ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

চকরিয়ায় আমনের বাম্পার ফলন

প্রকাশিত: ০৪:১৪, ৭ জানুয়ারি ২০১৬

চকরিয়ায় আমনের বাম্পার ফলন

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ চকরিয়ায় গত বছরের কয়েক দফা বন্যার ধকল কাটিয়ে ফের ঘুরে দাঁড়িয়েছে কৃষি খাত। উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তাদের সুষ্ঠু মনিটরিংয়ের কারণে সঠিক সময়ে চাষাবাদে নেমে এবার কৃষকরা আমন চাষে বাম্পার উৎপাদন করতে সক্ষম হয়েছেন। আমন মৌসুমে চকরিয়ার ১৮ ইউনিয়ন ও এক পৌরসভা এলাকায় সাড়ে ৪৭ হাজার একর জমিতে চাষাবাদ করে কৃষকরা এবার প্রায় দেড় শ’ কোটি টাকার ফসল (খাদ্যশস্য) ঘরে তুলেছেন বলে জানা গেছে। বন্যার ধকল থাকলেও প্রাকৃতিক পরিবেশ অনুকূলে থাকায় ও ক্ষেতে পোকা-মাকড়ের আক্রমণ কমে যাওয়ার কারণে আমন আবাদে এবার আশাতীত সাফল্য পেয়েছেন কৃষকরা। উপজেলা কৃষি বর্গাচাষী সমিতির সভাপতি মহিউদ্দিন পুতু বলেন, কয়েক দফা বন্যায় চকরিয়ার কৃষি খাত একেবারে মুখথুবড়ে পড়েছিল। তারপরও কৃষি কর্মকর্তাদের সুষ্ঠু তদারকি এবং মাতামুহুরী নদীতে সঠিক সময়ে দুটি রাবার ড্যাম নির্মাণে মিঠাপানির সেচ সুবিধার সুফল পাওয়ায় কৃষকরা জমিতে ভাল ফলন উৎপাদনে সক্ষম হয়েছেন। তিনি বলেন, কৃষি খাতে ধারাবাহিক এমন সাফল্য অব্যাহত থাকলে আগামীতে এ উপজেলায় খাদ্য ঘাটতির তেমন আশঙ্কা থাকবে না। বিজিপি সদস্যকে মিয়ানমারে ফেরত স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ পথ ভুলে পার্বত্য নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে অনুপ্রবেশের অভিযোগে আটক মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর (বিজিপি) সদস্যকে ফেরত দিয়েছে বিজিবি। বুধবার দুপুর ঘুমধুম সীমান্তের জিরো পয়েন্টে দু’দেশের সীমান্তরক্ষী (বিজিবি-বিজিপি) বাহিনীর এক পতাকা বৈঠকের পর তাকে ফেরত দেয়া হয়। বিজিবি রামু ৫০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শফিউল আজম পারভেজ বলেন, মঙ্গলবার বিকেলে আশারতলী পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করেছিলেন বিজিপির সিপাহী লাতুংহ্লাকে (২০)। তাকে আটকের পর জিজ্ঞাসাবাদ শেষে তারা নিশ্চিত হন যে ধৃত রাখাইন সেদেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্য। পরে বিষয়টি বিজিপিকে জানানোর পর বুধবার পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত দেয়া হয়। সিলেটে প্রকৌশলীকে পেটাল ছাত্রলীগ স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ সিলেট সড়ক ও জনপদ অধিদফতদের উপ-বিভাগীয় প্রকৌশলীকে বুধবার বেলা ২টার দিকে পিটিয়েছে ছাত্রলীগের ক্যাডাররা। এ সময় তাকে রক্ষা করতে গিয়ে হামলার শিকার হন সওজের দুই অফিস সহকারী। জানা গেছে, সিলেট-তামাবিল সড়কের মামার দোকান এলাকায় মেরামতের কাজ করাচ্ছেন ঠিকাদার মেসার্স আকবর হোসেন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী নান্টু। কিন্তু মেরামত কাজে অনিয়ম ও ইটের গুণগতমান নিয়ে সওজ অধিদফতরে অভিযোগ আসে। এরপর বিষয়টি নান্টুকে অবগত করেন প্রকৌশলী খুরশীদ আলম। এ সময় খুরশীদ ও নান্টুর মধ্যে বাগ্বিতণ্ডা হয়। এর জের ধরে বুধবার দুপুরে ২০টি মোটরসাইকেলে করে ৩৫ থেকে ৪০ জন সন্ত্রাসী সিলেট সওজ অফিসে গিয়ে প্রকৌশলী আবুল বরকত মোঃ খুরশীদ আলমের ওপর হামলা চালায়। এ সময় এরশাদ আহমদ ও ফরিদ আহমদ নামের দুই অফিস সহকারী প্রকৌশলীকে রক্ষা করতে গেলে তাদের ওপরও হামলা চালানো হয়।
×