ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জাতীয় বিশ্ববিদ্যালয়

২০১৪ সালের তৃতীয় বর্ষ অনার্স পরীক্ষা পেছাল

প্রকাশিত: ০৪:২৫, ৭ জানুয়ারি ২০১৬

২০১৪ সালের তৃতীয় বর্ষ অনার্স পরীক্ষা পেছাল

নিজস্ব সংবাদদাতা, গাজীপুর, ৬ জানুয়ারি ॥ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৪ সালের তৃতীয় বর্ষ সম্মান শ্রেণীর পরীক্ষার সময়সূচী পিছিয়েছে। পরীক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের পরীক্ষার পূর্ব-ঘোষিত সময়সূচী পুনর্নির্ধারণ করে তা আগামী ৩ ফেব্রুয়ারি থেকে শুরুর সিদ্ধান্ত নেয়া হয়েছে। কুয়েটে ৩ শিক্ষককে শোকজ, অব্যাহতি ১ স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) এক অধ্যাপকসহ তিনজন শিক্ষককে কারণ দর্শানোর (শোকজ) নোটিস প্রদান করা হয়েছে এবং অস্থায়ীভাবে নিয়োগপ্রাপ্ত এক শিক্ষকের নিয়োগ বাতিল করা হয়েছে। শোকজ করা হয়েছে যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ, সহকারী অধ্যাপক মোঃ ফজলে রাব্বি ও প্রভাষক মোঃ আসাদুজ্জামান এবং একই বিভাগের শিক্ষক এস.এম. মাহবুবুর রহমানের নিয়োগ বাতিল করা হয়েছে। জানা গেছে, ৫ জানুয়ারি মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ আব্দুর রউফ স্বাক্ষরিত পৃথক পৃথক পত্রে তাদের কারণ দর্শানোর নোটিস এবং অব্যাহতি প্রদান করা হয়। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সম্মেলন বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ বাংলাদেশ সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের চতুর্থ কেন্দ্রীয় সম্মেলন ২৩ মার্চ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অপরাজেয় বাংলার পাদদেশে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। বুধবার বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি জনার্দন দত্ত নান্টু, সাধারণ সম্পাদক ইমরান হাবিব রুমন, দফতর সম্পাদক নাসির উদ্দিন প্রিন্স, অর্থ সম্পাদক রুখসানা আফরোজ আশা প্রমুখ। ইমরান হাবিব রুমন জানান, ২৩ মার্চ সকাল ১০টায় অপরাজেয় বাংলায় অনুষ্ঠানের উদ্বোধন করা হবে। এরপর র‌্যালি এবং বিকাল ৩টায় টিএসসির রাজু ভাস্কর্যে আলোচনাসভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক খালেকুজ্জামান।
×