ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

তিন সন্তানের মা রোজির কিডনি প্রতিস্থাপনে সহায়তা দিন

প্রকাশিত: ০৫:১৬, ৭ জানুয়ারি ২০১৬

তিন সন্তানের মা রোজির কিডনি প্রতিস্থাপনে সহায়তা দিন

স্টাফ রিপোর্টার ॥ তিন সন্তানের মা মহিমা আক্তার রোজির (৪৫) জীবন বাঁচাতে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। তার দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে। জরুরী ভিত্তিতে কিডনি প্রতিস্থাপন করানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। কিন্তু মহিমা আক্তারের পরিবারের পক্ষে এই ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। বরিশালের গৌরনদী পৌর এলাকার তিকাসার মহল্লায় তাদের বাড়ি। বর্তমানে ঢাকার কল্যাণপুরের একটি ভাড়াটিয়া বাসায় বসবাস করে আসছেন তারা। রাজমিস্ত্রি আলতাফ হোসেন সরদারের স্ত্রী মহিমা আক্তার রোজি স্বপ্ন দেখেছিলেন পুত্রদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করে তুলবেন। তার একপুত্র ঢাকার বাঙলা কলেজে দ্বাদশ শ্রেণীতে অধ্যয়নরত। কিন্তু মায়ের এমন অবস্থায় সন্তানদের লেখাপড়া বন্ধ হওয়ার পথে। গত পাঁচ মাস আগে ঢাকার ইবনে সিনা প্রাইভেট হাসপাতালে পরীক্ষা নিরীক্ষার পর রোজির দুটি কিডনির এমন অবস্থা ধরা পড়ে। চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে ইতোমধ্যে ভিটেমাটি বিক্রি করেছেন আলতাফ হোসেন। নিঃস্ব হয়ে গেছে পরিবারটি। টাকার অভাবে বন্ধ রয়েছে উন্নত চিকিৎসা। নিয়মিত ডায়ালাইসিস চরমভাবে ব্যাহত হচ্ছে। এমতাবস্থয় মহিমা আক্তার রোজির চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীসহ সকল হৃদয়বান ও দানশীল ব্যক্তির আন্তরিক সহযোগিতা কামনা করেছে তার অসহায় পরিবার। চিকিৎসায় সহযোগিতা দিতে সরাসরি যোগাযোগ করুন এই মোবাইল নম্বরে ০১৮৬৭-৭৬৫০৯৫। আর সাহায্য দিন এই সঞ্চয়ী হিসাবে- মোফাজ্জেল হোসেন সরদার, ইসলামী ব্যাংক, টরকী বন্দর শাখা, গৌরনদী, বরিশাল, হিসাব নং ২৭১০২০০৯০৬০। ঘোষণা ॥ দৈনিক জনকণ্ঠ মানুষ মানুষের জন্য বিভাগে খবর প্রকাশের মাধ্যমে সহৃদয় ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ ঘটিয়ে দিয়ে থাকে। সাহায্য সরাসরি সাহায্যপ্রার্থীর ব্যাংক এ্যাকাউন্টে জমা দিতে হবে অথবা সাহায্যপ্রার্থীর দেয়া মোবাইল ফোনে যোগাযোগ করতে হবে। দৈনিক জনকণ্ঠ এ বিষয়ে কোন দায়ভার গ্রহণ করবে না।
×