ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জামায়াতের প্রেসরিলিজে হরতালের ডাক

প্রকাশিত: ০৫:১৪, ৭ জানুয়ারি ২০১৬

জামায়াতের প্রেসরিলিজে হরতালের ডাক

স্টাফ রিপোর্টার ॥ বুদ্ধিজীবী হত্যাসহ একাত্তরে গণহত্যা ও ধর্ষণের দায়ে আলবদর বাহিনীর প্রধান মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় বহাল রাখার প্রতিবাদে আজ বৃহস্পতিবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াত। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, হরতালে সহিংসতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়ার কথাও জানিয়েছেন তিনি। একাত্তরের যুদ্ধাপরাধের দায়ে একের পর এক শীর্ষ নেতার সর্বোচ্চ সাজার আদেশ আসায় দৃশ্যত দিশেহারা জামায়াতে ইসলামী। তাদের আমির মতিউর রহমান নিজামীর প্রাণদ-ের রায়েও কর্মসূচী দিতে গিয়ে বিভ্রাট ঘটিয়েছে দলটি। বুধবার আপীল বিভাগ নিজামীর রায় ঘোষণার পর ৬ জানুয়ারি তারিখে বিবৃতি দিয়ে তারা হরতাল ডেকেছে এক মাস আগের তারিখে। এ নিয়ে দেখা দেয় বিভ্রান্তি। অবশ্য পরে নিজেদের ওয়েবসাইটে সেই তারিখ সংশোধন করে নিয়ে ৭ জানুয়ারি বৃহস্পতিবার হরতালের কথা বলেছে একাত্তরে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতাকারী দলটি। পাবনায় হত্যা, ধর্ষণ এবং বুদ্ধিজীবী গণহত্যার দায়ে দেড় বছর আগে নিজামীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদ-ের রায় দিয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আপীল বিভাগ সেই সাজাই বহাল রেখেছে। রায়ের ঘণ্টাখানেক পর হরতালের বার্তা দিয়ে জামায়াতের পক্ষ থেকে গণমাধ্যমে বিবৃতি পাঠানো হয়। জামায়াতের ওয়েবসাইটেও একই বার্তা পাওয়া যায়। এতে বলা হয়Ñ “সরকার পরিকল্পিতভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির, সাবেক মন্ত্রী, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী চিন্তাবিদ ও ২০ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা মাওলানা মতিউর রহমান নিজামীকে হত্যার উদ্দেশে তথাকথিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মিথ্যা মামলা দায়ের করে মৃত্যুদ-ে দ-িত করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এবং আগামীকাল ৭ ডিসেম্বর বৃহস্পতিবার সারাদেশে সকাল-সন্ধ্যা শান্তিপূর্ণ হরতাল কর্মসূচী ঘোষণা করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ ও ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডাঃ শফিকুর রহমান। বেশকিছু সময় পর ওই বার্তায় হরতালের তারিখ সংশোধন করে ‘আগামীকাল ৭ ডিসেম্বর বৃহস্পতিবার’ এর জায়গায় ‘আগামীকাল ৭ জানুয়ারি বৃহস্পতিবার’ লিখে আবারও বিবৃতি পাঠায় জামায়াত। জামায়াতে ইসলামীর আমির নিজামী একাত্তরে ছিলেন দলটির ছাত্র সংগঠন ইসলামী ছাত্রসংঘের নাজিমে আলা বা সভাপতি এবং সেই সূত্রে পাকিস্তানী বাহিনীকে সহযোগিতার জন্য গঠিত আলবদর বাহিনীর প্রধান। স্বাধীনতাকামী বাঙালীর ওপর দমন-পীড়ন চালাতে পাকিস্তানী বাহিনীকে সহযোগিতার জন্য গঠিত রাজাকার বাহিনী ও শান্তি কমিটিতেও তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে এ মামলার বিচারে উঠে আসে। এ রায় যখন হয়, ৭২ বছর বয়সী নিজামী তখন গাজীপুরের কাশিমপুর কারাগারে। বিগত চার দলীয় জোট সরকারের এ মন্ত্রী চট্টগ্রামের চাঞ্চল্যকর দশ ট্রাক অস্ত্র মামলারও মৃত্যুদ-াদেশ পাওয়া আসামি। মানবতাবিরোধী অপরাধে প্রতিটি রায়ের পরই জামায়াতে ইসলামী হরতাল ডেকেছে। এ কর্মসূচীতে গত দুই বছরে দেশের বিভিন্ন স্থানে ব্যাপক নাশকতাও ঘটিয়েছে দলটির নেতাকর্মীরা। সহিংসতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা কামাল ॥ হরতালে সহিংসতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বুধবার মিরপুরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ নির্দেশ দেন। জঙ্গী ও সন্ত্রাসবাদ প্রতিরোধ নিয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। জামায়াতের হরতাল আহ্বান নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘হরতাল তারা ডাকতেই পারে। তবে এ হরতাল জনগণ সমর্থন করে কিনা তাই বিষয়। হরতালের দিন দোকান-পাট খোলা থাকবে। রাস্তাঘাট সচল থাকবে। যদি কেউ রাস্তায় নেমে যানবাহন বন্ধের চেষ্টা করে, ভাংচুর ও অগ্নিসংযোগ করে, তাহলে যা করার তা করা হবে। আইনশৃঙ্খলা বাহিনী ও জনগণ তাদের প্রতিহত করবে।’ হরতালে দোকান-পাট খোলা রাখার আহ্বান জানিয়ে আসাদুজ্জামান খান বলেন, নির্বিঘেœ দোকান-পাট খোলা রাখুন। নাশকতার আশঙ্কা নেই। কেউ যদি নাশকতার চেষ্টা করে, বোমাবাজি করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। তিনি বলেন, বাংলাদেশে জঙ্গীবাদ প্রচারে আন্তর্জাতিক ও দেশীয় ষড়যন্ত্র চলছে। দেশে কোন জঙ্গী নেই। সিজার তাবেলা হত্যাকা-ের ঘটনা আমরা দেখেছি। টাকার বিনিময়ে তাকে হত্যা করা হয়েছে। দেশে যাই ঘটুক তাতেই বলা হচ্ছে আইএস ঘটাচ্ছে। বাংলাদেশে কোন আইএস নেই। আন্তর্জাতিক চক্রান্তকারীরা বাংলাদেশে তাদের ঘাঁটি বানাতে চায়। এদের সঙ্গে রয়েছে দেশের কিছু ধর্মান্ধ লোক।’
×