ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কার্বন কেলেঙ্কারিতে ফোক্সওয়াগনের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ০৪:২৮, ৭ জানুয়ারি ২০১৬

কার্বন কেলেঙ্কারিতে ফোক্সওয়াগনের বিরুদ্ধে মামলা

কার্বন নিঃসরণ কেলেঙ্কারির কারণে জার্মান গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফোক্সওয়াগনের বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। এর আগে গত বছরের সেপ্টেম্বরে মার্কিন বিচার বিভাগ অভিযোগ তুলেছিল, গাড়িতে উন্নত প্রযুক্তির সফটওয়্যার সংযোজনের মাধ্যমে কার্বন নিঃসরণ টেস্ট ফাঁকি দিচ্ছে ফোক্সওয়াগন। এ নিয়ে তদন্তে দেখা গেছে, বিশ্বজুড়ে এ প্রতিষ্ঠানের অন্তত ১১০ কোটি গাড়িতে ত্রুটি রয়েছে। পরে মার্কিন পরিবেশ সংরক্ষণ অধিদফতরের তদন্তে প্রমাণিত হয়, ফোক্সওয়াগনের গাড়িগুলোতে এমন সফটওয়্যার রয়েছে, যা কার্বন নিঃসরণ টেস্ট ফাঁকি দিতে সক্ষম। আর এর প্রমাণ পাওয়ার পরপরই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা করেছে মার্কিন বিচার বিভাগ। -অর্থনৈতিক রিপোর্টার নতুন বছরে আসছে নতুন টেক পণ্য নতুন প্রযুক্তির উদ্ভাবন কিংবা নতুন আঙ্গিকে পুরনো প্রযুক্তির ব্যবহার। প্রযুক্তির উদ্ভাবন আর পরিবর্তনের মধ্য দিয়েই কেটেছে ২০১৫ সাল। ২০১৬ সালেও আকর্ষণীয় কিছু টেক পণ্য বাজারে ছাড়ার কথা রয়েছে টেক প্রতিষ্ঠানগুলোর। ইউবার, স্মার্টফোনের একটি এ্যাপ মাত্র। এ এ্যাপ দিয়ে আপনি মিনিটেই চালকের সঙ্গে যোগাযোগ করে বুকিং দিয়ে দিতে পারবেন যে কোন বাহন। এ প্রযুক্তি ব্যবহার করে বিশ্বের ৬৭ দেশ আয় করছে ৫ হাজার কোটি ডলার। প্রযুক্তির প্রসারে স্মার্টফোনের একটি বাটনে চাপ দিয়েই এখন সারা যায় নিত্যদিনের অনেক কাজ। ইয়াহুর মতো টেক প্রতিষ্ঠানের কিছু সমস্যার সম্মুখীন হতে হলেও গুগল আর ফেসবুক ছিল মুনাফার তুঙ্গে। প্রযুক্তিবিদ রেয় ওয়াং বলেন, ‘ইয়াহুর জন্য ২০১৬ সালটা ভবিষ্যত গুছিয়ে নেয়ার সময়। তবে গুগল আর ফেসবুক ২০১৫ সালে যে পারফর্মেন্স দেখিয়েছে তা ২০১৬ সালেও অব্যাহত থাকবে বলে মনে হচ্ছে।’ -অর্থনৈতিক রিপোর্টার
×