ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

৪১ প্রতিষ্ঠানকে কাঁচাপাট রফতানির অনুমতি

প্রকাশিত: ০৪:২৬, ৭ জানুয়ারি ২০১৬

৪১ প্রতিষ্ঠানকে কাঁচাপাট রফতানির অনুমতি

অর্থনৈতিক রিপোর্টার ॥ ৪১ প্রতিষ্ঠানকে ‘বিশেষ প্রক্রিয়ায়’ দুই লাখ ৭৭ হাজার বেল কাঁচাপাট রফতানির অনুমোদন দিয়েছে সরকার। বস্ত্র ও পাট মন্ত্রণালয় সূত্রে এ কথা জানা গেছে। জানা যায়, গত বছরের ৩ নবেম্বরের আগে ইস্যু করা ২৫১ এলসির (লেটার অব ক্রেডিট) বিপরীতে প্রতিষ্ঠানগুলো কাঁচাপাট রফতানি করতে পারবে। পণ্যে পাটের মোড়কের ব্যবহার নিশ্চিত করতে গত ৩ ডিসেম্বর সব ধরনের কাঁচাপাট রফতানি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছিল সরকার। এ ঘোষণার ১২ দিনের মাথায় ১৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ‘স্বয়ংক্রিয় স্ক্যানিং’, ‘মেশিন কাট জুট’ (১০ থেকে ১২০ মিলিমিটার), ‘জুট সিলভার’ ও ‘জুট টো’ এই চার প্রক্রিয়ায় কাঁচাপাট রফতানি নিষেধাজ্ঞার আওতা বহির্ভূত করে আদেশ জারি করে পাট মন্ত্রণালয়। রফতানি অনুমোদন দিয়ে জারি করা ওই আদেশে বলা হয়েছে, ‘রফতানিকারকদের আবেদনের পরিপ্রেক্ষিতে পাট অধিদফতর থেকে পাঠানো ৪১ প্রতিষ্ঠানের অনুকূলে ২০১৫ সালের ৩ নবেম্বরের আগে ইস্যু করা ২৫১ এলসির বিপরীতে দুই লাখ ৭৭ হাজার বেল কাঁচাপাট রফতানির অনুমোদন দেয়া হলো।’ পাট মন্ত্রণালয়ের হিসেবে, দেশে বছরে প্রায় ১০ কোটি মোড়কের চাহিদা রয়েছে। এর মধ্যে সরকারী পাটকলগুলো থেকে আসে চার কোটি মোড়ক; বাকিটা যোগায় বেসরকারী পাটকল। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হিসেবে, ২০১৪-১৫ অর্থবছরে দেশে ৭৫ লাখ বেল (এক বেলের ওজন ১৮২ কেজি) পাট উৎপাদিত হয়েছে, যা আগের অর্থবছরের থেকে ৬৫ হাজার বেল থেকে বেশি। তবে পাটের ফলন কম হওয়ায় চলতি অর্থবছরে ৬৫ লাখ বেলের কাছাকাছি পাট উৎপাদিত হতে পারে বলে কৃষক ও ব্যবসায়ীদের ধারণা। বাংলাদেশ থেকে কাঁচাপাটের পাশাপাশি পাট সুতা, বস্তা, চট ও পাটের তৈরি বিভিন্ন পণ্য রফতানি হয়। কাঁচাপাট বেশির ভাগটাই যায় ভারত ও পাকিস্তানে। ২০১৪-১৫ অর্থবছরে বাংলাদেশ থেকে সোয়া নয় লাখ বেল কাঁচাপাট রফতানি হয়।
×