ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

যুক্তরাষ্ট্রে সমাবেশে বক্তারা পৌর নির্বাচনেও খালেদা জিয়াকে দেশবাসী প্রত্যাখ্যান করেছে

প্রকাশিত: ০৪:২৪, ৭ জানুয়ারি ২০১৬

যুক্তরাষ্ট্রে সমাবেশে বক্তারা পৌর নির্বাচনেও খালেদা জিয়াকে দেশবাসী প্রত্যাখ্যান করেছে

এনা, নিউইয়র্ক থেকে ॥ বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সঙ্গে কোন আপোস নয়, বাংলাদেশের মানুষ তাকে পৌর নির্বাচনেও প্রত্যাখান করেছে। গত ৫ জানুয়ারি সন্ধ্যায় গণতন্ত্র রক্ষা দিবস উপলক্ষে জ্যাকসন হাইটসের খাবার বাড়ি রেস্টুরেন্টের সামনে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন স্থানীয় আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান। তিনি বলেন, যিনি মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করতে পারেন তাকে দেশের জনগণ কখনই মেনে নেবে না। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে দলের প্রবাসী নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের সহ-সভাপতি মোহাম্মদ আবুল কাশেম, আক্তার হোসেন, লুৎফুল করিম, সৈয়দ বশারত আলী, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ, চন্দন দত্ত ও আবদুর রহীম বাদশা, দফতর সম্পাদক মোহাম্মদ আলী সিদ্দীকি, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ যুক্তরাষ্ট্র কমান্ডের সভাপতি আবদুল মুতিক চৌধুরী, মহিলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপিকা মমতাজ শাহনাজ, যুব লীগের সাধারণ সম্পাদক ফরিদ আলম, আওয়ামী লীগ নেতা শেখ আতিকুল ইসলাম, সেচ্ছাসেবক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতারা এতে অংশ নেন। ইসলামিক ফাউন্ডেশনের মিলাদুন্নবীর অনুষ্ঠান শেষ আজ পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা) উদ্যাপন উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত পক্ষকালব্যাপী অনুষ্ঠানমালা শেষ আজ। সমাপনী দিবসে বৃহস্পতিবার বাদ মাগরিব বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে ‘খাতামুন্নাবীয়্যিন (সা)’ শিরোনামে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে। মাহফিলে প্রধান অতিথি থাকবেন রাজধানীর নারিন্দা মশুরীখোলা দরবার শরীফের পীরসাহেব হযরত শাহ মোহাম্মদ আহসানুজ্জামান। সভাপতিত্ব করবেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল। গত ২৪ ডিসেম্বর থেকে ১৫ দিনব্যাপী এই অনুষ্ঠানমালা শুরু হয়। -বিজ্ঞপ্তি
×