ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ ব্যাংকের নতুন নির্বাহী পরিচালক অশোক কুমার দে

প্রকাশিত: ০৪:২৭, ৭ জানুয়ারি ২০১৬

বাংলাদেশ ব্যাংকের নতুন নির্বাহী পরিচালক অশোক কুমার দে

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক থেকে নির্বাহী পরিচালক (ইডি) হিসাবে সম্প্রতি পদোন্নতি পেয়েছেন অশোক কুমার দে। নতুন নির্বাহী পরিচালক হিসেবে তিনি বাংলাদেশ ব্যাংকের রংপুর শাখার প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। এর আগে তিনি ডিভিশন অব ব্যাংক ইন্সপেকশনের (ডিবিআই-১) মহাব্যবস্থাপক হিসেবে বেসরকারী ব্যাংকসমূহের পরিদর্শনের দায়িত্বে নিয়োজিত ছিলেন। এছাড়া তিনি বাংলাদেশ ব্যাংকের কৃষি ও আর্থিক সেবাভুক্তি ও আইন বিভাগের মহাব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। জানা গেছে, বেসরকারী ব্যাংকসমূহকে কঠোর নজরদারিতে আনা, ব্যাংক পরিদর্শনে আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার নিশ্চিত করতে মাঠ কর্মকর্তাদের সংগঠিত করা, ব্যাংকের মালিক, উচ্চ পদস্থ কর্মকর্তাদের নজরদারিতে আনার মতো কাজও শুরু করেছিলেন তিনি। সম্প্রতি কিছু বেসরকারী ব্যাংকের বেনামী ঋণ চিহ্নিত করার মতো গুরুত্বপূর্ণ কাজ করেছেন। বেসিক ব্যাংকের ঋণ ক্যালেঙ্কারি চিহ্নিত করে তা বাংলাদেশ ব্যাংকের গবর্নর ড. আতিউর রহমানের দৃষ্টিতে আনেন। গণছুটির হুঁশিয়ারি ব্যাংক অফিসার্স কাউন্সিলের অর্থনৈতিক রিপোর্টার ॥ অর্থমন্ত্রী ব্যাংকারদের আন্দোলনকে ‘অযৌক্তিক’ আখ্যা দিয়ে অষ্টম বেতন কাঠামোতে কোন পরিবর্তন আনার সম্ভাবনা নাকচ করলেও তাতে গ্রেড পরিবর্তন দাবিতে অনড় রয়েছে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তারা। দাবি না মানা হলে আগামী ১৫জানুয়ারি থেকে গণছুটিসহ কঠোর কর্মসূচীর ঘোষণা দেয়া হয়েছে বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের ব্যানারে। বুধবার বিকেলে কেন্দ্রীয় ব্যাংকের শহীদ স্মৃতি স্তম্ভ চত্বরে মূলতবি সাধারণ সভায় সংগঠনের নেতারা নতুন কর্মসূচী ঘোষণা দেন। কাউন্সিলের অভিযোগ, সরকার ঘোষিত অষ্টম বেতন কাঠামোতে বাংলাদেশ ব্যাংক ও এর কর্মকর্তাদের মর্যাদা ক্ষুণœ করা হয়েছে। আগের বেতন কাঠামোতে বিসিএস ক্যাডার ও বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সমান থাকলেও এবার একধাপ পিছিয়ে দেয়া হয়েছে। এবার বিসিএস ক্যাডার ও বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অষ্টম গ্রেডে রাখা হয়েছে। আর বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালকদের রাখা হয়েছে নবম গ্রেডে। দাবি আদায়ে বুধবারের সভা থেকে নতুন কর্মসূচী ঘোষণা করেন অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের সাধারণ সম্পাদক মোহাম্মাদ শাহরিয়ার সিদ্দিকী। তিনি বলেন, আগামী ৭ জানুয়ারি সকাল ১০টা হতে ১১টা পর্যন্ত, ১০ জানুয়ারি ও ১১ জানুয়ারি সকাল ১০টা হতে সাড়ে ১১টা এবং ১২ হতে ১৪ জানুয়ারি পর্যন্ত সকাল ১০টা হতে ১২টা পর্যন্ত দাবির পক্ষে গেট গেদারিং ও অবস্থান কর্মসূচী পালন করা হবে।
×