রসহ স্থগিত ৫১ কেন্দ্রের পুনর্ভোট ১২ জানুয়ারি

স্টাফ রিপোর্টার ॥ পৌর নির্বাচনে স্থগিত হওয়া ৫১টি কেন্দ্রের পুনর্ভোট গ্রহণ করা হবে আগামী ১২ জানুয়ারি। এর মধ্যে নরসিংদীর মাধবদী পৌরসভার সব কেন্দ্রে এবং বাকি ১৮ পৌরসভার ৩৯টি কেন্দ্র রয়েছে। গত ৩০ ডিসেম্বর এসব কেন্দ্রে অনিয়ম ও গোলযোগের কারণে ভোটগ্রহণ স্থগিত করা হয়। কমিশন জানিয়েছে, এসব কেন্দ্রের মধ্যে মেয়র পদে ৭টির জন্য এবং কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৭২ পদের জন্য ভোটগ্রহণ করা হবে। কেন্দ্র স্থগিত থাকায় এসব পদে এখনও ফল ঘোষণা করা হয়নি। এদিকে মানিকগঞ্জের সিংগাইর পৌরসভায় ভোটগ্রহণ করা হচ্ছে আজ বৃহস্পতিবার। আদালতের নিষেধাজ্ঞার কারণে এ পৌরসভায় তফসিল পরিবর্তন করে ৩০ ডিসেম্বরের পরিবর্তে ৭ জানুয়ারি নির্ধারণ করে ইসি। কমিশন জানিয়েছে মাধবদী পৌরসভায় মোট কেন্দ্র রয়েছে ১২টি। ৩০ ডিসেম্বর সব কেন্দ্রে ভোট স্থগিত করা হয়। ফলে মেয়র ও কাউন্সিলর নির্বাচনের জন্য সব কেন্দ্রেই ভোটের আয়োজন করতে হচ্ছে। অপরদিকে ১৮ পৌরসভার ৩৯ কেন্দ্রের ভোটের ব্যবধান মেয়র ও কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর প্রাপ্ত ভোটে ব্যবধানের চেয়ে বেশি হওয়ায় ভোটগ্রহণ করতে হচ্ছে। ইতোমধ্যে এসব কেন্দ্রের পুনর্ভোটের আয়োজন করতে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে। বুধবার নির্বাচন কমিশনের এ সিদ্ধান্ত জানিয়ে ইসির নির্বাচন পরিচালনা শাখার উপসচিব সামসুল আলম বলেন, পুনর্ভোটের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে। ইসির নির্বাচন সমন্বয় শাখার সহকারী সচিব রাজীব আহসান জানিয়েছেন, এসব পৌরসভায় সাতটি মেয়র পদ এবং সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ডের ৭২টি কাউন্সিলর পদে পুনর্ভোট হবে। মাধবদী পৌরসভার সব কেন্দ্র ছাড়াও ১৮ পৌরসভার ৩৯ কেন্দ্রের মধ্যে রয়েছে কালকিনি পৌরসভার কাষ্টঘর সরকারী প্রাথমিক বিদ্যালয় ও দক্ষিণ জনারদন্দী সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র। বরুড়া পৌরসভার শিরমুড়ী উত্তর ইউনিয়ন পরিষদ কেন্দ্র। চন্দনাইশ পৌরসভার গাছবাড়িয়া এনজে উচ্চ বিদ্যালয়, আলফাতুন চৌধুরী ফোরকানিয়া মাদ্রাসা ও উত্তর গাছবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র। ভালুকার দক্ষিণ ভালুকা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র। চৌমুহনী পৌরসভার উত্তর নাজিরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ও উত্তর নাজিরপুর নূরানি মাদ্রাসা, দক্ষিণ নাজিরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, মধ্য করিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, মধ্য করিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় (পূর্ব পাশের ভবন), গণিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, বেগমগঞ্জ সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় (পুরনো ভবন), চৌমুহনী সরকারী এসএ কলেজ (নতুন ভবন), উত্তর হাজীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র। জামালপুর সদর পৌরসভার বানিয়াবাজার উচ্চ বিদ্যালয়, ছনকান্দা সরকারী প্রাথমিক বিদ্যালয়, ছনকান্দা সরকারী প্রাথমিক বিদ্যালয় ও বগাবাইদ আজাদ সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র। কালিয়া পৌরসভার পূর্ব কালিয়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র। কুয়াকাটা পৌরসভার পানজুপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়। সরিষাবাড়ী পৌরসভার বাঙালিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়। নগরকান্দা পৌরসভার নগরকান্দা মদিনাতুল উলুম মাদ্রাসা (ইসলামিয়া মাদ্রাসা) কেন্দ্র। উলিপুর পৌরসভার নারিকেলবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় (উত্তর ভবন) ও উলিপুর মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসা। মতলব পৌরসভার মুন্সীগঞ্জ উচ্চ বিদ্যালয় কেন্দ্র। শরীয়তপুর পৌরসভার দক্ষিণ আটং সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র। বরগুনা পৌরসভার গগণ মেমোরিয়াল হাইস্কুল কেন্দ্র। বেতাগী পৌরসভার পূর্ব বেতাগী সরকারী প্রাথমিক বিদ্যালয়। সৈয়দপুর পৌরসভার গোলাহাট রেলওয়ে কলোনি সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, মুসলিম উচ্চ বিদ্যালয়, ফ্রি-আমিন সরকারী প্রাথমিক বিদ্যালয় ও নয়াটোলা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র। ঠাকুরগাঁও পৌরসভার ঠাকুরগাঁও সরকারী মহিলা কলেজ, গোবিন্দনগর সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট কেন্দ্র। যশোর পৌরসভায় এমএম কলেজ কলাভবন কেন্দ্র। এর মধ্যে মেয়র পদে ভোট হবে-মাধবদী, চৌমুহনী, কালকিনি, বেতাগী, সৈয়দপুর, উলিপুর ও ঠাকুরগাঁও পৌরসভায়। সিংগাইর পৌরসভায় আজ ভোট এদিকে পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী আজ অনুষ্ঠিত হচ্ছে মানিকগঞ্জের সিংগাইর পৌরসভা নির্বাচন। ভোটার তালিকায় অসঙ্গতি ও সীমানা জটিলতা সংক্রান্ত হাইকোর্টে একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে সিংগাইর পৌরসভার নির্বাচনের ওপর স্থগিতাদেশ দেয়া হয়। পরে এ আদেশ প্রত্যাহার করা হলে এ পৌরসভার নির্বাচন ৩০ ডিসেম্বরের পরিবর্তে ৭ জানুয়ারি নির্ধারণ করে নির্বাচন কমিশন।
×